বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কম্পানি লিমিটেড (BIFPCL) এ চাকরির সুযোগ। বাগেরহাট রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিদিষ্ট সংখ্যাক শূন্য পদে জনবল নিয়োগ জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কম্পানি কতৃপক্ষ ২৫ মে ২০২৩ সালে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বাংলাদেশ ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কম্পানি লিমিটেড ৫ টি পদে মোট ১২ জনকে নিয়োগ দেবে। নিয়োগ প্রার্থীদের কর্মস্থল রামপাল বিদ্যুৎকেন্দ্র হবে। আগ্ৰহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। দক্ষ ও অভিজ্ঞ জনবল উক্ত পদে আবেদন করার জন্য আহ্বান জানানো হয়েছে। বিস্তারিত নিচে দেখুন-
BIFPCL job circular 2023
১. পদের নাম: এসিটেন্ট ম্যানেজার (এডমিন/ এইচ আর)
পদ সংখ্যা: ০৩
বেতন স্কেল: ৫২,০০০/-
২. পদের নাম: এসিটেন্ট ম্যানেজার (Law)
পদ সংখ্যা: ০১
বেতন স্কেল: ৫২,০০০/-
৩. পদের নাম: ইমাম (staff level 3)
পদ সংখ্যা: ০১
বেতন স্কেল: ২৬,০০০/-
৪. পদের নাম: পুরোহিত (staff level 3)
পদ সংখ্যা: ০১
বেতন স্কেল: ২৬,০০০/-
৫. পদের নাম: সিকিউরিটি সুপারভাইজার (staff level 4)
পদ সংখ্যা: ০৪
বেতন স্কেল: ২৪,০০০/-
আবেদন শুরুর তারিখ: ২৫ মে ২০২৩ সকাল ৯:০০ টা থেকে,
আবেদন শেষের তারিখ: ৮ জুন ২০২৩ বিকাল ৪:০০ টা পর্যন্ত।
অনলাইনে আবেদনের নিয়ম: আগ্ৰহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে http://bifpcl.teletalk.com.bd/bifpcl_new/ ওয়েবসাইটে গিয়ে আবেদন ফরম পূরণ করে আবেদন ফি প্রদান করে আবেদন সম্পূর্ণ করতে হবে।
১ ও ২ নাম্বার পদের জন্য আবেদন ফি ১০০০/- টাকা এবং ৩ থেকে ৫ নাম্বার পদের জন্য ৫০০/- টাকা আবেদন ফি জমা দিতে হবে।
Comments
Post a Comment