পড়া বা অন্য কোন কাজে মনোযোগ বসে না। বর্তমানে এই কথাটা অনেক পরিচিত। যখন কোন কাজে মন বসে না তখন সেটা করা আরো কঠিন হয়ে পড়ে এবং সেটা করতে বিরক্ত লাগে। বিশেষ করে শিক্ষার্থীদের জন্য অনেক সময় পড়ায় মনোযোগ বসানো কষ্ট কর হয়ে পড়ে।
মনোযোগ বৃদ্ধি করার একাধিক উপায় রয়েছে। কিন্তু বিশেষজ্ঞরা প্রথমেই কঠিন উপায় অবলম্বন করতে মানা করে। বিশেষজ্ঞরা শুরুতে সহজ কিছু করতে বলেন, এক্ষেত্রে সবচেয়ে বেশি উপযোগী হচ্ছে, পোমোডোরো মেথড। এই মেথডের মূলকথা হচ্ছে, ২৫ থেকে ৩০ মিনিট এক নাগাড়ে কাজ করে ১০ থেকে ১৫ মিনিটের বিরতি নেয়া।
মনোযোগ বৃদ্ধির উপায়
১. মোবাইল বা কম্পিউটার এর কম ব্যবহার
বর্তমানে মনোযোগ নষ্ট করার বড় কারন হল প্রযুক্তি। এবং মনোবিজ্ঞানীরা মনে করেন প্রযুক্তি থেকে দূরে থাকা সবচেয়ে কঠিন কাজ। একদিন আপনি এই কাজ করতে পারবেন না। দৈনিক নির্দিষ্ট পরিমাণ সময় এইসকল প্রযুক্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখতে চেষ্টা করুন।
২. “ডিস্ট্রাকশন টু ডু লিস্ট” তৈরি করুন
বিশেষজ্ঞরা বলেন মানুষ কোন কাজ করতে গিয়ে হঠাৎ অন্যমনস্ক হয়ে গেলে সেই কাজে আবার মনোযোগ ফিরে আসতে কিছুটা সময় লাগে। তাই কোন কাজ করতে গিয়ে হঠাৎ অন্য কোন বিষয় মাথায় আসলে সাথে সাথে সেটা লিখে রাখুন এবং অবসর সময় সেটা নিয়ে ভাবুন।
৩. ইচ্ছা শক্তি ব্যবহার করুন
কোন কাজ শেষ করার জন্য সবার আগে প্রয়োজন ইচ্ছা শক্তি। কোন কাজ সম্পন্ন করার ইচ্ছা থাকলে যেভাবেই হোক আপনি সেটা সম্পন্ন করার চেষ্টা করবেন। তাই কোন কাজ করার জন্য ইচ্ছা শক্তি কাজে লাগান।
৪. মেডিটেশন বা ব্যায়াম করুন
মেসিটেশন বা শ্বাস–প্রশ্বাসের ব্যায়াম মন শান্ত ও স্থির করতে সহায়তা করে। গবেষণা বলছে, মেডিটেশন মানুষকে মানসিক চাপ থেকে মুক্ত রাখে, কাজে মনযোগ বাড়ায়, ঘুমের সমস্যার সমাধান দেয় এবং উজ্জীবিত রাখে মানসিক স্বাস্থ্যকে। দৈনিক সকালের ১০-২০ মিনিট মেডিটেশন করুন আশানুরূপ ফল পাবেন।
৫. বিরতি নিন
কোন কাজ একটানা দীর্ঘ সময় ধরে করলে শরীর ক্লান্ত ও মনোযোগ হারিয়ে যায়। বিশেষজ্ঞরা বলেন কোন কাজ টানা না করে ৩০ মিনিট পর পর কাজু সময় বিরতি নিয়ে করলে সহজেই তাতে মনোযোগ ধরে রাখা যায়। তাই বিরতি নিন কাজ করুন।
৬. এবারে একটা কাজ করুন
একটা কাজ করতে করতে হঠাৎ তার মধ্যে অন্য একটা কাজ শুরু করলে কোন কাজেই মনোযোগ দেওয়া যায় না। তাই একটা কাজের মধ্যে অন্য কোন কাজ না করার চেষ্টা করুন। একটা নির্দিষ্ট কাজের উপর মনোযোগ দেওয়া জন্য মস্তিষ্কের অনুশীলন করুন।
৭. ধীরে ধীরে পড়ুন
দ্রুত কোন কিছু পড়বেন না। কথা আছে দ্রুত কাজ শয়তানের ঠিক তেমনি কোন কিছু পড়ার সময় তাড়াহুড়া করলে আপনি অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস করে যেতে পারেন। তাই বড় বড় লেখা গুলো আস্তে আস্তে পড়ুন।
৮. মনোযোগ বৃদ্ধির জন্য প্রয়োজনীয় গেইম খেলুন
বর্তমানে গুগলে অসংখ্য গেমস রয়েছে যেগুলো মনোযোগ বৃদ্ধি করতে সক্ষম। আপনি চাইলে সেগুলো খেলতে পারে।
বিভিন্ন ধরনের টিপস পেতে আমাদের ফেসবুক পেইজ লাইক দিয়ে সাথে থাকুন।