নতুন ব্লগ সাইট খোলার সময় অনেকের মনে প্রশ্ন আসে Blogger vs WordPress কোনটা ভালো কোনটা ব্যবহার করা উচিত?
বর্তমানে অনলাইন Blogger vs WordPress ছাড়াও আরো অনেক CMS (content management system) রয়েছে। কিন্তু ব্লর্গার ও ওয়ার্ডপ্রেশ অন্যা গুলো থেকে অনেক জনপ্রিয়।
অনলাইনে বর্তমানে ৩৪% বেশি ওয়েবসাইট WordPress ব্যবহার করে তৈরি। এবং মাত্র ১% বেশি Blogger দিয়ে তৈরি।
এই দুইটা প্লটফম ব্যবহার খুব সহজ এবং খুব সহজেই একটা ব্লগ সাইট তৈরি, editing ইত্যাদি করা যায়।
অনলাইনে বর্তমানে ৩৪% বেশি ওয়েবসাইট WordPress ব্যবহার করে তৈরি। এবং মাত্র ১% বেশি Blogger দিয়ে তৈরি।
এই দুইটা প্লটফম ব্যবহার খুব সহজ এবং খুব সহজেই একটা ব্লগ সাইট তৈরি, editing ইত্যাদি করা যায়।
Blogger vs WordPress
Blogger
ব্লগার হল উন্মুক্ত ব্লগ তৈরি করার সাইট। ২০০৩ সালে গুগল এটিকে নিকে নেয় এবং নিজস্ব সার্ভারে এটিকে হোস্ট করে। ব্লগার সম্পূর্ণ ফ্রি একটা প্লাটফর্ম। এটা আপনাকে আপনার ব্লগের জন্য প্রয়োজনীয় হোস্টি এবং একটা সাব ডোমেইন প্রদান করে থাকে।
যেহেতু এটা গুগলের একটা সেবা এখানে যেমন সুবিধা রয়েছে তেমনি অনেক বিধিনিষেধ ও রয়েছে। আর এইসব বিধিনিষেধ লঙ্ঘন করলে বা হলে আপনার দীর্ঘদিনের পরিশ্রম এক নিমিষেই শেষ হয়ে যাবে। বিধিনিষেধ ছাড়া ব্লগারে অনেক সুবিধাও রয়েছে।
Blogger এর সুবিধা সমূহ
- Blogger.com সাধারণ এবং ব্যবহারকারী বান্ধব। এটা যদি শুধু মাত্র কয়েকটা ধাপ আপনি একটা ব্লগার সাইট তৈরি করতে পারবেন। এবং এটাকে ম্যানেজ করাও খুব সহজ।
- Blogger সবচেয়ে বড় সুবিধা হলো এখানে আপনি আনলিমিটেড ফ্রি হোস্টিং পাচ্ছে। এবং এর স্পিড ও অনেক ভালো। আরো একটা বড় সুবিধা হলো সার্ভার ডাউন বা এই জাতীয় সমস্যা নেই বললেই চলে।
- এটা আপনাকে ফ্রি সাব ডোমেইন প্রদান করে। আপনি চাইলে পরবর্তিতে হাই লেভেলে ডোমেইন সেট করতে পারবেন।
- Blogger আপনাকে ফ্রি SSL certificate দিবে।
- ব্লগারে on page SEO দেওয়া থাকে তাই এটা আপনাকে বিশেষ একটা সুবিধা প্রদান করে ট্রাফিক জেনারেট করতে।
- যেহেতু এটা গুগলের প্লাটফর্ম তাই হ্যাকার বা অন্য কোন মাধ্যমে আপনার তথ্য হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কম।
অসুবিধা সমূহ
- Blogger এ features অনেক কম। এবং আপনি চাইলেই কোন নতুন features এড বা ডিলিট করতে পারবেন না।
- যদি আপনি google adsense বাদে অন্য কোন এড নেটওয়ার্কের সাথে যুক্ত হতে চান তাহলে আপনাকে হাই লেভেলে ডোমেইন কেনা লাগতে পারে। কারন অনেক এড নেটওয়ার্ক আছে যারা সাব ডোমেইন approve করে না।
- আপনার ব্লগের root folder এ যে ফাইলগুলো আছে সেটিকে কখনোই অ্যাক্সেস করতে পারবেন না।
- কপি রাইট জিনিস ব্যবহার করলে ব্লগ বন্ধ করে দেয় হতে পারে।
- SEO এর জন্য blogger এ কিছু limited features পাবেন যার কারণে সার্চ ইঞ্জিনে করতে blogger কে বেশি সময় নিতে হয়।
- কোন কারনে আপনার জিমেইল disable হয়ে গেলে আপনার ব্লগ বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।
WordPress
ওয়ার্ডপ্রেস হচ্ছে বর্তমানের সব চেয়ে জনপ্রিয় এবং শক্তিশালী কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS) প্লাটফর্ম। ২০০৩ সালে এটা প্রথম আত্মপ্রকাশ করে। এটা একটা ফ্রি CMS প্লাটফর্ম। WordPress ব্যবহার করে কোন প্রকার পিএইচপি, মাইএসকিউএল বা এইচটিএমএল জ্ঞান ছাড়াই একটি প্রোফেশনাল মানের ওয়েবসাইট তৈরি করা সম্ভব। বর্তমানে অনলাইনে ৩৪% বেশি ওয়েবসাইট wordpress দিয়ে তৈরি।
WordPress এর সুবিধা সমূহ
- এটা সম্পূর্ণ ফ্রি।
- ওয়ার্ডপ্রেস ব্যবহার করার জন্য কোনো প্রকার কোডিং জ্ঞান ছাড়াই ওয়েবসাইট তৈরি করা সম্ভব।
- প্লাগইন ব্যবহার করে ওয়েবসাইটকে আরো সুন্দর এবং আকর্ষণীয় করা যায়।
- আপনার ব্লগের root folder এ যে ফাইলগুলো আছে সেটিকে অ্যাক্সেস করতে পারবেন।
- এটা দিয়ে আপনি বিভিন্ন ধরনের ওয়েবসাইট তৈরি করতে পারবেন।
- সার্চ ইঞ্জিন বান্ধব।
- আপনার ওয়েবসাইটে নিয়ন্ত্রণ আপনার কাছে থাকে।
অসুবিধা সমূহ
- ওয়ার্ডপ্রেস ফ্রি হলেও এটা চালানোর জন্য আপনাকে হোস্টিং ও ডোমেইন কিনতে হবে।
- সাইটের নিরাপত্তা আপনার উপর নির্ভর করে।
কোনটা ব্যবহার করা উচিত
Blogger ও wordpress এই দুইটার মধ্যে কোন আপনার জন্য সঠিক সেটা কয়েকটা বিষয়ের উপর নির্ভর করে। আপনার ওয়েবসাইটে ধরন, ওয়েবসাইটের আঁকার, আপনার পছন্দ ইত্যাদি বিষয় বিবেচনা করে তারপর আপনার প্লাটফর্ম নির্বাচন করুন।
যদি আপনি নিজে ছোট একটা ব্লগ সাইট চান যেখানে আপনি দৈনিক এক বা দুইটা আর্টিকেল পোস্ট দিবেন। এবং আপনি বেশি কোন টাকা খরচ করতে চান না, আপনার তেমন customize এবং অপ্টিমাইজের ঝামেলা না চান তাহলে আপনার জন্য blogger খুব ভালো কাজে আসতে পারে।
আর যদি আপনার সাইটটি বড় হয়, আপনি নিজের ইচ্ছা মত বিশেষ কিছু ফিচার ব্যবহার করতে চান এবং আপনি আপনার ওয়েবসাইটে জন্য টাকা খরচ করতে রাজি থাকেন তাহলে WordPress আপনার জন্য।
আমার মতামত
যদি আপনি ব্লগিং শিখতে চান বা এই সম্পর্কে ধারণা নিতে চান তাহলে আপনি blogger ব্যবহার করুন।
আর যদি আপনি প্রফেশনাল ব্লগিং করতে চান এবং সেখান থেকে ইনকাম করতে চান তাহলে আপনার জন্য WordPress সবথেকে ভালো ব্লগিং প্লাটফর্ম হবে।