ইউটিউব ভিডিও ডাউনলোড: YouTube হচ্ছে জনপ্রিয় অনলাইন ভিডিও শেয়ার ও মিডিয়া প্লাটফর্ম। আমরা সবাই কমবেশি YouTube এ ভিডিও দেখে থাকি। অনেক সময় গুরুত্বপূর্ণ ভিডিও ডাউনলোড করার প্রয়োজন পড়ে কিন্তু আমরা অনেকেই জানি না যে কিভাবে youtube video download করতে হয়।
যদি বর্তমানে ইউটিউব এ একটা নতুন ফিচার যুক্ত হয়েছে, যেখানে ইউটিউব ভিডিও সরাসরি YouTube এ ডাউনলোড করে অফলাইনে দেখতে পারবেন। কিন্তু এইটার সবচেয়ে বড় অসুবিধা হল, ডাউনলোড করা ভিডিও গুলো আপনার file manager এ আসবে না এবং আপনি mx player বা এই জাতীয় কোন মিডিয়া প্লেয়ার দিয়ে দেখতে পারবেন না ভিডিও গুলো আপনি শুধু মাত্র YouTube এ গিয়ে দেখতে পারবে। এছাড়াও এটা শুধু মাত্র YouTube mobile app ছাড়া আর কোথাও এই ফিচারটি পাবেন না।
তাই এই পোস্টে এমন কিছু উপায় সম্পর্কে জানাবো যেগুলো ব্যবহার করে আপনি মোবাইল এবং কম্পিউটার দুইটাতে youtube video download করতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক।
App
Android ফোনে ইউটিউব ভিডিও ডাউনলোড করার একটা উপায় হচ্ছে থ্যাডপার্টি app. বর্তমানে অনলাইনে অনেক অ্যাপ রয়েছে এই কাজের জন্য। কিছু এদের মধ্যে সবচেয়ে ভালো এবং ঝামেলা মুক্ত ডাউনলোড সিস্টেম এমন কয়েকটি অ্যাপ সম্পর্কে এখানে জানাবো।
স্ন্যাপটিউব বর্তমান ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য সবচেয়ে জনপ্রিয় অ্যাপ। SnapTube অ্যাপ ডাউনলোড করতে গুগলে SnapTube লিখে সার্চ দিলে এদের ওয়েবসাইট পেয়ে যাবেন সেখান থেকে ডাউলোড করে নিতে পারবেন কারণ এই অ্যাপ google play store এ পারবেন না।
YouTube ভিডিও ডাউনলোড করার জন্য ইউটিউব থেকে যেকোনো ভিডিও এর শেয়ার এ ক্লিক করে সেটা SnapTube এ ওপেন করলেই ভিডিও ডাউনলোড অপশন পেয়ে যাবেন। স্ন্যাপটিউব দিয়ে YouTube ছাড়াও আরো কিছু সোস্যাল মিডিয়ার ভিডিও ও ডাউনলোড করতে পারবেন। ভিডিও কোয়ালিটি 144p থেকে 4K পর্যন্ত সব ধরনের ভিডিও কোয়ালিটি পাবেন। এছাড়াও যেকোনো ভিডিও থেকে শুধু মাত্র অডিও ডাউনলোড করতে পারবেন।
টিউবমেট আর একটা YouTube video download করি অ্যাপ। এটা play store এ পারবেন না তাই ডাউনলোড APK থেকে ডাউনলোড করতে পারবেন। এটা অনেকটা SnapTube এর মতো সার্ভিস দিয়ে থাকে।
ভিডিও ডাউনলোড করার জন্য YouTube video শেয়ার এ ক্লিক করে সেটা TubeMate দিয়ে ওপেন করলে ডাউনলোড অপশন পেয়ে যাবেন। ইউটিউব ছাড়াও আরো কিছু সোস্যাল মিডিয়ার ভিডিও ডাউনলোড করার পারবেন এই অ্যাপ দিয়ে। ভিডিও কোয়ালিটি 144p থেকে 1080p পর্যন্ত সকল কোয়ালিটি পেয়ে যাবেন। এছাড়াও ভিডিও থেকে শুধু মাত্র অডিও ডাউনলোড করতে পারবেন এই অ্যাপ দিয়ে। তবে অডিও ডাউনলোড করার জন্য TubeMate অডিও প্রোসেস করার জন্য mp3 converter ব্যবহার করে থাকে, এজন্য আপনাকে আলাদা করে mp3 converter app ডাউনলোড করা লাগতে পারে।
Vidmate
ভিডমেট এর সাথে আমার অনেকেই পরিচিত। Vidmate হচ্ছে youtube video download করার আর একটা app. এটা play store এ পারবেন না তাই ডাউনলোড করতে APK ব্যবহার করতে পারেন।
Vidmate ইউটিউব ভিডিও ডাউনলোড কোয়ালিটি 240p থেকে 720p পর্যন্ত। আপনি আলাদা করে অডিও ডাউনলোড করতে পারবেন না। এছাড়াও এটা ব্রাউজার হিসাবেও কাজ করে।
Website
ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য অনলাইনে অনেক ওয়েবসাইট রয়েছে। যারা আইফোন বা কম্পিউটার ব্যবহার করেন তাদের জন্য এই সকল ওয়েবসাইট YouTube video download করতে সহায়তা করবে।
অনলাইনে ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য Savefrom অনেক জনপ্রিয় একটি ওয়েবসাইট। এটির নিজস্ব app ও chrome extension রয়েছে। এই সাইট থেকে ভিডিও ডাউনলোড করার দুইটা উপায় রয়েছে।
যেকোনো YouTube video এর url এর আগে “ss” যোগ করে (যেমন: www.ssyoutube.com/watch….) Enter দিলে সেটা সরাসরি ওয়েবসাইটে নিয়ে যাবে এবং ডাউনলোড এ ক্লিক করলে ভিডিও কোয়ালিটি দেখতে পাবেন। আপনার পছন্দের কোয়ালিটিতে ক্লিক করলে ভিডিও ডাউনলোড শুরু হয়ে যাবে।
এছাড়াও ভিডিও লিংক কপি করে ওয়েবসাইটে box এ পেষ্ট করে enter এ ক্লিক করুন তারপর ভিডিও কোয়ালিটি পাবেন সেখানে ক্লিক করার মাধ্যমে YouTube video download করতে পারবেন।
Savefrom এ ভিডিও কোয়ালিটি 144p থেকে 1080p পর্যন্ত পারবেন। কিন্তু বেশিরভাগ ভিডিও কোয়ালিটিতে অডিও অফ থাকে এবং যে সকল ভিডিও এর অডিও অফ থাকে সেগুলো চিহ্নিত করা থাকে। সেগুলো বাদে অন্য সকল কোয়ালিটি ভিডিও তে অডিও সমস্যা পাবেন না।
y2mate.com
এই ওয়েবসাইটি অনেকটা Savefrom এর মতো। তবে এতে কিছু ফিচার বেশি রয়েছে। ডাউনলোড সিস্টেম হচ্ছে: আপনি ইউটিউব থেকে যেকোনো ভিডিও এর লিংক কপি করে ওয়েবসাইটে থাকা box এ পেষ্ট করে দিয়ে ডাউনোডে ক্লিক করলে ডাউনলোড অপশন পেয়ে যাবেন।
এই সাইটে 144p থেকে 1080p পর্যন্ত ভিডিও কোয়ালিটি পাবেন। এছাড়াও mp3 ও Audio দুই ধরনের ফাইল ডাউনলোড করার অপশন ও পাবেন এই সাইটে।
সবশেষ: ইউটিউব ভিডিও ডাউনলোড করার জন্য উপরের কোন app বা ওয়েবসাইট আপনার বেশি ভাল লেগেছে সেটা কমেন্ট এ জানান। আর যেকোনো সমস্যা সমাধান পেতে কমেন্ট করুন।