Main menu

Pages

ফেসবুক মেসেঞ্জার থেকে কিভাবে ভয়েস মেসেজ ডাউনলোড করবেন

 ফেসবুক মেসেঞ্জার বতমানে মেসেজিং অ্যাপ গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয়। ফেসবুক ব্যবহারকারী প্রায় সকলেই কমবেশি ফেসবুক মেসেঞ্জার ব্যবহার করে। মেসেঞ্জার এ নানা ধরনের ফিচার রয়েছে যেগুলো অন্তত জনপ্রিয় ও ব্যবহার উপযোগী।

যদিও ফেসবুক মেসেঞ্জার থেকে অন্যের পাঠানো ছবি ও ভিডিও দুইটাই ডাউনলোড করার বা ডাউনলোড করার অপশন আছে। কিন্তু কেউ ভয়েস মেসেজ পাঠালে সেটা ডাউনলোড করার অপশন বা কোন উপায় নেই বললেই সকালের ধারনা। 

আজ এই পোস্টে ফেসবুক মেসেঞ্জার থেকে অডিও বা ভয়েস মেসেজ কিভাবে ডাউনলোড করা যায় সেই সম্পর্কে জানানোর চেষ্টা করবো। 



ফেসবুক মেসেঞ্জার থেকে কিভাবে অডিও মেসেজ ডাউনলোড করবেন 

সরাসরি মেসেঞ্জার অ্যাপ থেকে ভয়েস মেসেজ বা অডিও মেসেজ ডাউনলোড করার কোনো অপশন বা উপায় নেই। ভয়েস মেসেজ ডাউনলোড করার জন্য আপনাকে মেসেঞ্জার বাদে অন্য উপায় ডাউনলোড করতে হবে। তবে এজন্য আপনাকে কোন থার্ডপাটি অ্যাপ বা সফটওয়্যার ব্যবহার করতে হবে না। ফেসবুক মেসেঞ্জার থেকে অডিও ডাউনলোড করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন। 

১. অডিও ডাউনলোড করার জন্য সর্বপ্রথম আপনাকে আপনার ফোনে থাকা মেসেঞ্জারটি ডিলিট বা uninstall করে দিতে হবে।
২. এরপর chrome বা অন্য কোনো ব্রাউজার দিয়ে ফেসবুক একাউন্ট এ লগইন করুন।
৩. এবার মেসেজ অপশনে গিয়ে যে অডিও মেসেজ ডাউনলোড করতে চান সেটা পাশে থাকা 3 dot এ ক্লিক করুন।
৪. 3 dot এ ক্লিক করার পর ডাউনলোড অপশন আসবে সেটাতে ক্লিক করুন, আপনার অডিও মেসেজ ডাউনলোড হতে শুরু করবে।

এভাবেই খুব সহজেই ফেসবুক মেসেঞ্জার থেকে অডিও ডাউনলোড করা যায়। আশাকরি পোস্টি আপনাদের উপকারে আসবে। ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন। এই জাতীয় পোষ্ট পেতে ওয়েবসাইটে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।