আপনার ওয়েবসাইট বা ইন্টারনেট সম্পর্কে ধারণা থাকে তাহলে আপনি ওয়েবসাইট ভিজিটর বা ট্রাফিক শব্দের সাথে পরিচিত।
ওয়েবসাইটে ট্রাফিক একাধিক ধরন রয়েছে এবং তাদের ভ্যালু ও আলাদা আলাদা হয়ে থাকে। এই পোস্টে ওয়েবসাইট ট্রাফিক সম্পর্ক বিস্তারিত আলোচনা করবো।
ওয়েবসাইটে ট্রাফিক কি?
ওয়েবসাইট ট্রাফিক হল কোন ওয়েবসাইটে দশক দ্বারা প্রাপ্ত তথ্য সমূহ। এতে বট ট্রাফিক অন্তর্ভুক্ত করা হয় না।
সহজ ভাষায় ওয়েবসাইট ট্রাফিক হল কোন ব্যক্তি অনলাইন থেকে যখন কোন ওয়েবসাইট ভিজিট করে তখন সেটা ওয়েবসাইট ট্রাফিক হিসাবে গন্য করা হয়।
ওয়েবসাইট ট্রাফিক কত প্রকার ও কি কি?
ওয়েবসাইট ট্রাফিক সাধারণত ৪ প্রকার। যথা:
১. অর্গানিক ট্রাফিক
২. ডাইরেক্ট ট্রাফিক
৩. রেফার ট্রাফিক
৪. সোস্যাল মিডিয়া ট্রাফিক
অর্গানিক ট্রাফিক
অর্গানিক ট্রাফিক হল গুগল সার্চ বা অন্য কোন সার্চ ইঞ্জিন থেকে সার্চের মাধ্যমে ওয়েবসাইট ট্রাফিক পায় তাই অর্গানিক ট্রাফিক। এই জাতীয় ট্রাফিকে মূল সব চেয়ে বেশি।
ডাইরেক্ট ট্রাফিক
এই জাতীয় ট্রাফিক হল যখন কেউ কোন ব্রাউজারে ওয়েবসাইটের লিংক লিখে সরাসরি ভিজিট করে সেইগুলো হল ডাইরেক্ট ট্রাফিক।
এই জাতীয় ভিজিটর পাওয়া জন্য ওয়েবসাইটকে অনেক পপুলার হতে হবে।
রেফার ট্রাফিক
এই জাতীয় ভিজিটর সাধারণত পাওয়া যায় ব্যাকলিংক থেকে আছে। অন্য ওয়েবসাইট থেকে কোন লিংকের মাধ্যমে যখন কেউ আপনার ওয়েবসাইট ভিজিট করে তখন তাকে রেফার ট্রাফিক বলে।
এই জাতীয় ভিজিটর নির্ভর করে ওয়েবসাইট এ ব্যাকলিংক এর উপর। যত বেশি ব্যাকলিংক থাকতে তত বেশি রেফার ট্রাফিক পাওয়া সম্ভব।
সোস্যাল মিডিয়া ট্রাফিক
সোস্যাল মিডিয়া থেকে যখন ওয়েবসাইটের কোন লিংকের মাধ্যমে ওয়েবসাইট ভিজিট করা হয় তখন তা সোস্যাল মিডিয়া ট্রাফিক হিসাবে গন্য করা হয়। এই জাতীয় ভিজিটর এর মূল সবচেয়ে কম হয়।
এই জাতীয় ট্রাফিক পাওয়া জন্য সোস্যাল মিডিয়া মার্কেটিং ভালো ভাবে করতে হবে। সোস্যাল মিডিয়ায় বেশি বেশি আপনার ওয়েবসাইটের লিংক শেয়ার করতে হবে।
ওয়েবসাইটের জন্য ট্রাফিক কেন এত গুরুত্বপূর্ণ?
কোন ব্যবসা প্রতিষ্ঠান এর উন্নতি ও সাফল্য নির্ভর করে তার বিক্রেতার উপর। তেমনি ওয়েবসাইটের সাফল্য নির্ভর করে তার ভিজিটরের উপর।
ওয়েবসাইট যদি কোন এড নেটওয়ার্কে সাথে যুক্ত থাকে তাহলে আয়ের জন্য অবশ্যই ওয়েবসাইটে ট্রাফিক আনতে হবে। বিনা ট্রাফিকে ওয়েবসাইট থেকে কখনো আয় সম্ভব নয়।
আবার ওয়েবসাইট যদি কোন পন্য বা সেবা বিক্রয় করে থাকে তাহলে সেটা বিক্রির জন্য ওয়েবসাইট ট্রাফিক আনতে হবে। যত ট্রাফিক বাড়বে পন্য বিক্রির সম্ভবনা তত বেশি হবে।
কিভাবে ওয়েবসাইটে ট্রাফিক আনবেন?
ওয়েবসাইটে ট্রাফিক আনার একাধিক উপায় রয়েছে। সহজ এবং কার্যকর কিছু পদ্ধতি নিয়ে আলোচনা করবো।
SEO
এসইও হচ্ছে সবচেয়ে কার্যকর উপায় ট্রাফিক বাড়ানোর। SEO ব্যবহার করে খুব সহজেই আপনি হাই কোয়ালিটি ট্রাফিক আনতে পারবেন।
আপনি একবার কষ্ট করে সঠিক ভাবে SEO ব্যবহার করে একটা আর্টিকেল লিখলে এর পর কোন কিছু করা ছাড়াই আপনি গুগল থেকে ট্রাফিক জেনারেট করতে পারবেন।
Back link
ব্যাক লিংক হচ্ছে ট্রাফিক পাওয়ার আর একটা কার্যকর উপায়। ব্যাকলিংক করা একটু জটিল।
কিন্তু আপনি ব্যাকলিংক করার জন্য অনলাইনে গুগল ও ইউটিউবের মাধ্যমে সাহায্য পেতে পারেন।
সেখানে আপনি অনেক ভিডিও ও তথ্য পেয়ে যাবেন। যা ব্যাকলিংক করতে সাহায্য করবে।
সোস্যাল মিডিয়া
ফেসবুক, টুইটার, ইউটিউব ইত্যাদি মাধ্যম ব্যবহার করে আপনি সোস্যাল মিডিয়া ট্রাফিক নিতে পারবেন।
ফেসবুক পেইজ বা গ্ৰুপ তৈরি করে সেখানে ওয়েবসাইটের লিংক শেয়ার করে সহজেই ভিজিটর নিয়ে আসতে পারবেন।