বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড এ চাকরির সুযোগ। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ১৪ মে ২০২৩ সালে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ০৩/০৬/২০২৩ তারিখে আগ্ৰহী প্রার্থীরা নিজ নিজ জেলার পল্লী উন্নয়ন বোর্ড সমিতির সদর দপ্তরে গিয়ে আবেদন করতে পারবেন।
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের আওতাধীন পল্লী বিদ্যুৎ সমিতিসমূহের লাইন ক্রু লেভেল-১ এ চুক্তিভিত্তিক লোকবল নিয়োগ দেবে। বয়সসীমা, শিক্ষাগত যোগ্যতা ও শারীরিক যোগ্যতা সম্পন্ন ব্যক্তি উক্ত পদে আবেদন করতে পারবেন। বাংলাদেশের ৬৪ জেলার মোট ৫৯০ (কম বেশি হতে পারে) কে নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। বিস্তারিত নিচে দেখুন-
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩
পদের নাম: লাইন ক্রু লেভেল-১
পদ সংখ্যা: ৫৯০
শিক্ষাগত যোগ্যতা: SSC বা সমমান পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫.০০ এর মধ্যে ৩.০০ পেয়ে উত্তীর্ণ হতে হবে।
বয়সসীমা: ১৮ থেকে ২১ বছর
বেতন: ২৫০০০/-
আবেদনের তারিখ: ০৩/০৬/২০২৩ তারিখ সকাল ৯:০০ টায়।
আবেদনের নিয়ম: জেলা ভিত্তিক পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তরে পূরণকৃত আবেদনপত্র ও চাহিত কাগজপত্রদিসহ সকাল ৯:০০ টায় শারীরিক পরীক্ষা দিতে উপস্থিত থাকতে হবে।
আপনার কোন বিষয়ে প্রশ্ন বা জানার আগ্রহ থাকলে নিচের Comment করে প্রশ্ন করতে পারবেন।
Post Related Things: চাকরির খবর, চাকরির খবর ২০২৩, চাকরির পত্রিকা আজকের, আজকের চাকরির খবর, আজকের চাকরির পত্রিকা, চাকরির পত্রিকা, চাকরির খবর, bd govt jobs, all jobs bd newspaper, চাকরির খবর ২০২৩ সরকারি, সরকারী চাকরির খবর, চাকরির খবর প্রথম আলো, চাকরির বাজার, আজকের চাকরির খবর, চাকরির ডাক, চাকরির পত্রিকাআজকের, নিয়োগ বিজ্ঞপ্তি, নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩, নিয়োগ বিজ্ঞপ্তি 2023, daily education, চাকরির খবর পত্রিকা, চাকরির খবর ২০২৩ সরকারি, চাকরির খবর ২০২৩, চাকরির খবর apk, চাকরির খবর bd jobs, চাকরির খবর.com, সাপতাহিক চাকরির খবর.com, সপ্তাহিক চাকরির খবর
Comments
Post a Comment