Min menu

Pages

বাংলাদেশ বিমান বাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি Bangladesh air force job circular 2023

বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি। বাংলাদেশ বিমান ১৭ মে ২০২৩ সালে জনবল নিয়োগের জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বাংলাদেশ বিমান বাহিনী মেকানিক্যাল ট্রান্সপোট ড্রাইভার পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

বাংলাদেশ বিমানবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৩

বাংলাদেশ বিমান বাহিনী মেকানিক্যাল ট্রান্সপোট ড্রাইভার (এমটিডি) পদে অস্থায়ী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ১টি পদে মোট ২৫ টি জনকে নিয়োগ দেবে বাংলাদেশ বিমান বাহিনী। ১০ জুন ২০২৩ চিঠি যোগে আবেদন পত্র জমা দিতে হবে।


পদের নাম: মেকানিক্যাল ট্রান্সপোট ড্রাইভার (এমটিডি)

পদ সংখ্যা: ২৫ টা

শিক্ষাগত যোগ্যতা: নূন্যতম অষ্টম পাস

বেতন: ২২,৫০০/- টাকা

আবেদনের শেষ তারিখ: ১০ জুন ২০২৩ বিকাল ২ টা ৩০ মিনিট এর মধ্যে।


আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের দরখাস্ত স্বহস্তে পূরণ করিয়া ডাকযোগে ১০ জুন ২০২৩ তারিখ পর্যন্ত অফিস সময়ের মধ্যে (১৪:৩০ ঘটিকা) অধিনায়ক, বিমান বাহিনী রেকর্ড অফিস, টার্মিনাল ভবন, পুরাতন বিমান বন্দর, তেজগাঁও, ঢাকা- ১২১৫ ঠিকানায় পৌঁছাতে হইবে। হাতে হাতে আবেদন পত্র জমা গ্রহণযোগ্য নহে।



আপনার কোন বিষয়ে প্রশ্ন বা জানার আগ্রহ থাকলে নিচের Comment করে প্রশ্ন করতে পারবেন।

Post Related Things: Join Bangladesh Air Force, bangladesh biman bahini job circular 2022, bangladesh air force news, bangladesh air force officer cadet circular 2022, bangladesh air force admission test question, www.baf.mil.bd application form, bafa circular 2022, বিমান বাহিনীতে নিয়োগ ২০২২, বিমান বাহিনীর প্রধানের নাম, বিমান বাহিনী সদর দপ্তর,বিমান বাহিনীর প্রশ্ন, বিমান বাহিনী নিয়োগ প্রশ্ন, বিমান বাহিনী নিয়োগ ২০২২, বিমান বাহিনী সদর দপ্তর নিয়োগ ২০২২, নতুন বিমান বাহিনী নিয়োগ 2022, বাংলাদেশ বিমান বাহিনী 2022, বিমান বাহিনী নিয়োগ ২০২২ বেসামরিক, বিমান বাহিনীতে অফিসার নিয়োগ ২০২২, বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ 2022, বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ প্রশ্ন, বিমানসেনা নিয়োগ ২০২২, ফ্লাইট ক্যাডেট পদে নিয়োগ বিজ্ঞপ্তি, এমওডিসি নিয়োগ বিজ্ঞপ্তি , Ministry of Defence Constabulary (MODC) Job Circular, MODC Job Circular

Comments