Main menu

Pages

কিভাবে মোবাইলে spam ইমেইল/ জিমেইল আসা বন্ধ করবেন

 ইমেইল/ জিমেইল একটা গুরুত্বপূর্ণ জিনিস। ইমেইল এর মাধ্যমে আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ তথ্য আসে‌। কিন্তু অনেক সময় এই গুরুত্বপূর্ণ ইমেইল গুলো অপ্রয়োজনীয় ইমেইল ও বিরক্তিকর ইমেইল মাঝে পড়ে হারিয়ে যায়। এবং পরবর্তীতে এই সকল ইমেইল খুঁজে পেতে সমস্যা হয় বা সময় মতো খুঁজে পাওয়া যায় না। এখন প্রশ্ন হলো এই অপ্রয়োজনীয় ইমেইল আসা বন্ধ কিভাবে করবেন?

এই পোস্টে দেখাবো কিভাবে মোবাইলে অপ্রয়োজনীয় ইমেইল/ জিমেইল আসা বন্ধ করবেন। 

কি জন্য এইসব ইমেইল আসে?

বেশিরভাগ ক্ষেত্রেই আপনি যখন কোন ওয়েবসাইটে ইমেইল এর মাধ্যমে রেজিস্ট্রেশন বা ইমেইল সাবমিট করেন তখন এই সকল ওয়েবসাইট বিভিন্ন তথ্য বা অফারের ইমেইল পাঠিয়ে থাকে। 


কিভাবে Spam ইমেইল বন্ধ করবেন?

অপ্রয়োজনীয় ইমেইল বা spam email আসা বন্ধ করার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন। 

  • প্রথমে আপনার ফোন থেকে Gmail app ওপেন করুন। এবং আপনার কাঙ্খিত ইমেইল লগইন করুন।
  • এবার যে ব্যক্তি বা প্রতিষ্ঠানের ইমেইল বন্ধ করতে চাচ্ছেন সেই ব্যক্তি বা প্রতিষ্ঠানের একটি ইমেইল ওপেন করুন।
  • এরপর ইমেইলের উপরের কোনায় 3 Dot এ ক্লিক করুন।

  • 3 Dot এ ক্লিক করার পর আপনার সামনে অনেক গুলো অপশন ওপেন হবে। এদের মধ্যে থেকে সবচেয়ে নিচে থাকা Block অপশন এ ক্লিক করুন।

Block করার পর উক্ত ইমেইল ব্লক হয়ে যাবে ফলে পরবর্তীতে আর কোনো ইমেইল আপনার কাছে আসবে না। এই রকম ভাবেই আপনি চাইলে আরো ইমেইল ব্লক করতে পারবেন।