ব্যবসা হোক বা অন্য কোন সার্ভিসের জন্য বর্তমানে একটা ওয়েবসাইটে গুরুত্ব অনেক বেশি। একটা ওয়েবসাইট সহজেই পারে একটা ব্যবসাকে আরো প্রফেশনাল এবং সফল করতে। ওয়েবসাইটের মাধ্যমে আপনি সহজেই আপনার ব্যবসা বা সার্ভিস সমূহ বিশ্বের যেকোন প্রান্তে ছড়িয়ে দিতে পারবেন।
এই পোস্টে ওয়েবসাইট তৈরি করতে কি কি প্রয়োজন এবং কিভাবে তৈরি করবেন তা সম্পর্কে ধারণা দেওয়া চেষ্টা করবো।
ওয়েবসাইট তৈরি করতে কি কি প্রয়োজন?
নতুন ওয়েবসাইট তৈরি করতে বিশেষ কিছু জিনিসে প্রয়োজন পড়ে।
১. ডোমেইন
২. হোস্টিং
৩. SSL certificate
৪. কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম
ডোমেইন
ডোমেইন নাম হচ্ছে কোন ওয়েবসাইট নাম এবং এড্রেস। এইটা অনলাইনে আপনার ওয়েবসাইটকে খুঁজে পেতে সহায়তা করে। ডোমেইন ছাড়াও ওয়েবসাইট তৈরি করা যায় কিন্তু সেই ওয়েবসাইটা অনলাইনে খুঁজে পেতে কষ্টকর হয়ে পড়ে। কারন সেটার এড্রেস হিসাবে একাধিক নাম্বার ব্যবহার করা হয় যা সহজে মনে রাখা যায় না। এই জন্য প্রফেশনাল ওয়েবসাইটের জন্য ডোমেইন প্রয়োজন।
হোস্টিং
ওয়েব হোস্টিং মূলত হচ্ছে একটা স্টোরেজ সিস্টেম। এটা একটা ওয়েবসাইটের সকল ধরনের ফাইল, ইমেজ ইত্যাদি সংরক্ষিত রাখে।
ওয়েব hosting এর আর একটা বিশেষ কাজ রয়েছে এটা আপনার ওয়েবসাইটকে পৃথিবীর যেকোন প্রান্ত থেকে অ্যাক্সেসযোগ্য করে তোলে।
SSL certificate
SSL এর পূর্ণ রূপ হল Secure Sockets Layer. এটা আপনার এবং কাষ্টমারের মধ্যে একটা Encrypted Secure Connection তৈরি করে যা কাষ্টমারের তথ্য Secure এবং Trustworthy রাখতে সাহায্য করে।
এটা কাষ্টমাদের তথ্য যেমন, Login Name, Password, Pin Code, Payments Details (ডেবিট ও ক্রেডিট কার্ড নম্বর) ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য নিরাপদে রাখে।
সাধারণত, যেসব ওয়েবসাইটে SSL থাকে সেসব ওয়েবসাইট অ্যাড্রেস বা URL এর শুরুতে https:// বা একটা লক আইকন দেওয়া থাকে। আর যে সব সাইটে URL এর শুরুতে http:// দেখবেন সে সব সাইটে SSL Certificate দেয়া নাই।
কন্টেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম (CMS)
Content management system হল একটা ওয়েব প্রোগ্ৰাম যেটা ওয়েবসাইটে কন্টেন্ট যেমন, পোস্ট, ছবি, ভিডিও, অডিও এবং ফাইল সমূহ নিয়ন্ত্রণ করা যায়।
CMS দ্বারা ওয়েবসাইটের ডিজাইন পরিবর্তন এবং তা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এছাড়া এটা ব্যবহার করে আপনি আপনার ওয়েবসাইট বিস্তারিত তথ্য যেমন: পোস্ট সংখ্যা, ভিজিটরের সংখ্যা, কোন পোস্ট বেশি ভিজিট হচ্ছে ইত্যাদি তথ্য জানতে পারবেন।
ওয়েবসাইট তৈরি জন্য একাধিক CMS প্রোগ্ৰাম পেয়ে যাবেন। কিন্তু বর্তমানে WordPress সবচেয়ে জনপ্রিয় CMS প্রোগ্রাম। এটা ব্যবহার ও নিয়ন্ত্রণ অনেক সহজ।
কোথায় পাবেন এইগুলো?
বাংলাদেশ বা আন্তর্জাতিক অনেক কম্পানি রয়েছে যারা এই সকল সার্ভিস দিয়ে থাকে। আপনি চাইলে একটা ওয়েবসাইট থেকে সব গুলো সার্ভিস কিনতে পারেন না হয় একাধিক কম্পানি থেকে কিনতে পারেন। একাধিক কম্পানি থেকে সার্ভিস কিনলে ওয়েবসাইট খোলার প্রক্রিয়ায় কোন পরিবর্তন আসবে না।
ওয়েবসাইট খুলতে কত টাকা লাগে?
এই প্রশ্নটা সবাই কমবেশি করে থাকে। এটার সঠিক উত্তর দেও সম্ভব নয়। কারন এক এক কম্পানির হোস্টিং ও ডোমেইনের দাম এক এক রকম হয়ে থাকে।
আর ওয়েবসাইটের ধরনের উপরও এতে কত টাকা ব্যায় হবে তা অনেকটা নির্ভর করে। আপনি যদি প্রিমিয়ার কোন ওয়েবসাইট খুলতে চান তাহলে আপনাকে paid theme, plugin ইত্যাদি ক্রয় করতে হতে পারে।
কিন্তু যদি আপনি সাধারণ ব্লগ সাইট খুলতে চান ফ্রি theme, plugin দিয়ে তাহলে শুধু মাত্র ডোমেইন হোস্টিং দিয়ে ৫ থেকে ১০ হাজার টাকার মধ্যে বাজেট হওয়া উচিত।