Min menu

Pages

কিভাবে জিমেইল প্রোফাইল ছবি পরিবর্তন করবেন

 জিমেইল বা গুগল একাউন্ট এখনকার সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস। জিমেইল হচ্ছে সবচেয়ে জনপ্রিয় ইমেইল পরিসেবা।

জিমেইল আমরা বিভিন্ন কাজে ব্যবহার করে থাকি যেমন- বিভিন্ন ওয়েবসাইটে একাউন্ট তৈরি, ইমেইল আদান-প্রদান ইত্যাদি। এছাড়াও CV তে বা অনেক গুরুত্বপূর্ণ অফিশিয়াল কাজেও আমরা জিমেইল এড্রেস ব্যবহার করে থাকি।

আপনি বা অন্য কেউ যখন আপনাকে ইমেইল করতে যায় তখন জিমেইল একাউন্ট এ থাকা প্রোফাইল ছবি টা সে দেখতে পায়। এজন্য যদি প্রোফাইল আপনার ছবি দেওয়া থাকে তাহলে সে সহজেই বুঝতে পারবে এটা আপনার জিমেইল।

আপনি চাইলে জিমেইল প্রোফাইল ছবি ছাড়াই ব্যবহার করতে পারবেন। কিন্তু যদি আপনার জিমেইল কে সুন্দর এবং প্রোফেশনাল করতে চান তাহলে অবশ্যই আপনার জিমেইল এ আপনার ছবি সেট করুন।

চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে জিমেইল বা গুগলে প্রোফাইল ছবি পরিবর্তন করবেন। 



How to change gmail profile picture 

প্রোফাইল ছবি পরিবর্তন করার দুইটা উপায় রয়েছে। ১. Browser দিয়ে ২. সরাসরি Gmail app থেকে। এইখানে দুইটা পদ্ধতি দিয়ে প্রোফাইল ছবি পরিবর্তন রা দেখাবো।

Browser 

১. প্রথমে যেকোনো ব্রাউজার থেকে https://www.google.com/account/about এ ভিজিট করুন এবং Go to Google Account এ ক্লিক করুন। যদি ব্রাউজারে আগে থেকে জিমেইল অ্যাকাউন্ট sign in না করা থাকে তাহলে sign in করে নিন। 

২. Sign in করার পর Home পেইজ এ গিয়ে প্রোফাইল ছবির এই রকম একটা আইকন দেখতে পাবেন সেখানে ক্লিক করুন। 

৩. এরপর Add profile photo তে ক্লিক করুন। এরপর যদি আপনি google photo থেকে আপনার ছবি টি আপলোড দিতে চান তাহলে সেটা সিলেক্ট করুন আর যদি সরাসরি আপনার ডিভাইস থেকে আপলোড দিতে চান তাহলে More Option এ ক্লিক করুন। 

৪. ছবি আপলোড এরপর ছবিটি Frame এ সঠিক ভাবে সেট করে Save as profile picture এ ক্লিক করুন। 

৫. ছবি আপলোড হয়ে গেলে আপনার সামনে এইরকম একটা মেসেজ আসবে সেখানে Got it এ ক্লিক করুন। আপনার প্রোফাইল ছবি পরিবর্তন হয়ে গেছে। 

Gmail app 

১. Gmail app থেকে প্রোফাইল ছবি পরিবর্তন করার জন্য প্রথমে Gmail app open করুন। এরপর 3 লাইন থেকে Settings এ যান।

২. যদি জিমেইল আগে থেকেই এড করা থাকে তাহলে সেটাতে ক্লিক করুন। আর যদি না থাকে তাহলে Add Account এ ক্লিক করে এড করে নিন। 

৩. একাউন্ট এ ক্লিক করে Manage your Google Account এ ক্লিক করুন। 

৪. এরপর প্রোফাইল ছবি তে ক্লিক করুন সাথে সাথে আপনার সামনে এইরকম একটা popup window আসবে। সেখান থেকে Set Profile Photo তে ক্লিক করুন। 

৫. এরপর আপনার প্রোফাইল ছবিটি আপলোড করুন এবং Accept এ ক্লিক করুন। 

আপনার প্রোফাইল ছবি পরিবর্তন হয়ে গেছে।

Comments