আমাদের ফোনে অনেক জিনিসের ছবি (image) থাকে। এবং তাদের অনেকগুলো গুরুত্বপূর্ণ হয়ে থাকে। অনেক সময় ভুল বসত বা অন্য কোনো কারণে সেই সকল ছবি ডিলিট করি বা করে ফেলি। কিন্তু কিছু দিন পর অনেক সময় ডিলিট photo গুলোর প্রয়োজন দেখা দেয়। কিন্তু ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনা কি সম্ভব এই প্রশ্ন থেকেই যায়।
কিছুদিন আগে পর্যন্ত Android ফোন দিয়ে ডিলিট করা ছবি ফিরিয়ে আনা সম্ভব না হলেও এখন আপনি চাইলে মোবাইল থেকে ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনাতে পারবেন।
এই পোস্টে এমন কয়েকটি Android app এর সাথে পরিচয় করিয়ে দিবো যেগুলো ব্যবহার করে মোবাইলের ডিলিট হওয়া ছবি ফিরিয়ে আনতে পাবেন। চলুন তাহলে দেখে যাক মোবাইল থেকে ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার উপায়।
মোবাইল থেকে ডিলিট হওয়া ছবি ফিরে পাওয়ার উপায়
DiskDigger
নিচে DiskDigger দিয়ে কিভাবে Delete photo recover করবেন তা ধাপে ধাপে দেখানো হলো:
- Google play store থেকে app টা ডাউনলোড করে নিন।
- এরপর app টি আপনার ডিভাইসের Storage Access চাইবে সেটা Allow করে দিন।
- এরপর অ্যাপ টি আপনার Storage এর Folder গুলো থেকে থেকে Delete হওয়া ছবি গুলো search খুঁজে বের করতে শুরু করবে। এটা কিছুটা সময় নিবে ডিলিট হওয়া ছবি গুলো ব্যাকআপ এ আনতে। আপনি ব্যাকআপ হতে থাকে অবস্থায় ছবি গুলো দেখতে পারবেন।
- একবার সার্চ প্রসেস সম্পূর্ণ হলে আপনি যে ছবি গুলো Restore করতে চাচ্ছেন সেগুলো সিলেক্ট করুন এবং Recover এ ক্লিক করুন।
- এরপর আপনার সামনে এই রকম একটা window open হবে এখান থেকে Save the files to customer location on your device সিলেক্ট করুন। আপনি চাইলে আপনার file manager এ নির্দিষ্ট ফাইল তৈরি করে সরাসরি সেখানে রাখতে পারবেন এই অপশনে মাধ্যমে।
- আপনার ডিলিট হওয়া ছবি গুলো রিকভার হয়ে গেছে এবার আপনি চাইলে সেগুলো gallery বা file manager থেকে দেখতে পারবেন।
Restore Image (Super Easy)
Delete হওয়া ছবি ফিরে পেতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
- Google play store এ গিয়ে Restore Image (Super Easy) লিখে সার্চ দিন এবং অ্যাপটি ডাউনলোড করে install করুন।
- অ্যাপটি ওপেন করুন এবং যাবতীয় permissions দিয়ে দিন।
- অ্যাপ ওপেন করার পর আপনার সামনে এই রকম কতগুলো অপশন আসবে। প্রথম অপশনে ক্লিক করুন। এরপর অ্যাপ কিছুটা সময় নিবে Delete হওয়া ছবি গুলো রিস্টোর করতে। Restore হওয়ার পর আপনি ছবি এবং ছবি গুলো কোন Folder এ ছিল ডিলিট হওয়ার আগে তাও দেখতে পারবেন।