Tue. Apr 30th, 2024
কিভাবে কাউকে ইমেইল ভিডিও পাঠাবেন

গুরুত্বপূর্ণ ও গোপনীয় ফাইল শেয়ারের জন্য আমরা ইমেইলের ওপর অনেক নির্ভর করে থাকি।

অন্য সব ফাইলের মতো, ইমেইলের মাধ্যমে আমরা ভিডিও ফাইল ও পাঠাতে পারি। এবং আপনি যে কাউকে ভিডিও ইমেইল পাঠাতে পারবেন। আপনার ভিডিও ফাইল এর আকারের উপর নির্ভর করে Email video পাঠানোর দুইটা উপায় রয়েছে। 

চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে ইমেইল এ ভিডিও ফাইল পাঠাবেন।

ইমেলের মাধ্যমে ভিডিও পাঠানোর উপায় 

ইমেইল এ যেকোনো ধরনের ফাইল পাঠানো জন্য ফাইলের নির্দিষ্ট একটা সাইজ এর বেশি বা বড় সাইজের ফাইল পাঠানো সম্ভব হয় না। যেমন জিমেইল এ ভিডিও 25 mb পর্যন্ত যেকোনো ধরনের ফাইল আদান প্রদান করতে পারবেন।

অর্থাৎ 25 mb থেকে বড় সাইজের ভিডিও ফাইল আপনি সরাসরি ইমেইল এর মাধ্যমে পাঠাতে পারবেন না। সেক্ষেত্রে আপনাকে দ্বিতীয় একটা পদ্ধতি অবলম্বন করতে হবে। এখানে আপনি আপনার ভিডিও ফাইলটি সেটা যেকোনো সাইজের হোক না কেনো আগে সেটাকে ক্লাউড স্টোরেজ আপলোড করে, তারপর সেটার লিংক ইমেইল এর মাধ্যমে অন্যের সাথে শেয়ার করতে পারবেন। 

কিভাবে Gmail এর মাধ্যমে ইমেলের মাধ্যমে একটি ভিডিও পাঠাবেন 

জিমেইল এর মাধ্যমে ভিডিও পাঠানোর জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

১. প্রথমে Gmail এ গিয়ে Compose এ ক্লিক করুন নতুন ইমেইল তৈরি করতে। 

২. যদি আপনার ভিডিও ফাইলটি 25 mb এর মধ্যে হয় তাহলে Attach Files এ ক্লিক করুন। 

আর যদি এটার সাইজ অনুমোদিত ফাইল সাইজের চেয়ে বেশি হয় তাহলে Insert Files Using Drive এ ক্লিক করুন।

৩. এরপর নতুন window থেকে Upload এ ক্লিক করুন 

এবং Select files from your device সিলেক্ট করে 

আপনার ভিডিও ফাইলটি সেট করুন। এরপর Upload করুন।

আর বড় ফাইলের ক্ষেত্রে Drive এ ক্লিক করে Upload এ গিয়ে ভিডিও ফাইলটি সিলেক্ট Upload এ ক্লিক করলে এটি সরাসরি আপনার google drive এ আপলোড হয়ে সেটা লিংক আকারে আপনার ইমেইল এ সেট হয়ে যাবে। 

এরপর আপনার ইমেইল টি যাকে পাঠাতে চাচ্ছেন তাকে পাঠানোর জন্য প্রস্তুত হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *