আমরা নানা প্রয়োজনে মোবাইল বা স্মাট ফোন দিয়ে ভিডিও রেকর্ড করে থাকি। কিন্তু ফোনের স্ক্রিন অফ হয়ে গেলে ভিডিও রেকর্ডিং বন্ধ হয়ে যায়। অনেক সময় Screen off রেখে ভিডিও করার প্রয়োজন পড়ে। যাইহোক, এমন কিছু উপায় আছে যার মাধ্যমে আপনি আপনার স্ক্রীন চালু না করেই আপনার ফোন থেকে ভিডিও রেকর্ড করতে পারবেন।
এই পোস্টে আপনাদের দেখাবো কিভাবে android ফোনে স্ক্রিন অফ রেখে ভিডিও রেকর্ডিং করবেন?
কিভাবে Android ফোনের স্ক্রিন অফ রেখে ভিডিও রেকর্ডিং করবেন?
স্ক্রিন অফ রেখে video করার জন্য google play store এ অনেক থার্ড-পার্টি ভিডিও রেকর্ডিং অ্যাপ পাওয়া যায়। আজ সেই সকল অ্যাপ এর মধ্যে থেকে সেরা কিছু video recording অ্যাপস সম্পর্কে জানানোর চেষ্টা করবো।
Background Video Recorder
1. ফোন থেকে google play store গিয়ে Background Video Recorder সার্চ দিন এবং app install করুন।
2. App ওপেন করুন এবং Allow এ ক্লিক করে যাবতীয় permissions গুলো দিয়ে দিন।
3. ভিডিও রেকর্ডিং শুরু করে মাঝে থাকা রেকডিং button এ ক্লিক করলে background এ video recording শুরু হয়ে যাবে।
4. রেকর্ডিং বন্ধ করার জন্য পুনরায় এই একই button এ ক্লিক করুন।
5. Save কৃত ভিডিও গুলো দেখে উপরে থাকা File icon এ ক্লিক করুন।
6. আপনি চাইলে নির্দিষ্ট সময়সূচি তৈরি করতে পারবেন যখন অটোমেটিক ভিডিও অন হয়ে যাবে এজন্য আপনাকে বামে সোয়াইপ করে scheduler tab এ যেতে হবে।
Easy Video Recorder
1. Google play store থেকে app ডাউনলোড করুন এবং install করুন।
2. App ওপেন করে যাবতীয় permissions গুলো দিয়ে দিন।
3. ভিডিও রেকর্ডিং এর জন্য মাঝে থাকা রেকডিং button এ ক্লিক করুন।
4. Save করা ভিডিও ফাইল গুলো দেখে video files অপশনে যান।
5. বিশেষ ফিচার হিসাবে নির্দিষ্ট কারো ফেস সিলেক্ট করে দিতে পারেন যাকে দেখলে অটোমেটিক video recording শুরু হয়ে যাবে।
6. এছাড়াও এই app এ পাবেন ভিডিও Editing এর সুবিধা।
সর্বশেষ:
এই পোস্টে Android ফোনের স্ক্রিন অফ রেখে video recording যে দুইটা app দেখানো হয়ে সেগুলো আশা করি আপনাদের কাজে আসবে।
Comments
Post a Comment