Min menu

Pages

কিভাবে Whatsapp কল রেকর্ড করবেন

 মেসেজিংয়ের ক্ষেত্রে Whatsapp আমাদের দেশে জনপ্রিয় অ্যাপ গুলির মধ্যে অন্যতম। কিন্তু অ্যাপটি শুধু টেক্সট করার জন্য নয় কারণ আপনি জনপ্রিয় মেসেজিং অ্যাপ ব্যবহার করে অডিও কলও করতে পারেন। যদিও হোয়াটসঅ্যাপে কলিং বৈশিষ্ট্যটি থাকা দুর্দান্ত, তবে একমাত্র সমস্যা হল আপনি সেই কলগুলির কোনওটি রেকর্ড করতে পারবেন না।

কিন্তু চিন্তা করবেন না, আমরা আপনাকে বলব কিভাবে WhatsApp কল রেকর্ড করতে হয়(How to record Whatsapp call)। দুইটা উপায় কল রেকর্ড করতে পারবেন।


 

কিভাবে Whatsapp কল রেকর্ড করবেন

১ম উপায় 

এটি করার একটি সহজ উপায় আছে। আপনি আপনার ফোনটি স্পীকারে রাখতে পারেন এবং অন্য ডিভাইস ব্যবহার করে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে পারেন। কিন্তু যদি আপনার অন্য ডিভাইসটিতে রেকর্ড অপশন না থাকে, তাহলে আপনাকে তৃতীয় পক্ষের অ্যাপ ডাউনলোড করতে হবে Play store থেকে। 

২য় উপায় 

আপনি যদি হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে চান, তবে তার জন্য গুগল প্লে স্টোরে একগুচ্ছ কল রেকর্ডিং অ্যাপ রয়েছে। তবে তাদের মধ্যে কিছু কাজ করে এবং কিছু করে না। তবে আমরা অনেক খুঁজে একটা অ্যাপ বের করছি যেটার নাম Call Recorder: Cube ACR. তবে, এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে অ্যাপটি সকল ফোন কাজ করে না। সুতরাং, আপনার ফোন অ্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ কিনা তা খুঁজে বের করার উপায় হলো install করে একবার চেষ্টা করে দেখা।

অ্যাপ দিয়ে Whatsapp কল রেকর্ড করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

১. Google play store গিয়ে Call Recorder: Cube ACR সার্চ দিয়ে অ্যাপটি খুঁজে বের করুন।
২. এরপর অ্যাপটি ডাউনলোড এবং ইন্সটল করুন।
৩. এবার অ্যাপটি ওপেন করে এতে থেকে নির্দেশনা অনুযায়ী কিন্তু permission দিন।
৪. সব কিছু সঠিক ভাবে সম্পূর্ণ হলে অ্যাপ ওপেন করে এইরকম একটা বাটন দেখতে পারেন অ্যাপটি তে। 
৫. এরপর যখনি Whatsapp কল রেকর্ড এর প্রয়োজন পড়বে কল রিসিভ করে Whatsapp মিনিমাইজ করে অ্যাপ গিয়ে বাটনে ক্লিক করলেই আপনার কল রেকর্ড হতে শুরু করবে।(অনেক ক্ষেত্রে earpiece এ কথা বলেন সঠিকভাবে রেকর্ড হয় না সেক্ষেত্রে কথা বলার সময় speaker এ কথা বলার চেষ্টা করুন)
এরপরও যদি কল রেকর্ড করা না যায় তাহলে বুঝবেন আপনার অ্যাপের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটা আপনার ফোনে কাজ করবে না।

Comments