Main menu

Pages

টাকা বাঁচানোর কিছু উপায়

 টাকা আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। টাকার বেহিসেবী খরচ মাস শেষে অর্থ সংকটে ভোগায় আবার প্রয়োজনের সময় টাকার অভাবে ভোগায়। আর সমস্যা সাথে যেন আমরা সবাই কমবেশি পরিচিত। অনেকেই চেষ্টা করি কিছু টাকা বাঁচানোর কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মাস শেষে সেই অর্থে সংকট দেখা দেয়। টাকার এই বেহিসেবী খরচ থেকে কিভাবে বাঁচবেন টাকা বাঁচাবেন সেই সম্পর্কে কিছু টিপস শেয়ার করবো।



টাকা বাঁচানোর কিছু উপায় 

  • হিসাব লিখে রাখা অভ্যাস করুন।
  • আপনার খরচের অভ্যাস সম্পর্কে মিতব্যয়ী ও সচেতন হোন।
  • আপনি যে পণ্যটি কিনছেন তার আসল দাম জানার চেষ্টা করুন।
  • ব্র্যান্ড এর নাম দেখে পণ্য কেনা থেকে বিরত থাকুন।
  • দৈনিক কিছু টাকা জামানোর চেষ্টা করুন।
  • কুপন এবং ডিসকাউন্ট এর সুবিধা নেওয়ার চেষ্টা করুন।
  • অপ্রয়োজনীয় জিনিস কেনা থেকে বিরত থাকুন।
  • অনলাইন শপিং এর মাত্রা কমিয়ে দিন।
  • সবজি বা মদি পন্য অনলাইন থেকে না কিনে মুদি দোকান থেকে কিনুন। সেক্ষেত্রে দামাদামি করার সুযোগ পাবেন।
  • অনলাইন শপিং এর ক্ষেত্রে কমদামে পণ্য যেখানে পাওয়া যায় এবং ডেলিভারি চার্জ ফ্রি বা সবচেয়ে কম সেখান থেকে শপিং করুন।
  • কম দূরত্বের ক্ষেত্রে রিক্সা ব্যবহার না করে হেঁটে বা গণপরিবহন ব্যবহারের চেষ্টা করুন। এতে কম খরচে যাতায়াত করতে পারবেন।