Main menu

Pages

গুগল এডসেন্স এর সেরা কিছু বিকল্প

 নতুন ব্লগারা সব সময় চায় তাদের ওয়েবসাইট থেকে যেনো কিছু আয় করা সম্ভব হয়। আর যখনি ওয়েবসাইট দিয়ে আয়ের কথা আসে তখনি আমাদের মাথা আসে গুগল এডসেন্স এর কথা।

বর্তমানে গুগল এডসেন্স হচ্ছে সবচেয়ে লাভজনক এবং জনপ্রিয় monetization platform হিসাবে বিবেচিত হয়। সাইটে খুব কম ভিজিটর থাকলেও এডসেন্স এর মাধ্যমে ভালো পরিমাণ আয় করতে পারবেন। 

কিন্তু adsense monetization পাওয়া নতুন ব্লগারদের জন্য সহজ কাজ নয়। অনেকেই মাসের পর মাস চেষ্টা করেও নিজের ব্লগকে এডসেন্স এর জন্য তৈরি করতে পারে না।

এক্ষেত্রে গুগল এডসেন্স যদি আপনার ওয়েবসাইটে বা ব্লগে এড দেখানোর অনুমতি না দেয় বা ওয়েবসাইট এডসেন্স এর জন্য উপযুক্ত না হয়, তাহলে আপনার কাছে এটাই ভালো সময় এডসেন্স এর সেরা কিছু বিকল্প খুঁজে সেটা ব্যবহার করা। 

এখন আপনি বলতে পারেন যে, এই বিকল্প গুলো কি এডসেন্স থেকে ভালো। (Google adsense alternative)

বা, এডসেন্স এর বিকল্প কিছু monetization platform গুলো দিয়ে কি এডসেন্স এর মতো ইনকাম সম্ভব?

অবশ্যই পারবে, তবে এটা আপনার ব্লগের niche বা বিষয় এবং ব্লগের আশা ভিজিটর এর পরিমাণ ও দেশের উপর নির্ভরশীল, এখানে এডসেন্স এর বিকল্প কিছু এড নেটওয়ার্ক রয়েছে যেগুলো ব্যবহার করলে গুগল এডসেন্স এর চেয়ে বেশি আয় করা সম্ভব। 

কিন্তু গুগল এডসেন্স হচ্ছে ব্লগারদের জন্য সেরা একটি এড নেটওয়ার্ক সার্ভিস যেটা সাইটে অল্প ভিজিটর থাকলেও ভালো পরিমাণ আয়ের সুযোগ করে দেয়।

কারন এডসেন্স contextual এবং user interest এড দেখিয়ে আয় করার সুযোগ করে দেয়। যেহেতু contextual এবং user interest এড দেখানো হয় সে জন্য খুব কম ভিজিটর থাকলেও ভালো পরিমাণ আয়ের একটা সুযোগ থাকে গুগল এডসেন্সে।

এই জন্যই সব ব্লগার চেষ্টা করে গুগল এডসেন্স এপ্রুভ পেতে।

কিন্তু, যদি কোন কারনে আপনার সাইট গুগল এডসেন্স এপ্রুভ না পায় তাহলে হতাশ না হয়ে এডসেন্স এর বিকল্প নিয়ে কাজ শুরু করে দিন।

এই আটিকেল এ এমন কিছু adsense alternative সম্পর্কে জানবো যেগুলো সত্যি গুগল এডসেন্স এর অনেক ভালো বিকল্প।

এবং  ওয়েবসাইট গুলো ব্যবহার করে গুগল এডসেন্স ছাড়াই বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারবেন। 



Best Google Adsense Alternatives for Blogger 

নিচে যে ad network গুলো সম্পর্কে বলা হবে এগুলো গুগল এডসেন্স এর সেরা বিকল্প ওয়েবসাইট, ব্লগ এ এড দেখিয়ে আর করার সেরা মাধ্যম। 

Infolink

Google Adsense এর বিকল্প যদি কোন ভালো এবং বেশি আয় করতে পারা যায় এমন কোন advertisement network থাকে সেটা হলো infolink.

Infolink publisher এ একাউন্ট তৈরি করে, আপনার ওয়েবসাইট বা ব্লগে এদের এড কোড বসাতে হবে। তারপর এরা video, native ও banner ads দেখাতে শুরু করবে আপনার ওয়েবসাইটে এবং, এর মধ্যে আপনি টাকা আয় করতে পারবেন।

বর্তমানে প্রায় দুই লক্ষ পাবলিশার্স infolink ব্যবহার করে তাদের ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখিয়ে আয় করতেছে।

এখানে minimum payout ৫০ ডলার। এখান থেকে PayPal বা bank wire transfer এর মধ্যে পেমেন্ট নিতে পারবেন। এখানে গুগল এডসেন্স এর মতো কোনো address verification এর ঝামেলা নাই। 

Media.net 

যদি Adsense এর মতো কোনো বিকল্প advertisement network খুঁজে থাকেন তাহলে Media.net সবচেয়ে সেরা। এটার সব কিছুই গুগল এডসেন্স এর মতো।

মিডিয়াডট নেট গুগল এডসেন্স এর মতো Contextual এবং interest based ads দেখায় বলে খুব সহজেই আপনার ইনকাম বাড়াতে পারবেন এটা দিয়ে।

এখানে, native ads, contextual ads এবং banner ads এর মাধ্যমে আপনার ওয়েবসাইট বা ব্লগ এ বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করতে পারবেন।

মিনিমাম payout ১০০ ডলার যা bank wire transfer ও PayPal এর মধ্যে নিতে পারবেন।

Adsense এর মতো media.net এ কিছু নিয়ম রয়েছে, একাউন্ট তৈরি করে আপনার ওয়েবসাইট বা ব্লগ সাইট এড করার ৪৮ ঘন্টার মধ্যে তারা আপনাকে একটা রিভিউ দিবে সেখানে আপনার ওয়েবসাইট বিজ্ঞাপন দেখানোর জন্য প্রস্তুত কিনা তা জানিয়ে দেয়া হবে। 

Revcontent – Native advertising platform

Adsense Alternatives এর মধ্যে অন্যতম একটা এড নেটওয়ার্ক হল Revcontent. তবে এতে কিছু নিয়ম রয়েছে। আপনার ওয়েবসাইট বা ব্লগে প্রতিমাসে কমপক্ষে ৫০,০০০ ভিজিট আসতে হবে। তাহলেই, এরা আপনার ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখাবে।

এজন্য ছোট publisher এখানে কাজ করতে পারবেন না।

এছাড়াও শুধু মাত্র হাই কোয়ালিটির ট্রাফিক ও ইংলিশ আটিকেল থাকলেই এখান থেকে ওয়েবসাইটে বা ব্লগে বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করতে পারবেন।

মিনিমাম ৫০ ডলার হলে পেমেন্ট PayPal এর মধ্যে নিতে পারবেন। প্রতি মাসে একবার পেমেন্ট তুলতে পারবেন।

Propeller ads – Best adsense alternative 

ব্লগারেরা সর্বদা চায় একটা বিশ্বস্ত ad network এর সাথে কাজ করতে। এক্ষেত্রে বেশিরভাগ ব্লগারেরা adsense ও media.net এর মতো এবং নেটওয়ার্কে বিশ্বাসী মনে করে।

এক্ষেত্রে Propeller ads ও অনেক বিশ্বাসী এবং এরা দীর্ঘদিন ধরে সার্ভিস প্রদান করে আসছে। যদি এডসেন্স আপনার ওয়েবসাইট রিজেক্ট করে তাহলে দেরি না করে এসব বিকল্প থেকে একটা বেছে নিন।

Propeller ads এ আপনি বিভিন্ন ধরনের এড দে দেখতে পাবেন। যেমন: 
  • Popunder
  • Native direct ads
  • Dialog ads
  • Banner ads
  • Push notifications ads 
কিন্তু এই সকল এড থেকে কিছু কিছু এড সিষ্টেম ব্যবহার করতে হলে আপনার কিছু নিয়ম মেনে চলতে হবে।

এছাড়া propeller ads এ সকল প্রকার সাইটে বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করা সম্ভব। 

মিনিমাম ৫ ডলার হলে পেপার এর মধ্যে টাকা তুলে পারবেন। এছাড়াও bank wire transfer সিষ্টেম ও রয়েছে এদের।

[Note: Propeller ads এ Adult ads দেখানো হয়ে থাকে। এই জন্য এটা ব্যবহারের আগে আপনাকে ভেবে নিতে হবে। এবং এগুলো বন্ধ করার অপশন থাকলেও এগুলো বন্ধ হয় না বলে এদের ব্যবহারকারীদের দাবি।]

A-ads 

Adsense এর বিকল্প হিসাবে A-ads অনেক ভালো। এখানে কোন ঝামেলা ছাড়াই যেকোনো সাইটে এদের বিজ্ঞাপন দেখিয়ে ইনকাম করতে পারবেন।

এখানে শুধু মাত্র Banner ads পাওয়া যায়। এবং এদের ads loading speed অনেক দ্রুত। সকাল প্রকার ওয়েবসাইটে এরা বিজ্ঞাপন দেখায়।

মিনিমাম 0.001 BTC হলে Coinbase দিয়ে টাকা তুলেতে পারবেন।

যদি হাইকোয়ালিটি ট্রাফিক হয় তাহলে খুব দ্রুতই 0.001 বিটিসি করা সম্ভব। কিন্তু বাংলাদেশী ট্রাফিক দিয়ে এটা থেকে আয় করা একটু কঠিন হয়ে যাবে। 

Adsterra – Best adsense alternative 

যদি আপনার ওয়েবসাইটে বা ব্লগের জন্য এডসেন্স এর বিকল্প খুঁজতেছেন তাহলে adsterra একটি সেরা ads network সার্ভিস হতে পারে আপনার জন্য।

Propeller ads এর মতো এটাও একাধিক ধরনের এড দিয়ে থাকে। 
  • Popunder
  • Native direct ads
  • Dialog ads
  • Banner ads
  • Push notifications ads
সর্বনিম্ন ১০০ ডলার হলে পেপার বা bank wire transfer এর মধ্যে আপনার আয় করা টাকা তুলতে পারবেন।

[Note: Adsterra এ Adult ads দেখানো হয়ে থাকে। এই জন্য এটা ব্যবহারের আগে আপনাকে ভেবে নিতে হবে। এবং Ad network টা ব্যবহারের সময় আপনাকে সেটিং গুলো দিকে সঠিকভাবে নজর দিতে হবে।]