বর্তমানে আমাদের দেশে Chinese ROM ব্যবহারকারী সংখ্যা বেড়ে গেছে। Official ফোনের চেয়ে আনঅফিসিয়াল global ও Chinese ROM ফোনের দাম কম হওয়ায় দেশের স্মাটফোন ব্যবহারকারীরা Chinese ROM এর দিকে ঝুঁকছে বেশি।
চাইনিজ রম এ যেহেতু গুগল install থাকে না, সেই জন্য পরবর্তীতে গুগল ইনষ্টল করলে কিছু কিছু অ্যাপ এ সমস্যা দেখা দেয়। যেমন Chinese ROM বিকাশ লগইন সমস্যা দেখা দেয়। Bkash অ্যাপ ডাউনলোড করে প্রথম লগইন করার সময় ভেরিফিকেশন কোড অটোমেটিক বিকাশে enter হয় না। যার ফলে বিকাশে অ্যাপে লগইন করাতে অসুবিধা হয়।
এই পোস্টে দেখানোর চেষ্টা করবো কিভাবে Chinese ROM বিকাশ লগইন problem ঠিক করবেন। চলুন তাহলে দেখে নেওয়া কিভাবে সমস্যার সমাধান করতে হবে।
চাইনিজ রম এ বিকাশ লগইন সমস্যা
Chinese ROM এ বিকাশ এর সমস্যা সমাধান করার আগে অবশ্যই google play services ইনষ্টল করতে হবে। এরপর play store থেকে বিকাশ app ও install করে নিন। এরপর নিচের ধাপগুলো অনুসরণ করুন।
* প্রথমে ফোনের settings এ গিয়ে Apps থেকে Manage apps প্রবেশ করুন।
* এরপর Manage apps থেকে google play services খুঁজে বের করুন এবং প্রবেশ করুন।
* Google play services এ Permissions অপশন প্রবেশ করুন।
* এরপর google play services এ নিচের থাকা অপশন গুলো Allow করে দিন।
1. Get device info
2. Get location info
3. Service SMS
4. Read SMS massage
5. Access phone app
6. Send SMS massages
7. Send MMS messages
8. Read your Contacts
এই সকল permission গুলো allow করে দেওয়া হয়ে গেলে এখন বিকাশ app এর কাজ শুরু হবে।
প্রথমে manage app থেকে বিকাশ app খুঁজে বের করুন।
এরপর bkash এর permissions অপশনে গিয়ে নিচের Permissions গুলো Allow করে দিন।
1. Get device info
2. Send MMS messages
3. Read your Contacts
এই সব permissions গুলো Allow করার পর এবার বিকাশে লগইন করার চেষ্টা করুন SMS ভেরিফিকেশন হয়ে যাবে।
আশা করি এই পদ্ধতিতে আপনার বিকাশ লগইন ভেরিফিকেশন কোডের সমস্যা সমাধান হয়ে যাবে। যেকোনো সমস্যার সমাধান পেতে কমেন্ট করে আমাদের জানাতে পারেন।