একটা WordPress ওয়েবসাইটে মালিক হিসাবে, আপনাকে নানা সময় বিভিন্ন কারণে যেমন- ডিজাইন, কর্মদক্ষতা বা নিরাপত্তা জন্য রিসেট করতে হতে পারে।
কারন যাই হোক না কেন WordPress Website রিসেট দিয়ে WordPress ওয়েবসাইটের default theme এ ফিরিয়ে আনাই মূল উদ্দেশ্য- ঠিক আপনার ফোনটিকে তার ডিফল্ট ফ্যাক্টরি সেটিংসে রিসেট করার মতো৷
চলুন জেনে নেওয়া যাক কিভাবে WordPress Website রিসেট করবেন। তার আগে রিসেট করার কারণে গুলো সম্পর্কে একটু ধারনা নেওয়া যাক।
ওয়েবসাইট তৈরির অনুশীলন করছেন
নতুন যারা WordPress theme Customize শিখছেন তাদের জন্য রিসেট করার প্রয়োজন পড়ে। বিশেষ করে যখন কাষ্টমাইজে ভুল হয় বা কাষ্টমাইজ করার পর ওয়েবসাইট ঠিক মতো কাজ করছে না তখন WordPress ওয়েবসাইট রিসেট করার প্রয়োজন পড়ে।
এছাড়াও নতুন নতুন theme Customize শেখার সময় পুরানো theme ও plugin ডিলিট করে ওয়েবসাইটে পূর্ণরায় নতুন অবস্থায় ফিরে আনার জন্য রিসেট করার প্রয়োজন পড়ে।
সাইট হ্যাক হলে
আপনার ওয়েবসাইট হ্যাকের শিকার হয়েছিলো বা আপনার ওয়েবসাইটে theme ও plugin এ জাঙ্কি কোড বা স্প্যাম রয়েছে সেক্ষেত্রে সহজ সমাধানের জন্য আপনি theme বা plugin ডিলিট করার চেয়ে সম্পূর্ণ ওয়েবসাইটটি রিসেট দিয়ে দেওয়াটা ভালো মনে করছেন। সেক্ষেত্রে ওয়েবসাইটে রিসেট দেওয়া প্রয়োজন পড়তে পারে।
কিভাবে আপনার WordPress Website রিসেট করবেন
ওয়েবসাইটে রিসেট করার জন্য আমরা সবচেয়ে সহজ উপায় অবলম্বন করবো এখানে cPanel এ কোন ঝামেলা ছাড়াই শুধু মাত্র একটা plugin দিয়ে ওয়েবসাইট রিসেট দিতে পারবেন।
এই পদ্ধতিতে আপনার পোস্ট, পৃষ্ঠা, সেটিংস, প্লাগইন এবং থিম ফাইল সব কিছু ডিলিট হবে। এটি আর পূর্বাবস্থায় ফেরানো যাবে না।
তাই রিসেটের পূর্বে আপনি যদি আপনার পোস্ট, theme Customize ইত্যাদি ব্যাকআপ করে রাখতে পারেন। রিসেটের পর আবার সেগুলো ব্যবহার করতে পারবেন।
চলুন তাহলে রিসেট এর ধাপগুলো এক এক করে দেখে নেওয়া যাক।
১. আপনার WordPress ওয়েবসাইট login করুন।
২. Menu এর plugin থেকে Add New যান এবং সার্চ এ WP Reset লিখে সার্চ দেন।
৩. Plugin টা install এবং Active করুন।
৪. এরপর আবার menu তে গিয়ে Tools অপশন থেকে WP Reset এ প্রবেশ করুন।
৫. এবার plugin টার Reset পেজটাকে স্ক্রল নিচে নিয়ে আসুন।
৬. এরপর Confirmation field এর ফাঁকা স্থানে “reset” টাইপ করুন।
৭. এরপর একটা popup পেইজ ওপেন হবে সেখানে Reset WordPress এ ক্লিক করুন।
৮. কিছু সময় নিবে রিসেট হতে। এরপর আপনাকে আপনার ওয়েবসাইটে dashboard এ ফিরিয়ে নিয়ে যাবে এবং সেখানে আপনি success message দেখতে পারবে।
এই plugin এর কাজ এখানেই শেষ নয়। আপনি যদি আপনার ওয়েবসাইট রিসেট না দিয়ে এবং আপনার পোস্ট এবং পেইজ গুলো অক্ষত রেখে, আপনার ওয়েবসাইটে theme এবং plugins গুলো ডিলিট করতে চান সেক্ষেত্রেও এই plugin টা ব্যবহার করতে পারবেন।
চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে theme এবং plugins গুলো ডিলিট করবেন।
১. আগের মতো Tools অপশন থেকে WP Reset এ ক্লিক করুন।
২. এরপর WP Reset এ Tools অপশনে যান।
৩. এখানে আপনি theme বা plugin যে ডিলিট করতে চান সেটাতে ক্লিক করুন।
৪. আগে মতো আপনার সামনে একটা popup পেইজ ওপেন হবে সেখানে Delete এ ক্লিক করুন।
এখন আপনার ওয়েবসাইট থেকে সকল theme, plugin ডিলিট হয়ে গেছে।
এখন আপনি আবার পূনরায় আপনার ওয়েবসাইটে নিজের মনের মতো করে সাজাতে পারবেন।
আমাদের ফেসবুক পেইজ এ লাইক দিন সাথে থাকুন।