Min menu

Pages

কিভাবে Chrome নোটিফিকেশন বন্ধ করবেন

 গুগল Chrome সবচেয়ে বেশি ব্যবহৃত ব্রাউজার। কোটি কোটি ব্যবহারকারী ইন্টারনেটে বিভিন্ন ওয়েবসাইট সার্ফিং-এর জন্য ক্রোম ব্যবহার করে থাকে। আমরা সবাই কমবেশি এর সাথে পরিচিত। গুগল chrome দিয়ে বিভিন্ন ওয়েবসাইটে ভিজিটরের পর পরবর্তীতে ওই সকল ওয়েবসাইট থেকে গুগল chrome নোটিফিকেশন আসে।

এমনকি অনেক ক্ষেত্রে আমরা এমন কিছু ওয়েবসাইটে ভিজিট না করা সত্ত্বেও সেই সকল ওয়েবসাইট থেকেও chrome নোটিফিকেশন আসে। অনেক ক্ষেত্রে এইসকল notifications কাজের হয় আবার বিরক্তকর ও হয়ে থাকে।

এই পোস্টে দেখাবো কিভাবে chrome নোটিফিকেশন বন্ধ করবেন। তার আগে জেনে নিন কি জন্য বা কিভাবে এইসব notifications আসে। 



কেন Chrome বিভিন্ন ওয়েবসাইটে নোটিফিকেশন আসে?

নানা প্রয়োজনে দৈনিক আমরা ক্রোম ব্রাউজার ব্যবহার করে হাজার হাজার ওয়েবসাইটে ভিজিট করে থাকি। হয়তো আপনারা খেয়াল করেছেন অনেক ওয়েবসাইটে ভিজিট করার পর এই রকম একটা মেসেজ আসে। 

যখন আমরা Allow এ ক্লিক করি তখন এটা আমার browser এ নোটিফিকেশন পাঠানোর অনুমতি পেয়ে যায়, এবং পরবর্তীতে ওই ওয়েবসাইটে নতুন কোন আপডেট বা পোস্ট আসলে সেটা আমরা chrome বা অন্য browser এ notifications আকারে পেয়ে থাকি। 

কিভাবে chrome নোটিফিকেশন বন্ধ করবেন? 

ব্রাউজারের নোটিফিকেশন বন্ধ করা কোন অসম্ভব কাজ নয় খুব সহজেই আপনি Chrome notifications বন্ধ করতে পারবেন। আপনি চাইলে নির্দিষ্ট কোন ওয়েবসাইটে notifications বাদে বাকি সকল ওয়েবসাইটে notifications বন্ধ করে দিতে পারবেন, এতে আপনি গুরুত্বপূর্ণ ও উপকারি ওয়েবসাইটে প্রতিটি আপডেট সম্পর্কে জানতে পারবেন। 

Chrome ব্রাউজারের notifications বন্ধ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
  • প্রথমে Chrome browser ওপেন করুন।
  • এরপর ব্রাউজারের ডানদিকে ওপরের কোনায় থাকা 3 Dot এ ক্লিক করুন। এবং Settings অপশনে প্রবেশ করুন। 

  • এবার Settings থেকে Notifications খুঁজে বের করুন এবং সেটাতে প্রবেশ করুন। 

  • Notifications এ ভিতরে গিয়ে SITES সেকশন এর Show Notifications খুঁজে বের করুন।
  • এবার আপনি যদি চান যেসকল ওয়েবসাইটে নোটিফিকেশন পাঠানোর অনুমতিতে আপনি “Allow” ক্লিক করেছিলেন ওইসকল ওয়েবসাইটের সবগুলোর notifications বন্ধ করবেন এবং পরবর্তীতে যদি আরো কোন ওয়েবসাইটে নোটিফিকেশন পাঠাতে চায় তাহলে যেনো সেগুলো বন্ধ হয়ে যায় তাহলে Show Notifications এর পাশে Blue button এ ক্লিক করে বন্ধ করে দিতে পারবেন। 

  • আর যদি কোন নির্দিষ্ট ওয়েবসাইটে notifications চালু বা বন্ধ করতে চান তাহলে Show Notifications এর নিচের ওয়েবসাইটের লিষ্ট থেকে সেই ওয়েবসাইট খুঁজে বের করুন এবং সেটাতে ক্লিক করে প্রবেশ করুন। এরপর ভিতরে থাকা Show Notifications এর blue button এ ক্লিক করে নোটিফিকেশন অন/অফ করতে পারবেন। 


Comments