Main menu

Pages

কিভাবে WordPress ওয়েবসাইটে push notifications (পুশ নোটিফিকেশন) সেট করবেন

 যদি আপনি একটা Blogger বা website owner হন তাহলে আপনার ওয়েবসাইটে জন্য push notifications (পুশ নোটিফিকেশন) বিশেষ উপকারী জিনিস হতে পারে।

আপনারা অনেকেই হয়তো বিভিন্ন ওয়েবসাইটে পুশ নোটিফিকেশন দেখেছেন। হয় আপনি চেষ্টা করেছেন আপনার ওয়েবসাইটেও পুশ নোটিফিকেশন এড করতে। 

এই পোস্টে push notifications (পুশ নোটিফিকেশন) কি? ওয়েবসাইটে এটা রাখলে কি কি সুবিধা পাওয়া যাবে, এবং কিভাবে WordPress ওয়েবসাইটে push notifications (পুশ নোটিফিকেশন) সেট করবেন সেটা সম্পর্কে জানানোর চেষ্টা করবো।  



এই পোস্টে push notifications (পুশ নোটিফিকেশন) কি? 

পুশ নোটিফিকেশন হচ্ছে এক ধরনের ওয়েব মেসেজ। এটা ব্যবহার করে সহজেই ওয়েবসাইট ব্যবহারকারীদের ওয়েবসাইটে বিভিন্ন তথ্য বা আপডেট দ্রুত দেওয়া সম্ভব হয়। এবং এটি দর্শকদের মোবাইল অ্যাপ বা ওয়েবসাইটে ফিরিয়ে আনার একটি মাধ্যম। 

push notifications (পুশ নোটিফিকেশন) ব্যবহারের সুবিধা

পুশ নোটিফিকেশন হলো একটা মার্কেটিং সিষ্টেম। পুশ নোটিফিকেশন আপনার ওয়েবসাইট ভিজিট করা প্রতিটি ভিজিটরকে আপনার ওয়েবসাইটের permanent subscriber হওয়ার সুযোগ করে দেয়।

ফলে আপনি কোন সোস্যাল মিডিয়া, গুগল সার্চ ইঞ্জিন ছাড়াই আপনার ওয়েবসাইটে ব্রেকিং নিউজ, ট্রেন্ডিং স্টোরি বা নতুন লঞ্চ হওয়া পণ্য সম্পর্কে রিয়েল-টাইম আপডেট আপনার সাবস্ক্রাইবারদের পাঠাতে পারবেন। 

কিভাবে WordPress ওয়েবসাইটে push notifications (পুশ নোটিফিকেশন) সেট করবেন? 

পুশ নোটিফিকেশন সেট করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।

১. আপনার WordPress ওয়েবসাইটে login করুন, এবং Plugins থেকে Add New এ ক্লিক করুন। এরপর সার্চ অপশনে গিয়ে Onesignal লিখে সার্চ দিন এবং plugin টা install এবং active করুন। 

২. এরপর মেনু বার থেকে Onesignal push অপশন বের করে সেখানে প্রবেশ করুন।

৩. এরপর push notifications সেট করার জন্য এই (https://onesignal.com)ওয়েবসাইটে গিয়ে একাউন্ট তৈরি করুন। ইমেইল ভেরিফিকেশন করে নিন।

৩. একাউন্ট এ প্রবেশ করে নিচের পেইজে এর মতো একটা পেইজ আপনার কাছে আসবে। সেখানে আপনার WordPress ওয়েবসাইটের নাম দিন। এবং Web সিলেক্ট করুন। এরপর Next: Confirm Your Platform এ ক্লিক করুন। 

৪. এরপর আপনার সাইট যে প্লাটফর্ম দিয়ে তৈরি সেটা সিলেক্ট করুন যেমন আমার এখানে WordPress সিলেক্ট করবো। এরপর আপনার ওয়েবসাইটে নাম ও address দিয়ে Save এ ক্লিক করুন। 

৫. এরপর App ID ও API key কপি করে নিন। এবার আপনার ওয়েবসাইটে ফিরে যান এবং Onesignal push এ গিয়ে Configuration গিয়ে App ID ও API key পেষ্ট করে দিন এবং Save করুন। 

৬. আপনি আপনার ওয়েবসাইটে push notifications সেট করতে সক্ষম হয়েছে। এবার কিছু জিনিস অন এবং সেট করে নিন। 

৭. যদি আপনার সাইটের নাম সহ নির্দিষ্ট কোন মেসেজ লিখতে চান Subscriptions নোটিফিকেশন এ তাহলে এই অপশন গুলো ব্যবহার করেন। 

আশাকরি পোস্টটি আপনাদের কাজে আসবে। ভালো লেগে থাকলে শেয়ার করুন। যদি কোন সমস্যা বা প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানান।