শীত শুরু সাথে সাথে শুরু হয়েছে চুলের সমস্যা। শীতকালে কমবেশি সবারই খুশকির সমস্যা দেখা দেয়। আর খুশকি থেকে শুরু হয় চুল পড়া, মাথায় ব্যাকটেরিয়া আক্রান্ত হয়ে দেখা দেয় চুলকানি আরো নানা সমস্যা।
তবে চুলকে খুশকি মুক্ত রাখার সবচেয়ে ভালো উপায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। ভেজা অবস্থায় চুল বেঁধে রাখা, চুল না মোছা হতে পারে খুশকি হওয়ার আর এক কারন।
তবে এরপর খুশকিমুক্ত না হলে যেভাবে খুশকিমুক্ত করতে পারেন:
১. আমলকী আর লেবুর রস একসাথে মিশিয়ে মাথায় ত্বকে লাগিয়ে সারারাত রেখে দিন পরে সকালে ধুয়ে নিন। এতে চুল পরিষ্কারের পাশাপাশি খুশকির সমস্যা থেকে মুক্তি পাবেন।
২. এক চা চামচ লবণ রস পানিতে মিশিয়ে চুল ধুয়ে নিন, তারপর শ্যাম্পু করে নিন। খুশকি দূর না হওয়া পর্যন্ত এই করে জান খুশকির সমস্যা থেকে মুক্তি পাবেন।
৩. তিন থেকে পাঁচ চা চামচ নারকেলের তেল নিয়ে মাথার ত্বকে ভালো ভাবে লাগান, একঘন্টা পর মাথা ঢুয়ে শ্যাম্পু করে নিন।
৪. চিকিৎসকের পরামর্শ নিয়ে খুশকি দূর করার জন্য শ্যাম্পু ব্যবহার করতে পারেন।