Main menu

Pages

যে কারণে মোবাইলে ব্যাক কভার ব্যবহার করা উচিত নয়

স্মার্টফোন আছে কিন্তু ব্যাক কভার চিনেন না বা ব্যবহার করেন নাই এমন লোক নেই বললেই চলে। বর্তমানে বাজারে বিভিন্ন ডিজাইনের, রঙের, সাইজের ব্যাক কভার দেখা যায়। বিশেষ ফোনে সুরক্ষিত বা মোবাইলের ব্যাক কোন কিছু দিয়ে ঘষা না লাগে বা সৌন্দর্যের জন্য আমরা ব্যাক কভার ব্যবহার করে থাকি। কিন্তু অনেকেই জানেনা মোবাইলে back cover ব্যবহার করা আপনার ফোনের জন্য কতটা ক্ষতিকর। এই পোস্টে জানানোর চেষ্টা করবো যে কারণে মোবাইলে ব্যাক কভার ব্যবহার করা উচিত নয়।

ব্যাক কভার

মোবাইলে ব্যাক কভার সাধারণত ফোন পড়ে বা ঘষা লেগে দাগ হয়ে যাওয়ার হাত থেকে রক্ষা করতে ব্যবহার করা হয়। এছাড়াও ফোনের ব্যাক গ্লাসের হলে হাত থেকে শ্লিপ করে পড়ার হাত থেকে রক্ষা পাওয়া জন্য অনেকেই back cover ব্যবহার করে থাকে।

মোবাইলের back cover নানা ডিজাইন হয়ে থাকে। রাবার, প্লাষ্টিক, মেটেল ও চামড়ার হয়ে থাকে। তবে সাধারণত ডিজাইনের ভিত্তিতে back cover দুই ধরনের হয়ে থাকে।

১. ব্যাক কভার
২. ফ্লীপ কভার

এই দুই ধরনের cover ব্যবহার করে থাকি আমরা।


যে কারণে মোবাইলে ব্যাক কভার ব্যবহার করা উচিত নয় 

ব্যাক কভার ব্যবহার করা ফলে বিভিন্ন উপায়ে আপনার এবং আপনার ফোনের ক্ষতি হতে পারে। অনেকেই এই সম্পর্কে জানে না যার ফলে দূর্ঘটনা এবং ফোনের সমস্যা হতে পারে। চলুন তাহলে দেখা যাক কারন গুলো।

দ্রুত গরম হওয়া

হালকা ব্যবহার বা চার্জিং এর সময় ফোন অতিরিক্ত গরম হওয়া জন্য অনেক সময় back cover দায়ী হয়ে থাকে। এমনটা নয় যে ফোন গরম হওয়ার জন্য সবসময় back cover দায়ী তা নয় কিছু কিছু ক্ষেত্রে ফোনের সমস্যা বা এমনিতেই ফোন গরম হয়। কিন্তু back cover জন্য ফোন গরম হওয়াটা স্বাভাবিক বিষয়। কারন ব্যাক কভারের কারনে ফোনের হিট সহজে ছড়িয়ে যেতে পারে না এবং ফোনের পিছন ঢাকা থাকার কারণে বায়ু চলাচল বন্ধ হয়ে যায়, এই কারণে ফোন হালকা ব্যবহার বা চার্জিং এর সময় ফোন দ্রুত গরম হয়ে যায়।

এমনিতও Back cover লাগিয়ে ফোন চার্জ দেওয়া উচিত নয়। কারন চার্জিং এর সময় ব্যাটারি গরম হয় আর কভার লাগিয়ে বায়ু চলাচল বন্ধ করে দিলে ব্যাটারি তাপমাত্রা আরো দ্রুত বৃদ্ধি পায়। অনেক সময় ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে গেলে তা বিস্ফোরণ হয়ে দূর্ঘটনা ঘটতে পারে।

নেটওয়ার্ক সমস্যা

মোবাইলে নেটওয়ার্ক সমস্যা internet speed কম পাওয়ার জন্য অনেক ক্ষেত্রেই ফোনের back cover দায়ী। ব্যাক কভার ফোনের নেটওয়ার্ক রিভিভার বা আইসি তে নেটওয়ার্ক পৌঁছাতে বাঁধা সৃষ্টি করে ফলে নেটওয়ার্ক দূর্বল হয়ে যায়।

দাগ বা স্ক্রাচ পড়া

অনেকেই ফোনকে সুরক্ষিত ও দাগ বা স্ক্রাচ পড়ার হাত থেকে রক্ষা করার জন্য ব্যাক কভার ব্যবহার করে থাকে। কিন্তু অনেকেই জানেনা যে পড়ে বা এমনি দাগ বা স্ক্রাচ এর চেয়ে back cover ব্যবহারের ফলে ফোনের বডি তে বেশি দাগ বা স্ক্রাচ পড়ে।

ফোনে দীর্ঘদিন কভার লাগিয়ে রাখলে কভারের ভেতরে ধুলা বালি কণা গিয়ে তা ফোনের বডিতে দাগ বা স্ক্রাচ বসিয়ে দেয়। বিশেষ করে প্লাষ্টিক বডির ফোন গুলোতে কভার থেকে হওয়া দাগ বেশি পড়ে।

ফোনের ষ্টাইল

বর্তমানে ফোন আমাদের ব্যবহারিক ছাড়াও ফ্যাশনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মানুষ ফোন কেনার সময় এর লুক বডি ইত্যাদির দিকে বেশি নজর দেয়। আর আপনার সুন্দর ফোনের এই লুক অনেক অংশে নষ্ট করে দেয় ব্যাক কভার।

এছাড়াও ফোন আরো Thick করে দেয়, যা ফোনের user experience অনেকটাই নষ্ট করে দেয়। ফোন একহাতে ব্যবহার করা দুঃসাধ্য হয়ে যায়।

এরপর যদি আপনার মনে হয় একটা back cover আপনার ফোনের সুরক্ষার জন্য দরকার তবে তা সর্তকতার সাথে ব্যবহার করুন। চার্জিং বা গেমিং এর সময় কভার খুলে রাখুন এবং নিয়মিত কভার খুলে পরিষ্কার করুন।