Min menu

Pages

পল্লী বিদ্যুতায়ন বোর্ডে মিটার টেষ্টার পদে পরীক্ষার সময়সূচী।

 বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে মিটার টেষ্টার পদে পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডে ২০২২ সালের ০৬ ডিসেম্বরে মিটার টেষ্টার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। উক্ত পদে যারা আবেদন করেছিলেন তাদের পরীক্ষা বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১৭ মে ২০২৩ এ বিজ্ঞপ্তির মাধ্যমে পরীক্ষার সময়সূচী প্রকাশ করেছে।

উক্ত বিজ্ঞপ্তিতে মিটার টেষ্টার পদে MCQ ও রচনামূলক পরীক্ষার সময়সূচী ও কেন্দ্র ঠিকানা প্রকাশ করা হয়েছে। MCQ পরীক্ষা ০২/০৬/২০২৩ তারিখে বেলা ৩:০০ টায় অনুষ্ঠিত হবে। MCQ পরীক্ষায় উত্তীর্ণরা রচনামূলক পরীক্ষা দেওয়ার অনুমতি পাবে। রচনামূলক পরীক্ষা ০৩/০৬/২০২৩ সকাল ১০:০০ টায় অনুষ্ঠিত হবে।


প্রার্থীদের অবশ্যই brebhr.teletalk.com.bd ওয়েবসাইট থেকে এডমিট কার্ড এর কপি ডাউনলোড করতে হবে অবশ্যই তা color print হতে হবে। 





Comments