স্বাধীনতা অনেক মূল্যবান একটা শব্দ। মানুষ নিজেকে দাসত্ব মুক্ত ও স্বাধীন করার চেষ্টা সব সময় করে এসেছে ইতিহাস দেখলে তার প্রমাণ পাওয়া যায়। স্বাধীনতা মানুষকে আত্মবিশ্বাস এবং আত্মমর্যাদা বোধ বাড়িয়ে দেয়। স্বাধীনতা মানুষকে নিজের মত প্রকাশ ও নিজের ইচ্ছে মত চলখ্য সুযোগ করে দেয়। তাই তো আমরাও স্বাধীনতা পাওয়ার জন্য এক রক্তক্ষয়ী যুদ্ধ করেছি। নিচে স্বাধীনতা নিয়ে উক্তি ও ফেসবুক স্ট্যাটাস দেওয়া হয়েছে।
স্বাধীনতা নিয়ে বিশিষ্ট ব্যক্তি ও মনীষীদের দিয়ে যাওয়া কিছু উক্তি যা আমাদের স্বাধীনতার গুরুত্ব ও মর্যাদা সম্পর্কে ধারণা দিবে।
স্বাধীনতা নিয়ে উক্তি
“অর্থ সাফল্য তৈরি করে না, এটি করার স্বাধীনতা”
– নেলসন ম্যান্ডেলা
“স্বাধীনতা আসলে আরও ভালো কিছু হওয়ার সুযোগ।”
– আলবেয়ার কামু
“উন্নতির সেরা রাস্তা হল স্বাধীনতার রাস্তা।”
– জন এফ. কেনেডি
” মানুষের হারানোর কিছু না থাকলেই সে স্বাধীন।”
– পাওলো কোয়েলহো
“মুক্ত বা মরুন: মৃত্যু খারাপের মধ্যে সবচেয়ে খারাপ নয়”
– জেনারেল জন স্টার্ক
“যারা নিজেদের কখনো অন্যদের চেয়ে নিচু মনে করে না, তাদের কখনো পরাধীন করা যায় না।”
– ইমরান খান
“স্বাধীনতা শক্তি এবং স্বনির্ভরতা থেকে আসে।”
– লিসা মারকোভস্কি
“স্বাধীনতা সাহসী হওয়ার মধ্যেই নিহিত।”
– রবার্ট ফ্রস্ট
“শৃঙ্খলা ভঙ্গের মধ্যে একধরণের পৈশাচিক স্বাধীনতা আছে।”
– রবার্ট ফ্রস্ট
“যে নিজের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেনি সে কখনো স্বাধীন নয়।”
– পিথাগোরাস
“যারা অন্যের স্বাধীনতা অগ্রাহ্য করে তারা নিজেদের স্বাধীনতারও দাবিদার হয়না।”
– আব্রাহাম লিংকন
“স্বাধীনতা হলো আমাদের প্রতিদিনের বাছাই করা পথ।”
– জেমস এটচার
“রক্ত একাই স্বাধীনতা ছিনিয়ে আনার জন্য যথেষ্ট। আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো।”
– সুভাষ চন্দ্র বসু
“স্বাধীনতা কেউ কাউকে দেয় না, সেটা নিতে হয়।”
– সুভাষ চন্দ্র বসু
“শান্ত পাখিরা স্বাধীনতার গান গায় আর বন্য পাখিরা উড়ে যায়।”
– জন লেনর
“স্বাধীনতা হলো আত্বার অম্লজান।”
– মসি ডায়ান
“মানুষ স্বাধীন নয়, যদিনা সরকার নিয়ন্ত্রিত হয়।”
– রোনাল্ড রিগ্যান
“দেশপ্রেমিকের রক্ত হচ্ছে স্বাধীনতা নামক বৃক্ষের বীজ।”
– থমাস ক্যাম্পবেল
“স্বাধীনতা হলো সবচেয়ে গভীরতম আর সবচেয়ে সম্ভ্রান্ত আকাঙ্ক্ষা।”
– রোনাল্ড রিগ্যান
“মনের স্বাধীনতা হলো কারও অস্তিত্বের স্বাক্ষর।”
– বি. আর. আনবেদলার
“মানুষ জন্ম নেয় মুক্তভাবে, কিন্তু সবখানেই সে শৃঙ্খলাবদ্ধ।”
– জিন জ্যাকস রউজি
“স্বাধীনতা উপভোগ করতে আমাদের নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে হবে।”
– ভার্জিনিয়া উলফ
“স্বাধীনতা এমন একটি জিনিস যা ব্যবহার না করা হলে মারা যায়।”
– হান্টার এস থম্পসন
“স্বাধীনতার পক্ষে সবচেয়ে বড় হুমকি সমালোচনার অনুপস্থিতি।”
– ওলে সোইঙ্কা
“স্বাধীনতা হল লোকেরা যা শুনতে চায় না তা বলার অধিকার।”
– জর্জ অরওয়েল
“স্বাধীনতা সাহসী হওয়ার মধ্যেই নিহিত।”
– রবার্ট ফ্রস্ট
“ভুল করার স্বাধীনতা না থাকলে সেই স্বাধীনতার কোন মূল্য নাই।”
– মহাত্বা গান্ধী
“যুদ্ধই শান্তি, স্বাধীনতাই দাসত্ব, অজ্ঞতাই শক্তি।”
– জর্জ অরওয়েল
“স্বাধীনতা মানুষের প্রথম এবং মহান একটি অধিকার।”
– জন মিল্টন
“স্বাধীনতা ছাড়া একটি জীবন মানে আত্বা ছাড়া শরীর।”
– খলিল জিবরান
“নিজের ইচ্ছামত বাঁচা ছাড়া স্বাধীনতার অর্থ আর কিইবা হতে পারে।”
– অ্যাপিকটিটাস
“বাহিরের স্বাধীনতা গিয়াছে বলিয়া অন্তরের স্বাধীনতাকেও আমরা যেন বিসর্জন না দিই।”
– কাজী নজরুল ইসলাম