Min menu

Pages

ন্যাশনাল পলিমার গ্রুপ ২০০ জনকে নিয়োগ দেবে

ন্যাশনাল পলিমার গ্ৰুপে চাকরির সুযোগ। ন্যাশনাল পলিমার দেশের শীর্ষস্থানীয় ইউপিভিসি পাইপ-ফিটিংস্ উৎপাদনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠান। ন্যাশনাল পলিমার কতৃপক্ষ ৫ জুন ২০২৩ সালে অনলাইনে উক্ত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। জেলা ভিত্তিক সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে চাকরি করার সুযোগ পাবেন প্রার্থীরা। বিস্তারিত নিচের দেখুন-

ন্যাশনাল পলিমার গ্রুপ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

ন্যাশনাল পলিমার দেশের শীর্ষস্থানীয় ইউপিভিসি পাইপ-ফিটিংস্ উৎপাদনকারী ও বাজারজাতকারী প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সেলস অফিসার পদে জনবল নিয়োগের জন্য অনলাইনে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে। উক্ত পদে ২০০ জনকে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। শুধু মাত্র পুরুষেরা উক্ত পদের জন্য আবেদন করতে পারবেন।


প্রতিষ্ঠানের নাম: ন্যাশনাল পলিমার লিমিটেড

পদের নাম: সেলর্স অফিসার (পুরুষ)

পদ সংখ্যা: ২০০ 

শিক্ষাগত যোগ্যতা: যে কোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে ন্যূনতম ডিগ্রী পাশ । (অধ্যয়নরতদের আবেদন করার প্রয়োজন নেই)।

বেতন: Tk. 15500 - 16500 (Monthly)

অভিজ্ঞতা: ন্যূনতম ০১ বছর চাকরি করতে হবে ৷

বয়স: সর্বনিন্ম ৩২ বছর

উৎস: অনলাইন (bdjobs.com)


সাক্ষাৎকারের তারিখ ও সময়: যারা উক্ত পদে চাকরি করতে আগ্ৰহী তারা সরাসরি সাক্ষাৎকারের মাধ্যমে নিয়োগের সুযোগ পাবেন। জেলা ভিত্তিক তারিখ ও সময় অনুযায়ী সরাসরি সাক্ষাৎকারের নেওয়া হবে। সাক্ষাৎকারের তারিখ, সময় ও ঠিকানা দেখতে নিচের উল্লেখ করা হল।


আগ্রহী প্রার্থীদেরকে ছবি, পূর্ণ জীবন বৃত্তান্ত ও ভোটার আইডি কার্ডসহ উল্লেখিত ঠিকানায় সরাসরি সাক্ষাতের জন্য অনুরোধ করা যাচ্ছে।


সৈয়দপুরঃ ড্রিম প্লাস হোটেল এন্ড রিসোর্ট, সুলতান নগর, পার্বতীপুর রোড, সৈয়দপুর, নীলফামারী।

সাক্ষাতের তারিখঃ ৭ জুন, ২০২৩ইং (বুধবার)

উপস্থিতির সময়ঃ সকাল ০৯:০০ টা - ১০:০০ টা


যশোরঃ বাঁচতে শেখা, ৩৯০ (পুরাতন ৫৫০) শহীদ মশিউর রহমান রোড, আরবপুর, যশোর।

সাক্ষাতের তারিখঃ ৭ জুন, ২০২৩ইং (বুধবার)

উপস্থিতির সময়ঃ সকাল ০৯:০০ টা - ১০:০০ টা


বগুড়াঃ উডবার্ন হোটেল, পার্ক রোড , সাত মাথা, বগুড়া।

সাক্ষাতের তারিখঃ ৮ জুন, ২০২৩ইং (বৃহস্পতিবার)

উপস্থিতির সময়ঃ সকাল ০৯:০০ টা - ১০:০০ টা


বরিশালঃ এবিসি ফাউন্ডেশন, ৪০৯, মনুমিয়া লেন (পরিবেশ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের পেছনে), মেজর এম. এ. জলিল সড়ক, বরিশাল

সাক্ষাতের তারিখঃ ৮ জুন, ২০২৩ইং (বৃহস্পতিবার)

উপস্থিতির সময়ঃ সকাল ১০:০০ টা - ১১:০০ টা 


ঢাকাঃ এনপলি হাউজ, গ-৯৯/৩, প্রগতি সরণী, মধ্য বাড্ডা, ঢাকা-১২১২।

সাক্ষাতের তারিখঃ ৯ জুন, ২০২৩ইং (শুক্রবার)

উপস্থিতির সময়ঃ সকাল ০৯:০০ টা - ১০:০০ টা 


প্রতি শনিবার দুপুরের পর হেড অফিসে(এনপলি হাউজ) সরাসরি সাক্ষাতের ভিত্তিতে সেলস্ অফিসার পদে নিয়োগ দেয়া হয়।
যোগাযোগঃ ০১৯৩৮৮০৪২৫২


অফিসিয়াল বিজ্ঞপ্তির দেখুন-

বিজ্ঞপ্তি ছবি

Comments