Main menu

Pages

Temporary email কি? এর সুবিধা কি? কোথায় পাবেন?

 Temporary Email সম্পর্কে অনেকে জানেন না শুনেছেন কিন্তু এটা কোথায় পাবেন বা কোন কোন কাজে এটা ব্যবহার করা উচিত এবং কি কি সুবিধা পাওয়া সম্ভব সেই সম্পর্কে যারা জানেন না তাদের জন্য এই পোস্টটি। এই পোস্টে টেম্পরারি ইমেইল সম্পর্কে জানানোর চেষ্টা করবো এবং কোথায় পাবেন এই ইমেইল গুলো তা জানানোর চেষ্টা করবো।

Temporary Email কি?

Temporary Email বা অস্থায়ী ইমেইল হচ্ছে এমন একটি ইমেইল সেবা যা অল্প সময় ব্যবহারের জন্য একটি ইমেইল এড্রেস প্রদান করে এবং তার সাথে ইমেইল এর কিছু ফিচার যেমন ইমেইল inbox ব্যবহারের সুবিধা প্রদান করে।

এই জাতীয় ইমেইল বিশেষ কিছু ক্ষেত্রে ব্যবহারের জন্য এবং এই সেবা ব্যবহার করে নিজের ব্যক্তিগত ই-মেইলকে নিরাপদ রাখা যায়।

Temporary email সুবিধা কি? 

অস্থায়ী ইমেইল গুলো নানা ভাবে ব্যবহার করে সুবিধা পাওয়া যায়। 

অনেক সময় দেখা যায় এমন কোনো ওয়েবসাইটে আমাদের একাউন্ট তৈরি করতে হয় যেগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই বা এই সকল ওয়েবসাইটে নিজের ইমেইল এড্রেস ব্যবহার করা বিপজ্জনক হতে পারে সেই ক্ষেত্রে এই সকল টেম্পরারি ইমেইল ব্যবহার করে একাউন্ট তৈরি করলে কোন সমস্যা হলে আপনার বা আপনার ব্যক্তিগত ইমেইলের কোনো ক্ষতি হবে না।

এছাড়াও অনেক সময় এমন কোনো ব্যক্তি বা ওয়েবসাইট ইমেইল প্রধান করতে হয় ইমেইল আদান প্রদানের জন্য সেখানে নিজের ব্যক্তিগত ই-মেইল ব্যবহার করলে সমস্যা হতে পারে সেই ক্ষেত্রে অস্থায়ী ইমেইল সেবা গুলো কাজে আসবে। সেক্ষেত্রে ৫ মিনিট বা তার কম সময়ে ইমেইল আদান প্রদান করার জন্য এই ইমেইল সেবা ব্যবহার করতে পারেন। 

এছাড়াও অনলাইনে যারা task completed করে আয় করেন, তাদের বিভিন্ন ওয়েবসাইটে এক বা একাধিকবার একাউন্ট তৈরি করতে হয় সেক্ষেত্রে একটা ইমেইল দিয়ে একাধিক একাউন্ট তৈরি করা যায় না বা একাধিক ইমেইল তৈরি করাও সম্ভব নয়। সেইসব ক্ষেত্রে এই ইমেইল সেবা ব্যবহার করা যেতে পারে। 

কোথায় Temporary Email পাবেন? 

অনলাইনে বর্তমানে অনেক ওয়েবসাইট রয়েছে যারা এই সেবা প্রদান করে থাকে। এবং এই ওয়েবসাইটের সবগুলোই ফ্রি। এই ওয়েবসাইটে গুলোতে Unlimited টেম্পরারি ইমেইল পাবেন, সাথে কিছু কিছু ওয়েবসাইটে কাষ্টম Temporary Email তৈরির সুযোগ পাবেন। এছাড়াও টেম্পরারি ইমেইল এর একটি inbox পেয়ে যাবেন ওয়েবসাইটে।

কিছু Temporary Email ওয়েবসাইটে তালিকা দেওয়া হলো।
 
  • Temp Mail
  • TempMailo
  • DisposableMail
  • FakerMail
  • Generator