Quora একটি সোশ্যাল মিডিয়া। বর্তমানে যারা ইন্টারনেট ব্যবহার করে বা ইন্টারনেট সম্পর্কে ধারণা রাখে তারা কোথায় না কোথাও কোরা সম্পর্কে জানে বা কোরা এর নাম এর সাথে পরিচিত। কিন্তু এটা ফেসবুক, টুইটার এর মতো নয়। কোরা একটি ব্যতিক্রম ধর্মী সোশ্যাল মিডিয়া।
Quora কি
কোরা একটি প্রশ্নোত্তরের ওয়েবসাইট ও অ্যাপ। যেখানে একজন ব্যবহারকারী প্রশ্ন করতে পারে এবং অন্যান্য ব্যবহারকারীর করা প্রশ্নগুলির উত্তর প্রদান করে। এছাড়াও ফেসবুকের মতো এখানে পোস্ট করতে পারবেন, আপনার মতামত ও প্রকাশ করতে পারবেন। ফেসবুক এর মতো এখানেও আপনি আপনার পেজ তৈরি করতে পারবেন তবে কোরা তে এটাকে মঞ্চ বা Space বলা হয়। ফেসবুক ইউটিউব এর মতো লাইক দেওয়া যায় তবে কোরাতে এটাকে আপভোট বলা হয়। কিন্তু ফেসবুক ইউটিউব এর মতো কোরাতে ভিডিও শেয়ার করা যায় না। তবে এর বিশেষ একটা বৈশিষ্ট্য হলো আপনি আপনার ভাষা অনুযায়ী নিজস্ব ভাষাভাষী মানুষের সাথে যুক্ত থাকতে পারবেন। এখানে আপনি একাধিক ভাষা সিলেক্ট করতে পারবেন এবং প্রতিটি ভাষার জন্য আলাদা আলাদা dashboard পারবেন এবং প্রতিটি ড্যাসবোর্ড আলাদা ভাবে সাজাতে পারবেন এবং আলাদা প্রোফাইল তৈরি করতে পারবেন। কোরা এর দুইটি ভার্শন রয়েছে একটি ফ্রি যেটা Quora নামে পরিচিত এবং অন্য একটি Quora+ নামে পরিচিত। কোরা প্লাস এর মেম্বার হতে হলে আপনাকে মাসিক বা বার্ষিক ফি প্রদান করতে হবে।
Read more: কিভাবে Chrome নোটিফিকেশন বন্ধ করবেন
কি করে এইখানে?
বিশেষত্ব এটা একটি প্রশ্ন উত্তর প্লাটফর্ম। এখানে প্রশ্ন উত্তর দেওয়া ছাড়া মতামত প্রকাশ, সোশ্যাল মিডিয়া এছাড়া ব্লগ হিসাবে ব্যবহার করা যায়।
এটা দিয়ে কি আয় করা সম্ভব?
ফেসবুক, YouTube এর মতো কোরা তো মনিটাইজেশন এর অপশন রয়েছে। তবে তা কয়েকটি দেশের জন্য এই অপশনটি চালু রয়েছে। কোরাতে মনিটাইজেশন পেতে আপনার শুধু একটা space তৈরি করতে হবে এবং সেখানে মনিটাইজেশন অন করে আপনাকে নিয়মিত পোস্ট করতে হবে। আপনার পোস্ট যতবেশি লোক দেখবে আপনার আয় সেখান থেকেই হবে। এখানে ফেসবুক বা ইউটিউব এর মতো কোনো নির্দিষ্ট পরিমাণ ফলোয়ার বা subscriber এর প্রয়োজন নাই। তবে এখানে কিছু শর্ত বা নিয়ম রয়েছে কোরা ফ্রি মেম্বার আপনার পোস্ট দেখলে বা পড়ে আপনি কোনো প্রকার আয় পারবেন না শুধু মাত্র কোরা প্লাস মেম্বারগণ পড়লে বা দেখলে সেক্ষেত্রে আয় হবে। এছাড়া কেউ যদি আপনার পেওয়াল করা উত্তরগুলির মধ্যে একটি থেকে ক্লিক করে Quora+ এর জন্য সাইন আপ করা প্রত্যেক মেম্বারে জন্য আপনি রেফারেল কমিশন পাবেন।
Comments
Post a Comment