Min menu

Pages

বাংলাদেশ বিমানবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি Air Force job circular 2023

 বাংলাদেশ বিমানবাহিনীতে চাকরির সুযোগ। বাংলাদেশ বিমানবাহিনীর চাকরির খবর। বাংলাদেশ বিমানবাহিনী ২০২৩ সালে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ বিমানবাহিনী ২০২৩ এর আগষ্ট মাসের প্রথম ভাগে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বিস্তারিত সম্পূর্ণ পোস্টটি পড়ে জানুন।


বাংলাদেশ বিমানবাহিনীতে বিমানসেনা নিয়োগ দেওয়ার জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। SSC পাশে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন উক্ত পদে। বাংলাদেশ বিমানবাহিনীতে একাধিক পদে (টেকনিক্যাল ট্রেড, নন-টেকনিক্যাল, এমটিওএফ, প্রভোস্ট, মিউজিশিয়ান, খেলোয়াড়) সেনা নিয়োগ দেবে। বিস্তারিত নিচে দেখুন-

বাংলাদেশ বিমানবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩


শিক্ষাগত যোগ্যতা: SSC ( পদ অনুযায়ী বিভাগ আলাদা) 


বয়স: ১৬ থেকে ২১, ২৪, ২৬ বছর (পদ অনুসারে বয়সের সবোর্চ্চসীমা পরিবর্তন হতে পারে)


বৈবাহিক অবস্থা: অবিবাহিত/অবিবাহিতা


চোখ: ৬/৬ স্বাভাবিক দৃষ্টিসম্পন্ন 


ওজন: বয়স ও উচ্চতা অনুযায়ী।


শারীরিক যোগ্যতা: 

পুরুষ 

উচ্চতা: নূন্যতম ৫ ফুট ৪ ইঞ্চি

বুক: নূন্যতম ৩০ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি


নারী

উচ্চতা: নূন্যতম ৫ ফুট 

বুক: নূন্যতম ২৮ ইঞ্চি, প্রসারণ ২ ইঞ্চি


আবেদন ফি: ২০০/- টাকা 


অনলাইনে আবেদনের তারিখ: ১১ আগষ্ট ২০২৩ থেকে ২৪ আগষ্ট ২০২৩।


বাংলাদেশ বিমানবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তির ছবি



বাংলাদেশ বিমানবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি PDF ফাইল

বাংলাদেশ বিমানবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩ এর PDF ফাইল ডাউনলোড করতে নিচের ডাউনলোড লিংকে ক্লিক করুন।

Download 


অনলাইনে আবেদনের নিয়ম: 

অনলাইন পদ্ধতিতে সরাসরি https://joinairforce.baf.mil.bd ওয়েবসাইটে ‘Apply Now' -এ ক্লিক করে পরবর্তী নির্দেশনা অনুযায়ী রেজিস্ট্রেশন করে অনলাইন পদ্ধতিতে ২০০/- (দুইশত টাকা) পরিশোধ করা হলে রেজিস্ট্রিকৃত মোবাইল নম্বরে ইউজার আইডি এবং পাসওয়ার্ড প্রেরণ করা হবে। এই ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ‘Login' -এ ক্লিক করে অনলাইন আবেদনপত্র পূরণ ও প্রিন্ট করতে হবে। অনলাইন আবেদনপত্র চূড়ান্তভাবে 'Submit করার আগে আবেদনকারীগণ নিরীক্ষণের সুযোগ পাবেন এবং চূড়ান্তভাবে 'Submit করার পর পুনরায় সংশোধন করার সুযোগ থাকবে না। এরপর উক্ত আবেদনপত্র প্রাথমিক লিখিত পরীক্ষার নির্ধারিত তারিখে নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লিখিত সংখক ছবি ও অন্যান্য সনদের সত্যায়িত ফটোকপিসহ বিমান বাহিনী তথ্য ও নির্বাচনী কেন্দ্রে জমা দিতে হবে। ২৬ আগস্ট ২০২৩ তারিখে সকল ট্রেডের প্রাথমিক পরীক্ষায় অংশগ্রহণের প্রবেশপত্র ডাউনলোডের জন্য উন্মুক্ত করা হবে। কোনো আবেদনকারী এসএমএসের মাধ্যমে ইউজার আইডি ও পাসওয়ার্ড না পেলে আবেদনের ২৪ ঘন্টার মধ্যে '[email protected]' ঠিকানায় ইমেইল করে জানাতে হবে।

Comments