ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের শীর্ষস্থানীয় শরীআহ ভিত্তিক ব্যাংক। সম্প্রতি প্রতিষ্ঠানটি সিকিউরিটি গার্ড (অস্থায়ী) পদে নিয়োগের জন্য বাংলাদেশের যোগ্য ও শারীরিকভাবে সক্ষম নাগরিকদের কাছ থেকে দরখাস্ত আহ্বান করেছে।

পদবী

সিকিউরিটি গার্ড (অস্থায়ী)

বেতন স্কেল ও ভাতা

  • ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী বেতন প্রদান করা হবে
  • মাসিক বেতন: ২১,০০০ টাকা এবং অন্যান্য ভাতা
  • সর্বশেষ বেতন কাঠামো: ৩২,০০০ টাকা পর্যন্ত (সার্কুলার নং ৪৮, তারিখ: ১২.১২.২০১৪ অনুযায়ী)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা

  1. এসএসসি বা সমমান পাশ
  2. অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের অগ্রাধিকার
  3. সরকারি অনুমোদিত ব্যাটালিয়ন আনসার/উপযুক্ত সশস্ত্র বাহিনীর সদস্য হিসেবে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে
  4. প্রার্থীর উচ্চতা ন্যূনতম ৫ ফুট ৬ ইঞ্চি এবং শারীরিকভাবে সুস্থ হতে হবে
  5. সংশ্লিষ্ট ক্ষেত্রে সরকারি অনুমোদিত ব্যাটালিয়ন বা সমমানের চাকরির অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার

আবেদনের শেষ তারিখ

২১ আগস্ট ২০২৫

আবেদন প্রক্রিয়া

যোগ্য প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদনপত্রের সাথে নিচের কাগজপত্র যুক্ত করতে হবে—

  • শিক্ষাগত যোগ্যতার সনদপত্র
  • অভিজ্ঞতার সনদ
  • জাতীয় পরিচয়পত্রের ফটোকপি (৩ কপি)
  • পাসপোর্ট সাইজের রঙিন ছবি

আবেদনপত্র অবশ্যই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ২৮ আগস্ট ২০২৫ তারিখের মধ্যে পাঠাতে হবে।

অনলাইনে আবেদন করার লিংক

https://career.islamibankbd.com


image_sl8_row7_date_01-08-2025_edition_1_page10_455501_83041_watermarked_bd6a94e6-e58b-4554-9c51-8e3472eeb56c-822x1024 ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৫

Leave a Reply