সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে কিছু বিষয় লক্ষ্য রাখা উচিত, না হয় পরবর্তীতে সমস্যা পড়তে পারে।
আজকের পোস্টে সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার আগে যে সকল বিষয় যাচাই করা উচিত তা নিয়ে আলোচনা করবো।
বতমানে ফোনের দাম হাতের নাগালে চলে আসায় কেউ সেকেন্ড হ্যান্ড ফোন কিনে না। তবুও অনেক সময় নানা কারণে আমরা Second hand phone কিনে থাকি।
যেহেতু সেকেন্ড হ্যান্ড সেহেতু কোন প্রকার ওয়ারেন্টি থাকে না তাই কেনা পর সমস্যা হলে কোন কিছু করার থাকে না। এজন্য নতুন ফোনের চেয়ে সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় বেশি সতর্কতা অবলম্বন করতে হয়।
সেকেন্ড হ্যান্ড মোবাইল কেনার আগে যে সকল বিষয় যাচাই করা উচিত
১. চুরির ফোন নাকি যাচাই করুন
বেশিরভাগ সময় Second hand phone বলে চুরির ফোন বিক্রি কার হয়। আর যদি আপনার সেকেন্ড হ্যান্ড ফোন ভেবে চুরির ফোন কিনে থাকেন তাহলে আপনি পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন।
এছাড়াও চুরির ফোন হলে পুলিশি ঝামেলাও দেখা দিতে পারে। তাই used phone কেনার আগে অবশ্যই সেটা চুরির কিনা যাচাই-বাছাই করে নিন।
চুরির ফোন কিনা কিভাবে যাচাই করবেন?
চুরির ফোন যাচাই করার একমাত্র উপায় হচ্ছে IMEI number চেক করা। IMEI নাম্বার চেক করার জন্য অবশ্যই Second hand phone কেনার সময় বিক্রেতার কাছ থেকে ক্যাশ মেমো ও যাবতীয় কাগজপত্র চেয়ে নিবেন। সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় এই ভুল টা সবাই করে থাকি, মনে করি সেকেন্ড হ্যান্ড ফোনের ক্যাশ মেমো নিয়ে কি কাজ হবে। কিন্তু ক্যাশ মেমো তে অবশ্যই ফোনের IMEI number দেওয়া থাকে, যদি মেমোন IMEI নাম্বার আর ফোনের IMEI নাম্বার মিলে যায় তাহলে বুঝতে হবে ফোন আসল বা এটা চুরির ফোন নয়।
ফোনের IMEI নাম্বার দেখতে ফোনের *#6#* ডায়াল করে ফোনের IMEI নাম্বার দেখুন। যদি ফোনের IMEI নাম্বার আর মেমোর IMEI নাম্বার এক না হয় তাহলে ৯০% ক্ষেত্রে ফোনটি চুরির হওয়ার সম্ভাবনা রয়েছে।
২. কপি বা নকল ফোন নাকি সেটা দেখুন
সেকেন্ড হ্যান্ড ফোন বা বাইরের দেশের ইউজ করা ফোন বিক্রি এখন অনেক জনপ্রিয় একটি ব্যবসা হয়ে উঠেছে। আর কিছু অসাধু ব্যবসায়ী এই সুযোগ কাজে লাগিয়ে Second hand phone বলে নকল বা কপি ফোন বিক্রি করে মুনাফা কামাচ্ছে।
তাই সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় অবশ্যই যাচাই-বাছাই করে নিন আসলেই আসল ব্রান্ডের ফোনটি কিনছেন নাকি নকল বা কপি ফোন কিনছেন।
অনেক সময় বাইরের বডি আসল ফোনের হলেও ভিতরের যন্ত্রাংশ নকল হতে পারে। এজন্য used phone কেনার সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত।
আসল ফোন চেনার কিছু উপায় হল
Setting এ গিয়ে ফোনের নাম, ram, storage, CPU ইত্যাদি চেক করুন।
ফোনের IMEI number সঠিক আছে কিনা দেখুন।
ফোনের Ai বা interface আসল ফোনের মতো কিনা দেখে নিন।
আসল ফোনের ওজন আর সেকেন্ড হ্যান্ড ফোনের ওজন একই কিনা দেখুন।
ফোনের সকল ফিচার ও সেন্সর সঠিকভাবে কাজ করছে কিনা দেখুন।
৩. মোবাইলের ব্যাটারী নিয়ে যাচাই করুন
সেকেন্ড হ্যান্ড ফোন গুলো বেশিরভাগ ব্যাটারীর সমস্যার কারনে ব্যবহারকারী used phone হিসাবে বিক্রি করে দিতে চায়।
বাইরে থেকে সব ঠিকঠাক হলেও ফোনের ব্যাটারি সমস্যা থাকে। আর যেহেতু ব্যাটারির সমস্যা বাইরে থেকে প্রথম দেখায় বোঝা যায় না, সেক্ষেত্রে ফোন কেনার পর নানা সমস্যা দেখা দেয়।
তাই কেনার আগে অবশ্যই ব্যাটারি চেক করে দেখুন।
৪. মোবাইলের পোর্ট এবং সেন্সর গুলো কাজ করছে কিনা
সেকেন্ড হ্যান্ড ফোন কেনার সময় অবশ্যই মোবাইলে সকল পোর্ট এবং সেন্সর কাজ করছে কিনা দেখে নিন।
ফোনের headphone port, charging port, camera এবং অন্যান্য সেন্সর গুলো কাজ করছে কিনা দেখে নিন। সেন্সর পরীক্ষার জন্য play store এ অনেক app পেয়ে যাবেন সেইগুলো দিয়ে সেন্সর পরীক্ষা করে দেখতে পারেন ভালো আছে কিনা।
নতুন ফোনের ক্ষেত্রে এই সমস্যা থাকে না আর যদিও থাকে তাহলে warranty দিয়ে তা ঠিক করিয়ে নেওয়া যায়। কিন্তু Used phone ক্ষেত্রে তা সম্ভব না। তাই অবশ্যই Second hand phone কেনার আগে এই বিষয়ে খেয়াল রাখবেন।
৫. ফোনটি আগে কখনো খোলা হয়েছে কিনা
যদিও international used ফোনগুলো বিক্রির আগে ফোনে ছোট খাটো সমস্যা থাকলে তা সমাধানের জন্য ফোন খোলা হয়ে থাকে। তবে সেগুলো অনেক নিখুঁত ভাবে করা হয়।
তবে যদি লোকাল কোন সার্ভিস সেন্টার থেকে ফোন খোলা হয়ে থাকে তাহলে তা বুঝা যায়। একটু নজর দিলে খুব সহজেই সেটা বুঝতে পারবেন। যদি লোকাল ভাবে ফোন খোলা হয়ে থাকে তাহলে সেই ফোন না কেনাই ভালো।
কারন ফোনে পূর্বে কোন সমস্যা থাকলে তা সমাধানের জন্য বা কোনো পার্টস পরিবর্তনের জন্য এগুলো করা হয়ে থাকে পারে। এজন্য সেকেন্ড হ্যান্ড ফোন কেনার আগে মোবাইল খোলা হয়েছে কিনা অবশ্যই যাচাই-বাছাই করে নিন।
৬. মোবাইলের সেলুলার নেটওয়ার্ক চেক করুন
সেকেন্ড হ্যান্ড ফোন উপর থেকে ভালো দেখালেও অনেক সময় এর cellular network connection সমস্যা থাকে।
সিম সেট করার পর নেটওয়ার্ক পেতে সমস্যা বা সঠিকভাবে ইন্টারনেট সংযোগ না পাওয়ায় এই ধরনের সমস্যা দেখা দেয়।
সেকেন্ড হ্যান্ড ফোন কমদামে পাওয়ার খুশিতে এইসকল বিষয় না দেখেই phone কিনে থাকি। পরবর্তীতে নেটওয়ার্ক সমস্যা কারনে ফোনের সঠিক ভাবে ব্যবহার করা যায় না। তাই Second hand phone কেনার সময় অবশ্যই সিম লাগিয়ে নেটওয়ার্কের চেক করে দেখুন।
৭. বিশ্বস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ফোন ক্রয় করুন
অপরিচিত লোকের কাছ থেকে Second hand phone কেনার চেষ্টা বিশ্বস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে ফোন কেনা ভালো।
বতমানে অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা সেকেন্ড হ্যান্ড মোবাইল বিক্রি করে। এবং তারা কিছু সময়ের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ও সার্ভিস ওয়ারেন্টি ও দিয়ে থাকে। এজন্য অপরিচিত লোকের কাছ থেকে না কিনে বিশ্বস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে সেকেন্ড হ্যান্ড ফোন কিনুন।