PHP family জনবল নিয়োগ জন্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। PHP বাংলাদেশের বেসরকারি একটি প্রতিষ্ঠান। প্রায় জনবল নিয়োগ জন্য বিভিন্ন সংবাদ মাধ্যম ও তাদের নিজস্ব ওয়েবসাইটে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে। যারা বেসরকারি চাকরির খুঁজছে তারা সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখুন।
সরকারি বেসরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন এবং ফেসবুকের মাধ্যমে সবার আগে পেতে আমাদের ফেসবুক পেইজ যুক্ত হন।
PHP গ্ৰুপে নিয়োগ বিজ্ঞপ্তি
PHP family বাংলাদেশী বেসরকারি প্রতিষ্ঠান। বর্তমানে এই প্রতিষ্ঠানে হাজার হাজার মানুষ কর্মরত রয়েছে। PHP গ্ৰুপ আবার নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। PHP গ্ৰুপ একটি পদে দুইজন কে নিয়োগ দেবে। যোগ্য ব্যক্তিরা এবং আগ্ৰহী প্রার্থীরা আবেদন করতে পারেন।
পদের নাম: Naval Architect Cum HSE Supervisor
পদ সংখ্যা: ০২
বেতন স্কেল: নিয়োগ বিজ্ঞপ্তি ছবিতে দেখুন।
শিক্ষাগত যোগ্যতা: B. Tech. (Naval Architecture & Ship Building)
ওয়েবসাইট: https://phpfamily.com
আবেদন শুরু সময়: ১৮ ডিসেম্বর ২০২২
আবেদন শেষ সময়: ২৭ ডিসেম্বর ২০২২
আবেদন নিয়ম: আগ্ৰহী প্রার্থীরা তাদের CV ও অন্যান্য কাগজপত্র একত্রে(নিয়োগ বিজ্ঞপ্তি তে উল্লেখ) 40/1 Zakir Hossain Road; South Khulshi; Chattogram উক্ত ঠিকানায় পৌঁছে দিতে হবে।
অফিসিয়াল বিজ্ঞপ্তির ছবি: