Fri. Jul 26th, 2024

জীবনে প্রতি মূহুর্তে মানুষ নানা পরিস্থিতির মধ্যে দিয়ে যায়। আর এই পরিস্থিতিতে কে কি রকম আচরণ করবে তা নির্ভর করে তার দৃষ্টিভঙ্গি উপর। দৃষ্টিভঙ্গি সুন্দর হলে সবকিছুই সুন্দর দেখা যায়, আর দৃষ্টিভঙ্গি কুৎসিত হলে সবকিছুই কুৎসিত মনে হয়। দৃষ্টিভঙ্গি নিয়ে কিছু উক্তি এখানে দেওয়া হল।

দৃষ্টিভঙ্গি নিয়ে সেরা কিছু উক্তি এই পোস্টে দেওয়া হল আশা করি আপনাদের ভালো লাগবে।

Read more: ভালোবাসা নিয়ে উক্তি

দৃষ্টিভঙ্গি নিয়ে উক্তি

১. সত্যি বলতে খারাপ দৃষ্টিভঙ্গি আপনাকে ভালোবাসা, আশীর্বাদ সবকিছু থেকে দূরে রাখে।
— ম্যান্ডি হেল
২. তোমার আচরণ ও দৃষ্টিভঙ্গি তোমার সম্পর্কে অনেক কিছুর জানান দেয়। তাই এটাকে সর্বদাই স্বাভাবিক রাখার চেষ্টা করো।
— রুবাইনি
৩. দৃষ্টিভঙ্গিই বলে দেয় তোমার ফলাফল বা ভবিষ্যত কি হবে।
— ওয়ারেন ওয়েরেসবি
৪. সময় সবাইকেই বদলে দেয়। সেই সাথে সময় বদলায় জীবন সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গিও।
— সংগৃহীত
৫. আমার পুরো জীবন সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি এই যে, একটা বই কে কখনোই এর প্রচ্ছদ দ্বারা বিচার করা উচিত নয়।
— ফ্লোয়িড মেওয়েদার
৬. দৃষ্টিভঙ্গি বদলান নিচে নয় উপরে তাকান। আকাশের তারকারাজি এর দিকে তাকান এবং একটু পরেই দেখবেন আপনার কৌতুহল জেগেছে।
— স্টিফেন হকিং
৭. কেউ দৃষ্টিভঙ্গির ব্যর্থতার কারণে যদি আপনাকে চিনতে না পারে তবে তাতে আপনার মূল্য কিন্তু কমে যায় না।
— সংগৃহীত
৮. বয়স নিয়ে ঘাবড়াচ্ছেন ? দৃষ্টিভঙ্গি বদলে ফেলুন, নতুন লক্ষ্য স্থির করা বা নতুন স্বপ্ন দেখার জন্য বয়স কোনও বাধাই নয়।
— সি এস লুইস
৯. দৃষ্টিভঙ্গি হলো একটি ছোট্ট জিনিস তবে তা কিন্তু একটা বড় ধরনের পরিবর্তন আনতে সক্ষম।
— উইন্সটন চার্চিল
১০. লোকেরা আপনার কথা শুনতে পারে কিন্তু সেইসাথে আপনার দৃষ্টিভঙ্গিও অনুভব করতে পারে।
– জন ম্যাক্সওয়েল
১১. আপনি সঠিক মানেই যে অন্য কেউ ভুল তা কিন্তু নয়। দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে একটু দেখলেই জিনিসটা বুঝতে পারবেন।
— সংগৃহীত
১২. মানবজাতির সবচেয়ে বড় আবিষ্কারগুলোর একটি হলো তারা এ বিষয়টি খুজে বের করতে পেরেছে যে মানুষ তার দৃষ্টিভঙ্গি পরিবর্তন এর মাধ্যমেই জীবন পরিবর্তন করে ফেলতে পারে।
— অরফাহ উইনফ্রে
১৩. আপনি যদি মহৎ জিনিস না করতে পারেন তবে ছোট জিনিসকেই মহৎ উপায়ে করার চেষ্টা করুন।
— নেপোলিয়ন হিল
১৪. যখন আপনার দৃষ্টিভঙ্গি ভালো হচ্ছে না, তখন উপরের দিকে তাকান উর্ধ্বভঙ্গি সর্বদাই ভালো।
— জিগ জ্যাগলার
১৫. জীবনে সবচেয়ে বড় জিনিসটা হলো দৃষ্টিভঙ্গি ঠিক করা, এটা হয় আপনার আগুনকে আরো বাড়িয়ে দিতে পারে নতুবা আপনার সকল স্বপ্নকে মাটি চাপা দিতে পারে।
— রাজেশ মুরথি
১৬. প্রতিদিন, আমি আরও ভাল হওয়ার চেষ্টা করে একটি ইতিবাচক মনোভাব নিয়ে আসি।
– স্টিফন ডিগস
১৭. দৃষ্টিভঙ্গির দুর্বলতা চরিত্রের দুর্বলতা হয়ে যায়।
– আলবার্ট আইনস্টাইন
১৮. লোকেরা আপনার কথা শুনতে পারে তবে তারা আপনার মনোভাব অনুভব করে।
– জন সি ম্যাক্সওয়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *