Min menu

Pages

হোয়াটসঅ্যাপ এর ডিলিট হওয়া মেসেজ ফিরিয়ে আনার উপায়

 হোয়াটসঅ্যাপ বিশ্বের জনপ্রিয় মেসেজিং অ্যাপ এর মধ্যে অন্যতম। হোয়াটসঅ্যাপ এর শক্তিশালী এনক্রিপশন ফিচারের কারণে চ্যাটে থাকে অত্যাধিক‌ নিরাপত্তা। তাই বন্ধু ও পরিবারের সাথে যোগাযোগর জন্য আমরা Whatsapp কে বেছে নিয়েছি।

তবে অন্য মেসেজিং অ্যাপ এর মতো হোয়াটসঅ্যাপ না, এটার একটা বড় অসুবিধা হল ফোন থেকে Whatsapp ডিলিট করে দিলে এতে থাকা সকল chat ও ডিলিট হয়ে যায়। যেহেতু অন্যান্য মেসেজিং অ্যাপ এর মতো হোয়াটসঅ্যাপ এর নিজস্ব কোন সার্ভার নেই তাই Whatsapp এর মেসেজ ডিলিট হওয়া হওয়ার সম্ভাবনা থাকে। 

এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আপনি হোয়াটসঅ্যাপ এর ডিলিট হওয়া মেসেজ ফিরিয়ে আনবে বা মেসেজ ফিরিয়ে আনা সম্ভব কিনা? হ্যা এটা সম্ভব কিন্তু এজন্য কিছু শর্ত মানতে হবে। এই পোস্টে Whatsapp এর ডিলিট হওয়া মেসেজ ফিরিয়ে আনার উপায় সম্পর্কে জানানোর চেষ্টা করবো। 



হোয়াটসঅ্যাপ এর ডিলিট হওয়া মেসেজ ফিরিয়ে আনার উপায় 

আপনি যদি হোয়াটসঅ্যাপ ব্যবহার করে থাকেন তাহলে হয়তো দূর্ঘটনা বসত গুরুত্বপূর্ণ মেসেজ ডিলিট হওয়া সমস্যা পড়েছেন। Whatsapp এ এই ডিলিট হওয়া মেসেজ সরাসরি ফিরিয়ে আনার অপশন নাই কিন্তু কিছু উপায় রয়েছে যেগুলো ব্যবহার করে এটা করা সম্ভব হয়। 

হোয়াটসঅ্যাপে ডিলিট হওয়া মেসেজ ফিরিয়ে আনার ক্ষেত্রে ডিভাইস বিশেষ ভূমিকা পালন করে। Android এ যে উপায়ে Whatsapp ফিলিপ হওয়া মেসেজ ফেরত পাওয়া যায় আইফোনে সেই উপায় কাজ নাও করতে পারে।

চলুন জেনে নেওয়া যাক android ও আইফোনে হোয়াটসঅ্যাপ এর ডিলিট হওয়া মেসেজ ফিরিয়ে আনার উপায় সম্পর্কে।

অ্যান্ড্রয়েড

Android ডিভাইস গুলো ফিচার যুক্ত হওয়া সত্ত্বেও দূর্ঘটনা বসত Whatsapp মেসেজ ডিলিট হওয়ার সম্ভাবনা থাকে যায়। যেমন: ভুল করে delete করে ফেলা বা অনেক সময় Clear Data ফলেও মেসেজ ডিলিট হয়ে যেতে পারে।

তবে android ডিভাইস google drive ক্লাউড স্টোরেজ সার্ভিস রয়েছে যেটা ব্যবহার করে আপনি খুব সহজেই আপনি হোয়াটসঅ্যাপ এর ডিলিট হওয়া মেসেজ ফিরিয়ে আনতে পারবেন। Whatsapp ব্যাকআপ একবার চালু করলে এটা নিয়মিত আপনার সকল টেক্সট, image ও ভিডিও ব্যাক আপ করে নিবে। এবং এটা একটা মেসেজ একবারই ব্যাক আপ করবে যারফলে আপনার ক্লাউড স্টোরেজের জায়গায়ও বেঁচে যাবে। 

Whatsapp এ ক্লাউড ব্যাকআপ চালু করার জন্য হোয়াটসঅ্যাপ এর Settings থেকে Chats এর Chat Backup এ গিয়ে google drive ব্যাকআপ চালু করে নিতে পারবেন।

যদি আপনার Whatsapp এ আগে থেকে Chat Backup চালু করা না থাকে সেক্ষেত্রে আপনার হোয়াটসঅ্যাপ এর ডিলিট হওয়া মেসেজ গুলো ফিরিয়ে আনা সম্ভব হবে না। ডিলিট হওয়া মেসেজ ফিরিয়ে আনার জন্য অবশ্যই chat backup চালু থাকতে হবে। চ্যাট ব্যাকআপ থাকলে খুব সহজেই ডিলিট হওয়া মেসেজ ফিরিয়ে আনার যাবে।

অ্যান্ড্রয়েডে হোয়াটসঅ্যাপ এর ডিলিট হওয়ার মেসেজ ফিরিয়ে আনতে নিচে ধাপ গুলো অনুসরণ করুন:

  • প্রথমে আপনার ডিভাইস থেকে হোয়াটসঅ্যাপ install করুন।
  • এরপর পূর্ণরায় google play store থেকে Whatsapp install করুন।
  • এরপর app open করে ফোন নাম্বার ও নাম দিয়ে দিন।
  • Installation সময় google Drive থেকে চ্যাট “Restore” এর অপশন দেখতে পাবেন। “Restore” অপশনে ক্লিক করে রিকভারি প্রসেস শুরু করুন।
  • ডাটা রিকভার সম্পন্ন হওয়ার পর অন-স্ক্রিন ইন্সট্রাকশন অনুসরণ করে ইন্সটলেশন সম্পন্ন করুন। 
উপরের উল্লেখিত ধাপ গুলো অনুসরণ করলে আপনি আপনার পুরাতন মেসেজ ও মিডিয়া ফাইল সমূহ আপনার Chat এ দেখতে পারবে।

আইফোন

এন্ড্রয়েড এর মতো আইফোনেও whatsapp message recovery অপশন রয়েছে। এবং আইফোনেও চ্যাট ব্যাকআপ করার অপশন রয়েছে। আইফোনে শুরু ক্লাউড স্টোরেজ সার্ভিস হিসাবে icloud ব্যবহার হয়ে থাকে। আইফোনেও ফিলিপ হওয়া মেসেজ ফিরিয়ে আনার জন্য চ্যাট ব্যাকআপ চালু করা থাকতে হবে।

আইফোনে হোয়াটসঅ্যাপ এর ডিলিট হওয়ার মেসেজ ফিরিয়ে আনতে নিচে ধাপ গুলো অনুসরণ করুন: 

  • প্রথমে আপনার ফোন থেকে হোয়াটসঅ্যাপ uninstall করে দিন।
  • এরপর পূণরায় apple store থেকে Whatsapp install করুন।
  • App install করার পর স্ক্রিনে দেওয়া ইন্সট্রাকশন অনুসরণ করে backup থেকে চ্যাট রিকভার করুন।
হোয়াটসঅ্যাপ এর মেসেজ ডিলিট হয়ে গেছে আশা করি এরপর থেকে কোন দুশ্চিন্তায় পড়বেন না। ডিলিট হওয়া মেসেজ গুলো উপরের নির্দেশনা অনুসরণ করে যেকোনো সময় ফিরিয়ে আনার পারবেন।

Comments