Main menu

Pages

SEO কি? কেন শিখবেন? কিভাবে শিখবেন?

 ডিজিকাল মার্কেটিংয়ে এসইও (SEO) অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এসইও (SEO) ওয়েব সাইটের সফলতা অর্জন করতে বিশেষ ভূমিকা পালন করে।

এই পোস্টে এসইও কি? কিভাবে কাজ করে, এবং এটা ব্যবহারের উপকারিতা সম্পর্কে ধারণা দেওয়া চেষ্টা করবো। আপনি যদি SEO সম্পর্কে জানতে আগ্রহী তাহলে শেষ পর্যন্ত পড়ুন আশা করি এসইও সম্পর্কে বেসিক ধারনা পাবেন।



এসইও (SEO) কি?

এসইও এর পূর্ণ রূপ হল search engine optimization. SEO হলো এমন এক পদ্ধতি যা কোন ওয়েবসাইটকে বা ওয়েব পেইজকে ব্যবহারকারীদের সার্চ ফলাফলের তালিকায় প্রথম দিকে দেখানোর চেষ্টা করে।

সহজ ভাষায় SEO হচ্ছে একটা কৌশল যেটা আপনার ওয়েবসাইট বা ওয়েবসাইটের কোন পোস্ট বা পেইজকে সার্চ ইঞ্জিন ফলাফল অর্থাৎ কেউ গুগল সার্চ বা অন্য কোন সার্চ ইঞ্জিন কোন কিছু সার্চ দিলে সেটার ফলাফল প্রথম সারিতে আপনার ওয়েবসাইট রাখবে।

সার্চ ইঞ্জিন কি? 

Search engine মূলত একটা অনুসন্ধান ইঞ্জিন বা প্রোগ্ৰাম। এটা পুরো নেট দুনিয়ায় ছড়িয়ে রয়েছে তথ্য সংগ্রহের জন্য। যখন আপনি সার্চ ইঞ্জিনে কি সার্চ করেন তখন এই ইঞ্জিন তার তথ্য ভান্ডার থেকে আপনার সার্চ করা বিষয়ের সাথে মিল আছে এমন জিনিস গুলো খুঁজে বের করে আপনার সামনে সার্চ রেজাল্ট হিসাবে উপস্থাপন করে।

কেন এসইও করা হয়?

SEO করার মূল উদ্দেশ্য হল সার্চ ইঞ্জিন রেজাল্টে প্রথম সারিতে রাখা। এখন হয়তো আপনি মনে প্রশ্ন জাগছে যে সার্চ রেজাল্টের প্রথম সারিতে থাকা লাভ কি?

যখন কেউ কিছু সার্চ করে তখন সে সার্চ রেজাল্টের প্রথম ৪/৫ টাকা ওয়েবসাইট ভিজিট করে থাকে। যখন আপনার ওয়েবসাইট এই প্রথম ৪/৫ টা ওয়েবসাইটের মধ্যে থাকে তখন আপনার ওয়েবসাইটে ভিজিটরের পরিমাণ বেড়ে যায়। এবং আপনার ওয়েবসাইটের একটা বড় ফ্যান বেস তৈরি হয়। আর যদি আপনার সাইটটি একটা এফিলিয়েট সাইট বা অনলাইন দোকান হয় তাহলে বেশি ভিজিটর হলে সেল বেশি হওয়ার সম্ভাবনা থাকে।

এসইও কত প্রকার ও কি কি?

ওয়েবসাইটে এসইও করতে সবার প্রথমে আপনাকে জানতে হবে SEO কত প্রকার ও কি কি। এসইও সাধারণত দুই প্রকার। যথা:

১. অর্গানিক এসইও
২. পেইড এসইও

অর্গানিক এসইও কি?

একটা ওয়েবসাইটকে গুগল সার্চ রেজাল্টে প্রথম সারিতে আনতে বা গুগল সার্চ রেজাল্ট থেকে ভিজিটর পেতে ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন করা হয়। অর্গানিক এসইও বলতে বুঝায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এর সকল ধাপ যথাযথ ভাবে অনুসরণ করে ওয়েবসাইটকে সার্চ রেজাল্টের প্রথম সারিতে আনাই হল অর্গানিক এসইও।

পেইড এসইও কি?

পেইড SEO হল গুগলকে অর্থ প্রদানের মাধ্যমে যে এসইও করা হয়। গুগলে সার্চ দিলে মাঝে মাঝে সার্চ রেজাল্টের ডানে বা উপরে ভিন্ন রং এর কিছু লিংক থাকে। এগুলো সর্বদা সার্চ রেজাল্টের উপর থাকে। এই ধারনের সার্চ অপটিমাইজেশন কে পেইড এসইও বলে।

আবার অর্গানিক এসইও দুই প্রকার। যথা:
  1. On page SEO
  2. Off page SEO

অন পেজ এসইও (On page SEO)

ওয়েবসাইটের পোস্ট এবং পেইজে যে এসইও করা হয় তাই অন পেজ এসইও। অন পেজ এসইও অনেক গুলো বিষয় একসাথে করতে হয়। অন পেজ এসইও ওয়েবসাইট গুগল সার্চে রেংক করতে বিশেষ ভূমিকা পালন করে। এটাতে একটু ভুল হলে সার্চ থেকে ভিজিটর পাওয়া এবং প্রথম সারিতে ওয়েবসাইট রাখাটা খুব কষ্টকর হয়ে পড়ে।

অন পেজ এসইও তে যে সকল কাজ করতে হয় সেগুলো হলো:

১. ডোমেইন, ডোমেইন এড্রেস
২. পোস্ট শিরোনাম
৩. কিওয়ার্ড রিসার্চ
৪. কিওয়ার্ডের ব্যবহার
৫. Tags, হেডিং, ও আর্টিকেল লিখতে পদ্ধতি
৬. ওয়েব Analysis
৭. ইমেজ অপটিমাইজেশন
৮. ননকপি রাইট আর্টিকেল

অফ পেইজ এসইও (Off page SEO) 

ওয়েবসাইট প্রচার ও জনপ্রিয়তা বৃদ্ধি করার জন্য ভিন্ন জায়গায় ওয়েবসাইটের লিংক শেয়ার ও back link তৈরি করা হয় তাই অফ পেইজ এসইও। অফ পেইজ এসইও সাধারণত সার্চ ইঞ্জিনের বাইরে যেমন স্যোসাল মিডিয়া, অন্য কোন ওয়েবসাইট বা ভিডিও থেকে যে সকল ভিজিটর পেতে সহায়তা করে।

অফ পেইজ এসইও তে যে সকল কাজ করতে হয় সেগুলো হলো:

১. Back link তৈরি
২. স্যোসাল মিডিয়া মার্কেটিং
৩. ইমেইল মার্কেটিং
৪. ভিডিও সাবমিশন
৫. রিভিউ সাবমিশন

এসইও করতে কি কি প্রয়োজন?

SEO শেখা বা করার জন্য আপনার তেমন বিশেষ কিছু প্রয়োজন নেই। আপনি যেকোন স্মাটফোন বা কম্পিউটার দিয়ে এটা করতে বা শিখতে পারবেন।

এছাড়া প্রয়োজন কিন্তু tools এর। এই সকল tools ফ্রি এবং পেইড দুইটাই পাবেন। পেইড tools এর সুবিধা হল একটা tools এ অনেক কিছু পেয়ে যাবেন। আর ফ্রিতে আপনাকে একাধিক tools ব্যবহার করতে হতে পারে।

SEO কিভাবে শিখবো?

এসইও শেখার কোন শেষ নাই। Search engine যত উন্নত হবে SEO করার পদ্ধতিতেও কিছু কিছু পরিবর্তন আসবে। তাই একবারে এসইও শিখে তেমন সুবিধা করতে পারবেন না। আপনাকে এটার সাথে লেগে থাকতে হবে।

এসইও শেখার অনেক উপায় রয়েছে। অনলাইন বা কোন ব্যাক্তির কাছ থেকে আপনি এসইও শিখতে পারেন। অনলাইন যেমন: ইউটিউব, ফেসবুক ইত্যাদি থেকে ভিডিও দেখে অথবা অনলাইন কোর্স ভিডিও দেখে শিখতে পারেন। এছাড়া আপনি কোন ব্যক্তি বা ট্রেনিং সেন্টার থেকে সরাসরি লাইভ কাজ শিখতে পারবেন।

SEO করে কিভাবে আয় করবেন?

গুগল অ্যাডসেন্স: ভালোমানের আর্টিকেল লিখে সাথে সঠিক পদ্ধতিতে এসইও ব্যবহার করে আপনি প্রচুর ভিজিটর পাবেন। যত বেশি ভিজিটর পাবেন তত বেশি আয় সম্ভব গুগল এডসেন্স থেকে।

অ্যাফিলিয়েট মার্কেটিং: পন্য রিভিউ অথবা প্রোমোট করার জন্য এসইও ব্যবহার করতে পারেন। এতে আপনি খুব সহজেই ক্রেতা খুঁজে পাবেন এবং ভালো পরিমাণ অর্থ আয় করতে পারবেন।

মার্কেট প্লেস: মার্কেট প্লেসে অন্যদের ওয়েবসাইট এসইও করে দিয়ে অথবা আর্টিকেল লিখে দিয়ে আপনি আয় করতে পারবেন।

চুক্তিবিত্তিক কাজ: কোন ওয়েবসাইটের জন্য চুক্তি ভিত্তিক ভাবে আর্টিকেল লিখে দিয়ে ইনকাম সম্ভব। বর্তমানে লোকাল বা ইন্টারনেশনাল অনেক ব্যক্তি বা প্রতিষ্ঠান পেয়ে যাবেন যারা চুক্তি ভিত্তিক ভাবে এসইও করার জন্য লোক নিয়ে থাকে।