Main menu

Pages

কিভাবে Instagram পোস্ট ও ভিডিও ডাউনলোড করবেন?

 Instagram হচ্ছে জনপ্রিয় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অন্য একটি। বতমানে এর ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। Instagram রিল ভিডিও অনেক জনপ্রিয়তা অর্জন করেছে।

জনপ্রিয়তার শীর্ষে থাকা এই সোশ্যাল মিডিয়া বড় একটা অসুবিধা হচ্ছে এর পোস্ট যেমন- ছবি, ও ভিডিও ডাউনলোড করতে না পারা। অনেক সময় অনেক গুরুত্বপূর্ণ ছবি বা ভিডিও আমাদের ডাউনলোড করে রাখার প্রয়োজন পড়ে, কিন্তু সরাসরি Instagram থেকে ডাউনলোড করার উপায় না থাকায় অনেক সমস্যা হয়। 

সরাসরি app বা ওয়েবসাইট থেকে ডাউনলোড না করা গেলেও কিছু third-party app ও ওয়েবসাইট রয়েছে যেগুলো ব্যবহার করে এই কাজটি করা সম্ভব। যদিও বর্তমানে অনলাইনে এই রকম third-party app ও ওয়েবসাইট এর ছড়াছড়ি। এইসকল তৃতীয় পক্ষের app থেকে কোন app টা সবচেয়ে ভালো এবং কার্যকারী সেটা খুঁজে বের করা কষ্টকর।

এই পোস্টে কিভাবে Instagram পোস্ট ও ভিডিও ডাউনলোড করবেন সেই বিষয়ে জানাবো এবং কোন third party app ও ওয়েবসাইট গুলো সবচেয়ে সহজ উপায়ে এই কাজটি করতে পারবে সেই গুলোকে দেখিয়ে দিব।  



কিভাবে Instagram পোস্ট ও ভিডিও ডাউনলোড করবেন? 

Instagram পোস্ট ও ভিডিও ডাউনলোড করার জন্য সেরা কিছু third party app ও ওয়েবসাইটের সাথে আপনাদের পরিচিত করিয়ে দিব।

Third party app ও ওয়েবসাইট 

Third party app 


Third-party app এর মধ্যে SnapTube অন্যতম। এটা দিয়ে Instagram সহ আরো অনেক সোশ্যাল মিডিয়ার ভিডিও ও পোষ্ট ডাউনলোড করা যায়। এটাতে ভিডিও, অডিও ও ছবি/ইমেজ সব ডাউনলোড করা যায়।


এটাও একটা third party apps. এটা দিয়ে Instagram রিল, ভিডিও ও ছবি/ইমেজ সব ডাউনলোড করতে পারেন। এটা সরাসরি আপনি play store থেকে ডাউনলোড করে ব্যবহার করতে পারবেন। 


Instagram ভিডিও ও ইমেজ ডাউনলোড করার জন্য এটা হচ্ছে আর একটা third party app. এটা play store এ পেয়ে যাবেন। কোনো ঝামেলা ছাড়াই এটা দিয়ে খুব সহজেই Instagram থেকে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

Third party ওয়েবসাইট 

Instagram থেকে ভিডিও ও ইমেজ ডাউনলোড করার আর একটা উপায় হচ্ছে third party ওয়েবসাইট। যারা app install এর ঝামেলা ছাড়াই ইনস্টাগ্রাম থেকে ভিডিও ডাউনলোড করতে চান তারা এই ওয়েবসাইটে গুলো ব্যবহার করতে পারেন।

igrm.io
snapinsta.app
bigbangram.com
en.savefrom.net 

কিভাবে ডাউনলোড করবেন? 

Third party app ও ওয়েবসাইট দিয়ে কিভাবে ডাউনলোড করবেন। ভিডিও বা ইমেজ ডাউনলোড করার জন্য সবার প্রথমে

১. আপনাকে আপনার Instagram account এ login করতে হবে।
২. যে ভিডিও বা ইমেজ ডাউনলোড করতে চান তার লিংক কপি করতে হবে।
৩. কপি করা লিংক app বা ওয়েবসাইটে গিয়ে paste করে দিন।
৪. এরপর ডাউনলোড এ ক্লিক করে ভিডিও বা ইমেজ ডাউনলোড করুন।

ডাউনলোড করা ফাইল গুলো সরাসরি আপনার ফোনের storage এ save হবে। 

আমাদের শেষ কথা, 

আশা করি “কিভাবে Instagram পোস্ট ও ভিডিও ডাউনলোড করবেন?” এই সম্পর্কে আপনাদের ধারণা দিতে পেরেছি। পোস্টটি ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন।

আর এই জীবনে টেক টিপস নিয়মিত পেতে আমাদের ওয়েবসাইটে থাকা লাল বেল আইকনটিতে ক্লিক করে সাথে থাকুন।