হোয়াটসঅ্যাপ জনপ্রিয় মেসেজিং প্লাটফর্ম। তথ্য সুরক্ষিত ও গোপন রাখার জন্য এছাড়া user experience সুন্দর করার জন্য Whatsapp প্রতিনিয়ত নতুন নতুন ফিচার যুক্ত করে। এবং অনেক বেশি ফিচার হওয়া আমাদের মধ্যে অনেকেই এইসকল ফিচার সম্পর্কে জানতে পারি না।
Whatsapp এ একটি বিশেষ সুবিধা রয়েছে যেটা হয়তো আমরা অনেকেই জানি না। আপনি চাইলে গোপনে আপনাকে পাঠানো মেসেজ গুলো দেখতে পারবেন এবং মেসেজ যে পাঠিয়েছে সে একটুও টের পাবে না।
সাধারণত হোয়াটসঅ্যাপ এ মেসেজ seen করলে দুইটা blue (✓) টিক চিহ্ন দেখা যায় এবং মেসেজ সিন না করলে gray টিক চিহ্ন দেখা যায়। আর এই চিহ্নটিকে হোয়াটসঅ্যাপ রিড রিসিট বলে।
হোয়াটসঅ্যাপে রিড রিসিট বন্ধ করার অপশন রয়েছে। এবং যে মেসেজ পাঠাচ্ছে এবং যাকে পাঠাচ্ছে দুইজনই এইটা বন্ধ করতে পারবেন। এটা বন্ধ করার সুবিধা হলো আপনি গোপনে অর্থাৎ অন্যকে বুঝতে না দিয়ে মেসেজ পড়তে পারবেন। আগে যখন মেসেজ পড়তেন তখন gray টিক চিহ্ন ব্লু হয়ে যেতে এবং অপর জন বুঝতে পারতো আপনি মেসেজটি দেখেছেন বা পড়ছেন। রিড রিসিট বন্ধ করে দিলে আপনি মেসেজ দেখলে বা পড়লেও টিক মার্ক আর ব্লু হবে না হবে না এবং অপর জন আর বুঝতেও পারবে না।
হোয়াটসঅ্যাপ রিড রিসিট বন্ধ করার নিয়ম
- প্রথমে আপনার ডিভাইসে Whatsapp ওপেন করুন।
- এবার ডানপাশে উপরের কোনায় 3 dot অপশন পাবেন সেখানে ক্লিক করুন। Setting অপশন পাবেন সেটাতে ক্লিক করুন।
- এরপর Account অপশনে ক্লিক করে প্রবেশ করুন।
- Privacy তে ট্যাপ করুন
- রিড রিসিট বন্ধ করতে Read Receipts অপশনের পাশে থাকা টোগল অফ করে দিন।