ফেসবুক ব্যবহার করে না এমন ব্যক্তির সংখ্যা খুব কম। সবাই কম বেশি ফেসবুক ব্যবহার করে থাকি। ফেসবুক ব্যবহার করা জন্য সবার একটা বা একাধিক ফেসবুক একাউন্ট তৈরি করে থাকি। ফেসবুক একাউন্ট তৈরি করার জন্য মোবাইল নাম্বার বা ইমেইল এড্রেস ব্যবহার করা হয়ে থাকে। অনেক সময় নানা কারণে এই ফেসবুক একাউন্টের মোবাইল নাম্বার পরিবর্তন করার প্রয়োজন পড়ে। এই পোস্টে দেখাবো ফেসবুক একাউন্টের নাম্বার কিভাবে পরিবর্তন করবেন।
নাম্বার ব্যবহারের সুবিধা
ফেসবুক একাউন্ট তৈরি করার সময় মোবাইল নাম্বার বা ইমেইল এড্রেস ব্যবহার করতে হয়। ইমেইল এড্রেস থেকে মোবাইল নাম্বার ব্যবহারের অনেক সুবিধা রয়েছে।
Two step verification এর জন্য sms এ কোড পাঠানোর জন্য ফেসবুকে অবশ্যই মোবাইল নাম্বার এড করতে হবে।
এছাড়াও যদি কোন কারনে ইমেইল একাউন্ট এ সমস্যা হয় না বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে মোবাইল নাম্বার দিয়েও একাউন্টে লগইন করা সম্ভব হয়।
কিভাবে ফেসবুক একাউন্টের নাম্বার এড বা পরিবর্তন করবেন?
ফেসবুক একাউন্ট এর নাম্বার পরিবর্তন করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
১. প্রথমে আপনার স্মার্ট ফোন বা কম্পিউটার থেকে আপনার ফেসবুক একাউন্ট এর login করুন।
২. লগইন করার পর হোম পেজের ডানদিকের উপরের কোনায় থাকা 3 link এ ক্লিক করুন। এরপর Settings & privacy খুঁজে বের করুন।
৩. Settings & privacy এ ক্লিক করে Settings অপশন বের করে সেটাতে ক্লিক করুন।
৪. এরপর Personal information এ ক্লিক করুন।
৫. এবার Contact info খুঁজে বের করুন এবং সেখানে ক্লিক করুন।
৬. এখন Add phone number এ ক্লিক করুন।
৭. আপনার ফোন নাম্বার টাইপ করুন এবং continue তে ক্লিক করুন।
৮. এবার যে নাম্বার এড করেছেন সেটাতে একটি ভেরিফিকেশন কোড যাবে সেটা বসিয়ে ok করে দিন। আপনার ফেসবুক একাউন্ট এ নতুন নাম্বার যুক্ত হয়ে গেছে।
এবার আপনি চাইলে পুরনো নাম্বার বাদ দিতে পারবে এজন্য আপনাকে
১. প্রথমে সেই নাম্বারের উপর ক্লিক করুন। এরপরের page এ remove অপশন পাবেন সেটাতে ক্লিক করুন।
২. চেক মার্কে ক্লিক করে ✓ চিহ্ন করুন, Remove number এ ক্লিক করুন।
৩. এবার আপনার একাউন্ট এর পাসওয়ার্ড দিয়ে Remove phone এ ক্লিক করুন। আপনার নাম্বার টি remove হয়ে যাবে।
সতর্কতা: আগের নাম্বার রিমুভ করার আগে অবশ্যই নতুন একটি নাম্বার যুক্ত করে নিবেন। তা নাহলে আপনার একাউন্ট হারিয়ে বা নষ্ট হয়ে যাওয়া সম্ভব দেখা দিতে হবে।