Thu. May 9th, 2024

 ১৯৪২ সালের ১৪ জানুয়ারি জন্ম নেওয়া শতাব্দীর সেরা ক্রীড়াবিদ মুহাম্মদ আলী। বক্সিং এর মধ্যে বিশ্ব জয় করেছেন তিনি। তার জীবনের নানা ঘটনা বিশ্ববাসীকে শিখিয়েছে অনেক কিছু। লড়াই করা তার পেশা হলেও বাস্তবে তিনি মানবতার পক্ষে লড়াই করে গেছেন। ২০১৬ সালের ৩ জুন ৭৪ বছর বয়সে তিনি মারা যান। মুহাম্মদ আলী তার এই জীবনে নানা সময় নানা উক্তি ও উপদেশ দিয়ে গিয়েছেন সেগুলো মধ্যে ২২ উক্তি তুলে ধরা হল।

মুহাম্মদ আলীর সেরা উক্তি

১. “আপনার সামনে কোনো পাহাড় নেই, যেটা আপনাকে থামিয়ে দিয়েছে। এটা আসলে আপনার জুতার মধ্যে থাকা নুড়ি পাথর।”

২. “ইচ্ছাশক্তি অবশ্যই দক্ষতার চেয়ে শক্তিশালী।”

৩. “আমি চাই মানুষ আমাকে যেভাবে ভালোবাসে সবাইকে সেভাবেই ভালোবাসবে। তাহলেই পৃথিবীটা আরও সুন্দর হবে।”

৪. “যখন আপনার মাথায় ভালো কোনো উত্তর আসবে না, তখন নীরব থাকাটাই ভালো।”

৫. “অসম্ভব একটি শব্দ যেটা ভীরুরা ছুঁড়ে দেয়। অসম্ভব বলে কিছু নেই।”

৬. “কখনও দিনকে গুনতে যেও না। এমন কিছু কর যেন দিনই তোমাকে মনে রাখে।”

৭. “আমি চাই মানুষ আমাকে যেভাবে ভালোবাসে সবাইকে সেভাবেই ভালোবাসবে। তাহলেই পৃথিবীটা আরও সুন্দর হবে।”

৮. “ট্রেনিং-এর প্রতিটা মুহূর্তকে আমি ঘৃণা করেছি। কিন্তু নিজেকে বলেছি, হাল ছেড়ো না। এখন কষ্ট করো, বাকি জীবনটা বিজয়ী হয়ে বাঁচো।”

৯. “বাড়িতে আমি খুবই ভদ্র, ভাল মানুষ। কিন্তু আমি চাই না গোটা বিশ্ব সেটা জানুক। ভদ্র মানুষরা বেশি দূর যেতে পারে না।”

১০. “যার কল্পনা নেই, তার ভর করে ওড়ার ডানাও নেই।”

১১. “যদি স্বপ্নেও আমাকে হারানোর কথা ভাবো, তা হলে এখনই জাগো। ক্ষমা চাও।”

১২. “আমিই সেরা। তখন থেকেই বলতাম, যখন জানতামও না যে আমি সত্যিই সেরা।”

১৩. “অসম্ভব সেই সব মানুষের তৈরি একটা বড় শব্দ যাঁরা অজুহাতেই বাঁচতে চান। নিজেদের ক্ষমতা জানতে চান না, কোনও কিছু বদলাতে চান না। অসম্ভব কোনও ঘটনা নয়, একটা মত। অসম্ভব কেউ ঘোষণা করেনি। এটা সাহস। এটা ক্ষমতা। অসম্ভব অস্থায়ী। অসম্ভব কিছুই না।”

১৪. “তুমি ২০ বছরে যে ভাবে পৃথিবীটাকে দেখতে, যদি ৫০ বছরেও সে ভাবেই দেখ, তা হলে জীবনের ৩০ বছর তুমি নষ্ট করেছো।”

১৫. “আমি বক্সিং-এর মহাকাশচারী। জো লুই ও ডেমসে শুধুই জেট পাইলট। আমি নিজের জগতের মানুষ।”

১৬. “আমি এই পৃথিবীর সবচেয়ে পরিচিত ও জনপ্রিয় মানুষ। কারণ জিসাস ও মোজেসের সময়ে স্যাটেলাইট ছিল না। তাই দূরের গ্রামের মানুষ ওঁদের চিনতো না।”

১৭. “ঘাসেরা বেড়ে ওঠে, পাখি আকাশে ওড়ে, ঢেউ বালিকে ভাসিয়ে নিয়ে যায়। এটাই ওদের কাজ। আমি মারি।”

১৮. “আমি সেরা নই, আমি দ্বিগুণ সেরা।”

১৯. “প্রতিদিন এমন ভাবে বাঁচো যেন সেটাই তোমার জীবনের শেষে দিন। কারণ এক দিন তুমি ঠিক হবেই।”

২০. “অন্যদের সাহায্য করার মধ্যে দিয়েই তোমাকে এই পৃথিবীতে তোমার থাকার ঘরের ভাড়া চোকাতে হয়।”

২১. “যদি আমার মাথা ভাবতে পারে, মন বিশ্বাস করে, তা হলে আমি পারবই।”

২২. “আমার মতো সেরা হলে বিনয়ী হওয়া কঠিন কাজ।”

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন। আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে সাথে থাকুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *