Min menu

Pages

কিভাবে জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করবেন

 জিমেইল একাউন্ট বতমানে ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। বিভিন্ন ওয়েবসাইটে একাউন্ট থেকে নানা কাজে জিমেইল ব্যবহার করা হয়। আর এই জিমেইল এর নিরাপত্তার কথা উঠলে জিমেইল পাসওয়ার্ড এই বিষয়ে সবচেয়ে বেশি ভূমিকা পালন করে।

একাউন্টের নিরাপত্তার জন্য নিয়মিত পাসওয়ার্ড (Gmail password) পরিবর্তন করা উচিত। এই পোস্টে দেখাবো কিভাবে জিমেইল পাসওয়ার্ড বা গুগল পাসওয়ার্ড পরিবর্তন করবেন। চলুন তাহলে দেখে যাক কিভাবে Android ও আইফোনে গুগল বা জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করবেন।



কিভাবে জিমেইল পাসওয়ার্ড চেঞ্জ করবেন 

Android ও আইফোনে গুগল বা জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

Android ও আইফোনে গুগল বা জিমেইল পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

* মোবাইলের যেকোনো Browser থেকে (https://www.google.com/account/about/) এ গিয়ে Go to Google account এ ক্লিক করুন(যদি sign up করা না থাকে তাহলে sign up করে নিন)। 
* এরপর একাউন্ট এ প্রবেশ করে Menu থেকে Security সিলেক্ট করুন।

* এখন Security থেকে Signing in Google থেকে password অপশন খুঁজে বের করুন। এবং password অপশনে প্রবেশ করুন। এবং এইখানে শেষ কবে আপনি আপনার পাসওয়ার্ড পরিবর্তন করেছিলেন সেটা দেখতে পাবেন।

* Password অপশনে গিয়ে আপনার গুগল একাউন্ট এর বর্তমান পাসওয়ার্ড দিয়ে Next এ ক্লিক করুন।
* Sign in করার পর এবার আপনি যে নতুন পাসওয়ার্ড দিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করুন। নতুন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সেটা সর্বনিম্ন ৮ ডিজিটের হতে হবে। এবং তাতে নাম্বার, letters এবং সিম্বল দিয়ে পাসওয়ার্ড তৈরি করতে হবে। এরপর Change password এ দিয়ে পাসওয়ার্ড পরিবর্তন করুন।

জিমেইল এর নিরাপত্তার জন্য ৩ মাস পর পর পাসওয়ার্ড পরিবর্তন করা উচিত। এছাড়াও 2 Step Verification Active করে রাখুন। এরফলে পাসওয়ার্ড কেউ জেনে গেলেও সে একাউন্টে লগইন করতে পারবেন না।

আমাদের লেখাগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। আর আমাদের পোস্ট গুলোর নিয়মিত আপডেট পেতে ওয়েবসাইটে থাকা লাল বেল আইকন এ ক্লিক করে Notification allow করুন। এছাড়াও আমাদের ফেসবুক পেজ এ লাইক দিন ফেসবুক আমাদের সাথে থাকুন।

Comments