Main menu

Pages

এডসেন্স Ad Serving Limits কেন হয়? কিভাবে ঠিক করবেন

 আপনি যদি আপনার ওয়েবসাইটে জন্য Adsense এর মনিটাইজেশন পাওয়ার চেষ্টা করেন বা পেয়ে থাকেন তাহলে আপনি হয়তো Ad serving limit এই কথাটার সাথে পরিচিত।

প্রতিটা Blogger বা website owner এবং নেটওয়ার্কে হিসাবে adsense কে বেশি প্রাধান্য দিয়ে থাকে। আর যদি এত কষ্ট করার পর এডসেন্স মনিটাইজেশন পান এবং কিছুদিন পর সেখানে এড লিমিট চলে আসে তাহলে সেটা অত্যন্ত দুঃখজনক এবং ভয়ংকর হয়ে দাঁড়ায়। 

তাই এই পোস্টে জানানোর চেষ্টা করবো Ad serving limit কেন হয়, এছাড়াও এটি কত সময় ধরে থাকে ও কিভাবে এটাকে ঠিক করা যায়। 

Temporary AdSense Ads Serving Limit কি? 

এডসেন্স Ads Serving Limit হলে ওয়েবসাইট আর গুগল এডসেন্স এর পক্ষ থেকে বিজ্ঞাপন দেওয়া হয় না বা কম দেওয়া হয়। এর ফলে যতদিন এড লিমিট থাকবে ততদিন আপনি Adsense থেকে আর কোন ইনকাম পাবেন না। 

যদিও ওই সময় আপনার ওয়েবসাইটে ভালো ট্রাফিক থাকে তাও আপনার ইনকাম বন্ধ থাকবে। আবার সমস্যা সমাধান করার পর যদি এড লিমিট সরে যায় তখন আবার আপনার ইনকাম শুরু হয়ে যাবে। 

Ads Serving Limit কারন? 


আপনি যদি AdSense Ads Serving Limit সমাধান বা কিভাবে এডসেন্স এবং লিমিট সমাধান করতে চান তাহলে আগে আপনাকে জানতে হবে কি কারণে এড লিমিট হয়েছে।

যতক্ষন পর্যন্ত সমস্যা সম্পর্কে না জানতে পারবেন ততক্ষন পর্যন্ত সমস্যা সমাধান করতে পারবেন না, এবং আপনার এড লিমিট ও সমাধান হবে না। 

যেসকল কারনে AdSense Ads Serving Limit হয়ে থাকে 

  1. ওয়েবসাইটের জন্য ট্রাফিক কেনা।
  2. ওয়েবসাইটের বাউন্স রেটের হার বৃদ্ধি।
  3. ফেসবুক থেকে অধিক ট্রাফিক আসলে।
  4. হঠাৎ অধিক পরিমাণে ব্যাকলিঙ্ক তৈরি করলে।
  5. ওয়েবসাইটে অরগ্যানিক ট্রাফিক না থাকলে।
  6. নিজের এড নিজে ক্লিক করা।
  7. নিজের আইপি এড্রেস থেকে এড ইমপ্রেশন দেওয়া।
  8. বার বার ওয়েবসাইটের এড চেক করা।
  9. হঠাৎ ওয়েবসাইটে ট্রাফিকের পরিমাণ বেড়ে যাওয়া। 
এই সকল কারনে এড লিমিট হয়ে থাকে। আশা করি আপনি এই সকল কাজ এড়িয়ে চলবেন।  

Ad Serving Limits কয় ধরনের হতে পারে? 

এড লিমিট আবার বিভিন্ন ধরনের হয়ে থাকে। বর্তমানে সাধারণ দুই ধরনের এড লিমিট দেওয়া হয়। 

Account being assessed 

এই ধরনের এড লিমিট তখন দেওয়া হয় যখন Adsense আপনার ওয়েবসাইটের ট্রাফিক এর উৎস খুঁজে না পায়। বিশেষ করে যখন ওয়েবসাইটে প্রচুর পরিমাণে বট ট্রাফিক আসে তখন এই Ad Serving Limits দিয়ে থাকে। 

Invalid traffic concerns 

এটাও অনেকটা উপরের টার মতো। এই এড লিমিট টা বেশিরভাগ ক্ষেত্রেই ট্রাফিক কিনলে বা প্রচুর পরিমাণে ফেসবুক ট্রাফিক হলে তখন দেওয়া হয়ে থাকে। 

কিভাবে Ad Serving Limits সমাধান করবেন? 

এডসেন্স এ এড লিমিট আসলে সবার প্রথমে আপনার কাজ হবে এড লিমিট হওয়ার কারণ খুঁজে বের করা। এক্ষেত্রে এডসেন্স প্রোগ্রাম পলিসি গুলো দেখে নিতে পারেন। এছাড়াও Ad Serving Limits হলে Adsense আপনাকে একটা মেইল দিবে ওইটা দেখেও সমস্যা খুঁজে বের করতে পারবে।

এড লিমিট হওয়ার পরও গুগল পরামর্শ দেয় ওয়েবসাইটের কন্টেন্ট এবং মার্কেটিং চালু রাখার। কিন্তু এগুলো এডসেন্স এর নিতিমালা অনুযায়ী হতে হবে।

সমস্যা সমাধান করে আপনাকে আপনার ওয়েবসাইটে কন্টেন্ট ও মার্কেটিং করে যাতে হবে। সময় হলে গুগল এডসেন্স নিজেই আপনার সাইটের Ad Serving Limits তুলে নিবে। এক্ষেত্রে আপনার কোনো কিছু করার প্রয়োজন নেই। 

Ad Serving Limits সরাতে Adsense কত সময় নেয়? 

যদি আপনার google adsense account এ Ad Serving Limits হয়ে থাকে তাহলে, আপনার মনে একটা প্রশ্ন হয়তো এসেছে, যে Ad Serving Limits সরাতে কত সময় নেয় Adsense. এই বিষয়ে আপনাদের একটা ধারণা দেওয়া চেষ্টা করি।

এই সময়টি একটা সাধারণ ধারণা মাত্র। যদি আপনি আপনার ওয়েবসাইটে এড লিমিট হওয়ার কারণ সমাধান না করেন তাহলে এই সময় আরো বাড়তে পারে। এবং এটা ততক্ষণ পর্যন্ত থাকতে পারে যতক্ষণ পর্যন্ত সমস্যার সমাধান না হয়। আপনি যত দ্রুত সমাধান করবেন তত দ্রুত Ad Serving Limits সরে যাবে। 

সর্বশেষ কথা: আশা করি পোস্টটি আপনাদের কাজে লাগবে। Ad Serving Limits এড়াতে Adsense এর নিতিমালা বিরোধী কাজগুলো থেকে এড়িয়ে চলার চেষ্টা করুন।