আপনি আপনার বন্ধু বা অন্যদের আপনার ফেসবুক একাউন্ট খোঁজার জন্য তাদের আপনার ফেসবুক প্রোফাইল এর নাম বলে থাকেন। তবে ফেসবুক একই নামের একাধিক প্রোফাইল থাকার কারণে অনেক সময় আপনার একাউন্ট খুঁজে পাওয়া কষ্টকর বা খুঁজে পাওয়া যায় না, তখন আমাদের কাজে লাগে এই ফেসবুক প্রোফাইল লিংক টা।
আপনি আপনার ফেসবুক একাউন্ট এ লগইন করে প্রোফাইলে গিয়ে 3 dot এ ক্লিক করে আপনার
আপনার ফেসবুক প্রোফাইল লিংক দেখতে পারবেন।
বেশিরভাগ ক্ষেত্রেই Facebook profile link এর কিছু সংখ্যা দিয়ে লিংক তৈরি করে দেয় ফেসবুক। এখন আপনি চাইলে এই লিংকে পরিবর্তন করে সংখ্যার জায়গায় আপনি আপনার ফেসবুক প্রোফাইল নাম বা অন্য কিছু বসিয়ে সেটা Customize করতে পারবেন।
কিভাবে ফেসবুক প্রোফাইল লিংক পরিবর্তন করবেন
মোবাইল দিয়ে Facebook profile link পরিবর্তন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন। লিংক পরিবর্তন করার জন্য messenger app install করা থাকতে হবে আপনার ফোন।
১. প্রথম ফেসবুক লগইন করুন।
২. এরপর ওই একই আইডি দিয়ে messenger app এ লগইন করুন।
৩. Messenger এর উপরে বাম কোনায় আপনার প্রোফাইল ছবিতে ক্লিক করে menu তে যান।
৪. Menu থেকে Username খুঁজে বের করুন এবং প্রবেশ করুন।
৫. Edit username এ ক্লিক করুন। এবং আপনি আপনার লিংকে নাম বা address এ লিখতে চান সেটা লিখে(অবশ্যই সেটা ৩০ অক্ষরের বা নাম্বারের মধ্যে হতে হবে) Save এ ক্লিক করুন।
আপনার ফেসবুক প্রোফাইল লিংক পরিবর্তন হয়ে গেছে।
পোস্টটি ভালো লাগলে এই জাতীয় পোষ্ট আরো পেতে ওয়েবসাইটে থাকা লাল বেল আইকনটিতে ক্লিক করুন।
ফেসবুকে আমাদের অফিশিয়াল পেইজে লাইক দিয়ে আমাদের সাথে যুক্ত থাকুন।