Sun. May 19th, 2024

বাংলাদেশের মুদ্রা নাম টাকা। বাংলাদেশের মুদ্রা তৈরিতে খরচ কত তা জানার আগে, এই মুদ্রা সম্পর্কে কিছু তথ্য জেনে নেই। বাংলাদেশে ১৯৭১ সাল থেকে মুদ্রা হিসাবে চালু হয় টাকা এবং ১৯৭৪ সাল থেকে কাগজের নোট চালু হয়। বর্তমানে ১৳, ২৳, ৫৳, ১০৳, ৫০৳, ১০০৳, ২০০৳, ৫০০৳, ১০০০৳ নোট প্রচলন দেখা যায় এছাড়া ১৳, ২৳, ৫৳ টাকার কয়েন ও রয়েছে। প্রচলিত নোট গুলোর রয়েছে নিজস্ব রং আকার ও বৈশিষ্ট্য, তেমনি কয়েন গুলোর রয়েছে নিজস্ব আকার আকৃতি ও বৈশিষ্ট্য।এই সকল নোটের মধ্যে সবচেয়ে সুন্দর নোট হচ্ছে ২ টাকার নোট যা বিশ্বের সবচেয়ে সুন্দর নোট খেতাবও জিতে নিয়েছে। এদের মধ্যে সরকারের অর্থ মন্ত্রণালয় দ্বারা প্রচলিত নোট ও কয়েন হচ্ছে ১৳, ২৳ ও ৫৳ বাকি নোট গুলো বাংলাদেশ ব্যাংক দ্বারা পরিচালিত হয়। বর্তমানে আমরা যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ছবি সম্বলিত নোট ও কয়েন গুলো দেখে থাকি তা ২০০৯ থেকে পর্যায় ক্রমে চালু করা হয়‌।

বাংলাদেশে এই সকল মুদ্রা ছাপানোর জন্য নিজস্ব ছাপাখানা রয়েছে যা টাকশাল নামে পরিচিত। দেশের টাকা ছাপানোর একমাত্র এই প্রতিষ্ঠানের অবস্থান গাজীপুরে। টাঁকশালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ১৯৮৯ সালে। টাঁকশালে দেশের প্রচলিত বেশিরভাগ নোটগুলো ছাপানো হয় এবং ১ ও ৫ টাকার কয়েন কনাডায় তৈরি করা হয়। এছাড়া অস্ট্রেলিয়া, জার্মানি থেকে মুদ্রা ছাপানো হয়। বাংলাদেশে মুদ্রা ছাপানোর কাগজ আমদানি করা হয় সুইজারল্যান্ড থেকে।

বাংলাদেশে এই প্রচলিত মুদ্রা ছাপানোর জন্য বাংলাদেশ সরকারক ও বাংলাদেশ ব্যাংককে নির্দিষ্ট পরিমাণ অর্থ ব্যয় করতে হয়। নোট ভেদে উৎপাদন খরচ ভিন্ন হয়ে থাকে। কোন নোট তৈরিতে কত খরচ হয় চলুন তা জেনে নেওয়া যাক –

২ টাকার প্রতিটি নোট তৈরি করতে বাংলাদেশ ব্যাংকের ১.৬০ টাকা খরচ করতে হয়।
৫ টাকা প্রতিটি নোট তৈরি করতে খরচ হয় ২.১২ টাকা।
১০ টাকা প্রতিটি নোট তৈরি করতে গুনতে হয় ২.৩৫ টাকা।
২০ টাকা নোট তৈরি করতে খরচ হয় ২.৬৫ টাকা।
৫০ টাকা প্রতিটি নোট উৎপাদন খরচ করে হয় ২.৭৬ টাকা।
১০০ টাকা নোট তৈরি করতে প্রয়োজন হয় ৪.৭৮ টাকা।
৫০০ ও ১০০০ টাকার প্রতিটি নোট তৈরি করতে খরচ হয় যথাক্রমে ৬.৪০৭.৪৫ টাকা।

যদিও কাগজি মুদ্রা উৎপাদনে খরচ কম হয় তবে ধাতব মুদ্রা ছাপানোর জন্য তুলনামূলক বেশি হয়ে থাকে। চলুন তাহলে জেনে নেওয়া যাক ধাতব মুদ্রা তৈরিতে কত খরচ হয়।

১ টাকা ধাতব মুদ্রা বা কয়েন তৈরিতে খরচ করে হয় ১.০২ টাকা।
২ টাকা প্রতিটি কয়েন উৎপাদনে খরচ হয় ১.২৭ টাকা।
৫ টাকার কয়েন তৈরিতে খরচ করতে হয় ২.০৮ টাকা।

মুদ্রা উৎপাদনে খরচের এই তালিকা ২০১৯ এর হিসাব অনুযায়ী দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *