Main menu

Pages

লিংক প্রোমোট করে ঘরে বসে আয় করুন আর বিকাশে পেমেন্ট নিন

অনলাইন থেকে আয় করার অনেক মাধ্যম রয়েছে। তবে আমাদের দেশের ক্ষেত্রে আয়ের মাধ্যম গুলো কম আর যেগুলোতে কাজ করতে গেলে প্রয়োজন দক্ষতা ও কাজের প্রশিক্ষণ। অনেক সময় এই দুইটা আমাদের পক্ষে সম্ভব হয় না তাই অনলাইন থেকে আয় করাও সবার পক্ষে হয় না।

তবে আজ এমন একটি ওয়েবসাইটে সাথে পরিচয় করিয়ে দিব যে ব্যবহার করে যে কেউ ফোন অথবা কম্পিউটার দিয়ে ঘরে বসে কাজ করে বিকাশে সরাসরি পেমেন্ট নিতে পারবেন।

যদি ফেসবুক এবং অন্যান্য সোশ্যাল মিডিয়া সম্পর্কে ধারণা থাকে তাহলে এই ওয়েবসাইট ব্যবহার করে আপনি অনেক টাকা আয় করতে পারবেন। 

Ayykori.net

Join link: https://cutt.ly/K0msv0u 


Ayykori হচ্ছে একটা এফিলিয়েট প্লাটফর্ম। এটা একটি বাংলাদেশী Earning ওয়েবসাইট। এটা বাংলাদেশী একাধিক নামিদামি ব্র্যান্ডের প্রোমোট করিয়ে থাকে। ব্যবহারকারী এই ওয়েবসাইটের মাধ্যমে কোন ব্র্যান্ডের পণ্য বিক্রি করে দিলে সেখান থেকে কিছু কমিশন user দের দেওয়া হয়।

কিভাবে একাউন্ট খুলবেন? 


Ayykori ওয়েবসাইটে একাউন্ট খুলতে চাইলে উপরে থাকা join link এ ক্লিক করুন। "জয়েন করুন" এই অপশনে ক্লিক করলে এইরকম একটা ফর্ম ওপেন হবে।

ফর্মটিতে আপনার নাম, ইমেইল/জিমেইল এড্রেস, এবং একটা পাসওয়ার্ড দিয়ে "সাইন আপ" এ ক্লিক করুন। এরপর লগইন এ ক্লিক করে ইমেইল/জিমেইল এড্রেস ও পাসওয়ার্ড দিয়ে আপনার একাউন্ট এ লগইন করুন।

কিভাবে আয় করবেন?

এখানে আয় করার উপায় হচ্ছে নির্দিষ্ট কোনো ব্র্যান্ডের লিংক প্রোমোট বা শেয়ার করে সেল করা। যখন কেউ আপনার শেয়ার করা লিংক এ গিয়ে কোনো কিছু কিনবে তখন আপনাকে প্রতি সেল এ কিছু টাকা দেওয়া হবে।

আপনার একাউন্ট এ লগইন করার পর dashboard এ অনেকগুলি ব্র্যান্ডের ছবি দেখতে পাবেন।

ব্র্যান্ডের ছবি নিচে "মেইক প্রফিট লিংক" এ ক্লিক করলে একটা লিংক পাবেন এটা শেয়ার করার মাধ্যমে আয় করতে পারবেন।
এছাড়া প্রতি রেফারে করলেও আপনি আয় করতে পারবেন।

পেমেন্ট সিস্টেম

আমাদের দেশে অনেকেই অনলাইনে আয় করতে পারে না বা আয়ের বাধা হয়ে দাঁড়ায় হচ্ছে পেমেন্ট সিস্টেম। লোকাল সিস্টেমে পেমেন্ট না দেওয়ায় অনেকে অনলাইনে কাজ করতে চায় না। কিন্তু এই ওয়েবসাইট লোকাল পেমেন্ট সিস্টেম এর মাধ্যমে টাকা পরিশোধ করে থাকে। আপনি আপনার বিকাশ, নগদ, মোবাইল রিচার্জ ও ব্যাংক এ পেমেন্ট দিয়ে থাকে।

কোথায় লিংক শেয়ার করবেন?

লিংক আপনি ফেসবুক সহ যেকোনো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতে পারবেন। তবে এমন স্থান নির্বাচন করুন যেখান থেকে লিংক শেয়ার করলে সেই লিংকে গিয়ে অন্য কেউ পন্য কিনে।