Main menu

Pages

Google Blogger এর সুবিধা অসুবিধা

 অনলাইনে আয়ের অন্যতম একটি মাধ্যম হলো নিজস্ব ওয়েবসাইট। সেটা হতে পারে ব্লগ সাইট, উইকমার্স সাইট, পন্য রিভিউ সাইট ইত্যাদি। ওয়েবসাইট তৈরি করার অনেক গুলো মাধ্যম রয়েছে। এদের মধ্যে পেইড এবং ফ্রি দুইটা মাধ্যমে ওয়েবসাইট তৈরি করা যায়। ফ্রি মাধ্যম গুলোর মধ্যে google Blogger সবচেয়ে জনপ্রিয়। Blogspot জনপ্রিয় হওয়ার পিছনে অনেক কারন রয়েছে যেগুলো একে অন্যান্য ফ্রি CMS (content management system) থেকে আলাদা করে।

অনন্যা CMS থেকে কোন কোন দিক থেকে blogger আলাদা এবং অন্যান্য CMS থেকে কি কি বিষয় সুবিধা প্রদান করে এবং কোন কোন বিষয় অসুবিধা রয়েছে সেই সকল বিষয় এই পোস্টে তুলে ধারার চেষ্টা করবো। এই পোস্টটি পড়লে খুব সহজেই আপনি blogger সম্পর্কে একটা সাধারণ ধারণা পেয়ে যাবেন। 

ব্লগারের সুবিধা অসুবিধা হয় সম্পর্কে জানার আগে ব্লগার সম্পর্কে জেনে নেই। 

Blogger

ব্লগার হল উন্মুক্ত ব্লগ তৈরি করার সাইট। ২০০৩ সালে গুগল এটিকে কিনে নেয় এবং নিজস্ব সার্ভারে এটিকে হোস্ট করে। ব্লগার সম্পূর্ণ ফ্রি একটা প্লাটফর্ম। এটা আপনাকে আপনার ব্লগের জন্য প্রয়োজনীয় হোস্টি এবং একটা সাব ডোমেইন প্রদান করে থাকে।

যেহেতু এটা গুগলের একটা সেবা এখানে যেমন সুবিধা রয়েছে তেমনি অনেক বিধিনিষেধ ও রয়েছে। আর এইসব বিধিনিষেধ লঙ্ঘন করলে বা হলে আপনার দীর্ঘদিনের পরিশ্রম এক নিমিষেই শেষ হয়ে যাবে। বিধিনিষেধ ছাড়া ব্লগারে অনেক সুবিধাও রয়েছে। 

Blogger এর সুবিধা সমূহ 

Blogger এ যে সকল সুবিধা পাবেন।

১. খরচ 

একটা ওয়েবসাইট তৈরি করতে গেলে নানা রকম খরচ রয়েছে, যেমন- ডোমেইন, হোস্টিং, প্রিমিয়াম Theme and plugins ইত্যাদি কিনতে আপনাকে খরচ করতে হতে পারে। এদের মধ্যে অন্যান্য CMS দিয়ে ওয়েবসাইট তৈরি করতে গেলে অবশ্যই আপনাকে ডোমেইন এবং হোস্টিং কিনতে হবে। ডোমেইন এবং হোস্টিং ছাড়া আপনি ওয়েবসাইট তৈরি করতে পারবেন না। আর এই দুইটা জিনিস কিনতে কোয়ালিটি অনুযায়ী আপনাকে ২০০০ থেকে ১০০০০ হাজার টাকা পর্যন্ত খরচ করা লাগতে পারে। কিন্তু blogger দিয়ে ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনার কোন প্রকার খরচ করতে হবে না। যেহেতু এটা গুগল এর একটি ফ্রি সার্ভিস তাই এখানে আপনি ডোমেইন এবং হোস্টিং সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন।

২. ওয়েবসাইট সেটআপ 

WordPress বা অন্যান্য CMS দিয়ে ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে ডোমেইন হোস্টিং এ সংযোগ করা WordPress install করা ইত্যাদি অনেক সেটাআপ রয়েছে, যেগুলো সঠিক ভাবে শেষ না করতে পারলে ওয়েবসাইট রান করা যায় না। নতুনদের জন্য হোস্টিং এ সাথে ডোমেইন সংযোগ করা ঝামেলার কাজ কিন্তু ব্লগারের ক্ষেত্রে এই ঝামেলা নাই। শুধু ওয়েবসাইটের নাম নির্ধারন করতে হবে এবং একটা Theme install করলেই আপনার ওয়েবসাইট তৈরি হয়ে যাবে। 

৩. কাস্টমাইজেশন

Blogger এ কাস্টমাইজেশন অন্য সকল CMS থেকে সবচেয়ে সহজ। যে কেউ blogger theme খুব সহজেই install এবং কাস্টমাইজেশন করে নিতে পারে। কারন blogger এর theme গুলোর লেআউট বেশিরভাগ সময় সেটআপ করা থাকে। 

৪. প্রিমিয়াম ডোমেইন ব্যবহারের সুবিধা

Blogger এ যদি আপনার . blogspot. com ডোমেইন ব্যবহার না করতে চান এবং প্রিমিয়াম ডোমেইন যেমন- .com .co .xyz ডোমেইন ব্যবহার করতে চান তাহলে খুব সহজেই তার পারবেন।

Blogger এর অসুবিধা সমূহ 

Blogger যেমন সুবিধা রয়েছে তেমনি এর অনেক অসুবিধাও রয়েছে, চলুন অসুবিধা সমূহ জেনে নেওয়া যাক। 

১. ফাইল ম্যানেজার

Blogger এ যেহেতু cpanel এর নিয়ন্ত্রণ থাকে না তাই ফাইল ম্যানেজ করা সম্ভব হয় না। আপনি চাইলেই ফাইল গুলো ইডিট করতে বা ডাউনলোড আপলোড করতে পারবেন না। কিন্তু এটা backup নেওয়া যায়। আপনি চাইলেই আপনার ওয়েবসাইটের backup নিয়ে রাখতে পারবেন। 

২. স্পিড 

যেহেতু এটা গুগলের একটা ফ্রি সার্ভিস তাই হোস্টিং এর স্পিড নিয়ন্ত্রণ আপনি ততটা নিয়ন্ত্রণ করতে পারবেন না। WordPress এর মতো স্পিড অপটিমাইজেশন plugins ব্যবহার করে খুব সহজেই স্পিড নিয়ন্ত্রণ করা যায় না। Blogger সাইট এর স্পিড নিয়ন্ত্রণ করার জন্য plugins ব্যবহারের কোন সুবিধা নেই। এটা সম্পূর্ণ একটি মেনুয়াল প্রসেস যা সবাই করতে পারে না। 

৩. বিশেষ ফিচার তৈরি 

WordPress এ Theme এর বাইরে বিশেষ কোনো ফিচার যোগ করতে চাইলে খুব সহজেই plugins এর মাধ্যমে তা করা যায় কিন্তু blogger এ তা সম্ভব না। যদিও সম্ভব না কথাটা ভুল কিন্তু করতে গেলে আপনাকে কোডিং জানতে হবে, যা নতুন অনভিজ্ঞ blogger দের জন্য অসম্ভব প্রায়।