ফেসবুক লাইক কমেন্ট বর্তমানে তার ব্যবহারকারীদের উপর বিশেষ প্রভাব ফেলে। এমনকি পোস্টে লাইক বা রিঅ্যাকশনের পরিমাণ এদের ব্যবহারকারীদের মানসিক চাপের সৃষ্টি করে। বিশেষ করে তরুণ ব্যবহারকারীদের জন্য এটা বেশি প্রভাব ফেলে যেটা Facebook এর নিজস্ব গবেষণায় উঠে এসেছে। এজন্য ফেসবুক লাইক কমেন্ট গোপন রাখার জন্য নতুন সিষ্টেম চালু করেছ।
যেভাবে পোষ্টে লাইক বা রিঅ্যাকশনের পরিমাণ গোপন করবেন
১. প্রথমে আপনার ফেসবুক একাউন্ট এ লগইন করুন।
২. Facebook এর Settings & privacy অপশনে থেকে Settings নির্বাচন করুন।
৩. এবার স্ত্রক করে নিচে এসে Preferences খুঁজে বের করুন। সেখান থেকে Reaction preferences নির্বাচন করুন।
৪. Hide number of reaction থেকে On post from other আপনি অন্যদের পোস্টে রিঅ্যাকশনের এর পরিমাণ দেখতে না চাইলে সিলেক্ট করুন।
আর যদি নিজের পোষ্টের রিঅ্যাকশনের পরিমাণ অন্যদের কাছ থেকে গোপন রাখাতে চান তাহলে On your post সিলেক্ট করুন।
কিভাবে ফেসবুক পোস্টে Comment বন্ধ করবেন
মাঝে মাঝে ফেসবুক পোস্ট কমেন্ট আপনাকে বিব্রত কর পরিস্থিতিতে ফেলতে পারে। তখন আপনি মনে মনে কিভাবে পোস্টে Comment বন্ধ করবেন সেটা ভেবেছেন, সংক্ষিপ্ত ভাবে উত্তর দিলে আপনি সেটা পারবেন না।
আপনি আপনার profile এ শেয়ার করা কোন পোস্টের কমেন্ট বন্ধ করতে পারবেন না। কিন্তু আপনি চাইলে ফেসবুক গ্ৰুপে শেয়ার করা আপনার সকল পোস্টের কমেন্ট বন্ধ করতে পারবেন।
কমেন্ট বন্ধ করার জন্য
১. প্রথমে আপনাকে আপনার সেই পোস্টে যেতে হবে।
২. পোস্ট উপরে ডানপাশে থাকা 3 Dot এ ক্লিক করুন।
৩. এরপর Turn off commenting সিলেক্ট করুন।
তাহলে আর কেউ আপনার পোস্টে কমেন্ট করতে পারবে না।
পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন এবং আমাদের Facebook page এ লাইক দিয়ে সাথে থাকুন।
Comments
Post a Comment