Min menu

Pages

তীব্র গরমে ঘর ঠান্ডা রাখার উপায়

 তীব্র গরম বাইরে যাওয়া অনেক কষ্টকর। আর এই তীব্র গরমে সবাই ঘরের ভেতর থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। তবে এই গরমে যদি ঘরে এসি না থাকে বা বার বার লোডশেডিং এর কারণে এসি না চলে সেক্ষেত্রে ঘরে তাপমাত্রা বৃদ্ধি পায় ফলে ঘরে গরমের প্রভাব বেড়ে যায়। 

ঘর ঠান্ডা রাখার অনেক উপায় রয়েছে এর মধ্যে কিছু আছে যা ঘর নির্মাণ করার সময় করতে হয় কিছু আছে নির্মাণের পরও করা যায়। এই পদ্ধতি কিছুটা ব্যায়বহুল হলেও অনেক কার্যকরী। এছাড়া সাধারণ কয়েকটি কাজ করেও বিনা খরচে ঘর ঠান্ডা রাখা যায় তবে তা ততটা কার্যকারী নয়। এই পোস্টে উপরের তিন পদ্ধতি সম্পর্ক জানানোর চেষ্টা করবো।


কোন খরচ বা ঘরের কোনো প্রকার পরিবর্তন না করেই এই পদ্ধতিতে ঘর ঠান্ডা রাখা যায়। এসি না থাকলে এই পদ্ধতিতে ঘর ঠান্ডা রাখা কিছুটা হলেও সম্ভব। চলুন পদ্ধতি গুলো জেনে নেওয়া যাক।


১. দরজা, জানালা বন্ধ না রাখা। দরজা জানালা খুলে রাখার চেষ্টা করুন। এতে ঘরের ভিতরে বাতাসে চলাচল বৃদ্ধি পাবে ফলে ঘরের তাপমাত্রা স্বাভাবিক ঠান্ডা থাকবে।


২. সরাসরি রোদ ঘরে পড়া থেকে বাঁধা দিন। অনেক সময় দেখা যায় জানালা বা দরজা দিয়ে রোদ সরাসরি ঘরের ভিতরে পড়, আর এই রোদের প্রভাবে ঘরের তাপমাত্রা বৃদ্ধি পায়। এজন্য জানালা বা দরজা দিয়ে সরাসরি যাতে রোদ প্রবেশ করতে না পারে সে জন্য দরজা জানালায় পর্দা ব্যবহার করুন।


৩. বাড়িতে ছাদ থাকলে সেখানে ছাদ বাগান করতে পারেন। এতে গাছের ছায়ায় ছাদ ঠান্ডা থাকবে ফলে ঘরের ভিতরে কম গরম অনুভুত হবে। 


৪. ফ্যানের সামনে বরফ ভরা পাত্র রাখতে পারেন এতে ফ্যানের বাতাস ঠান্ডা অনুভুত হবে।


বাড়ি বা ঘর নির্মাণের পর স্থায়ীভাবে ঘর ঠান্ডা রাখা জন্য ঘরে কিছু পরিবর্তন এনে তা খুব সহজেই করতে পারবেন। এক্ষেত্রে কিছুটা খরচ হলেও দীর্ঘদিন স্থায়ীভাবে ঘর ঠান্ডা রাখতে পারবেন।


১. যদি টিনের চাল হয় তাহলে ঘরের ভিতরে ছাদে ১ ফুট এর মতো ফাঁকা রেখে সিলিং দিতে পারে। এতে সরাসরি টিন থেকে গরম ঘরের ভিতরে বাতাস গরম করতে পারবে না এবং ঘর ঠান্ডা থাকবে।


২. ঘরের বাইরের দেওয়ালে তাপ নিরোধক রং দেওয়া। বর্তমানে অনেক তাপ নিরোধক রং পাওয়া যায় এগুলো রোদের তাপ ঘরের ভিতরে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।


৩. ঘরের ভিতরে রং পরিবর্তন করা। ঘরের ভিতরে রং আলোর প্রতিফলন ঘটিয়ে ঘরের তাপমাত্রা বৃদ্ধি করে দেয়। এজন্য ঘরের ভিতরের রং এমন রাখা উচিত যাতে আলোর প্রতিফলন কম ঘটে এতে ঘর ঠান্ডা থাকবে।


ঘর বা বাড়ি নির্মাণে সময় কিছু বিষয় খেয়াল রাখলে এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখা যায়। নির্মাণ সামগ্রী ও নির্মাণ পদ্ধতিতে পরিবর্তন এনে তা করা সম্ভব। চলুন এই বিষয় গুলো জেনে নেওয়া যাক।


১. বাড়ি নির্মাণ করার সময় দরজা জানালা তৈরির জন্য এমন স্থান নির্বাচন করুন যেখান থেকে সরাসরি রোদ প্রবেশ করবে না এবং বাতাস প্রবাহে বাধা সৃষ্টি করবে না।


২. বাড়ি নির্মাণ বাইরের দেওয়ালে সাধারণ ইট ব্যবহার না করে বিশেষ ধরনের ইট ব্যবহার করতে পারেন যেগুলোকে "হল ব্লক" বলে। এগুলো তারপর স্বাভাবিক রাখতে সাহায্য করে।


এইভাবেই এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখা সম্ভব। আশা করি আপনাদের পোস্টটি ভাল লেগেছে।

Comments