Main menu

Pages

ইমেজ অপ্টিমাইজেশন কি?

 আপনার যদি একটা ওয়েবসাইট থাকে বা আপনার ওয়েবসাইটের প্রতি আগ্রহ থাকে তাহলে হয়তো আপনি ইমেজ অপ্টিমাইজেশন কথাটার সাথে পরিচিত।

ওয়েবসাইটের জন্য ইমেজ অপ্টিমাইজেশন অনেক জরুরী। এটা ওয়েবসাইটের কর্মক্ষমতা বৃদ্ধি করে। 



ইমেজ অপ্টিমাইজেশন কি?

ইমেজ অপ্টিমাইজেশন হলো ইমেজের কোয়ালিটি কোন পরিবর্তন না করেই ইমেজ ফাইল সাইজ ছোট করাকে ইমেজ অপ্টিমাইজেশন বলে।

অর্থাৎ আপনার একটা 5 mb ইমেজ কে অপ্টিমাইজ করে এর কোয়ালিটি কম না করে 2.5 mb বা এর কম করা যায়।

ইমেজ অপ্টিমাইজ করার পদ্ধতি:

সাধারণত ইমেজ অপ্টিমাইজ দুইটা পদ্ধতি রয়েছে।

১. ম্যানুয়ালি
২. স্বয়ংক্রিয়

ম্যানুয়ালি

ইমেজ অপ্টিমাইজেশনের ম্যানুয়ালি পদ্ধতি জটিল এবং সময় সাপেক্ষ। ম্যানুয়ালি ইমেজ অপ্টিমাইজ করার জন্য বিভিন্ন ধরনের photo editing সফটওয়্যার রয়েছে সেগুলো দিয়ে আপনি ইমেজ অপ্টিমাইজ করতে পারবেন।

স্বয়ংক্রিয়

স্বয়ংক্রিয় পদ্ধতি অনেক দ্রুত এবং সহজ। এই পদ্ধতিতে ইমেজ অপ্টিমাইজ করার জন্য অনেক ওয়েবসাইট ও wordpress plugin রয়েছে। 

ইমেজ অপ্টিমাইজ plugins

অনলাইনে বর্তমানে অনেক ইমেজ অপ্টিমাইজ plugins রয়েছে‌। এদের মধ্যে কিছু পেইড এবং কিছু ফ্রি। এই পোস্টে কিছু বেষ্ট plugins নিয়ে আলোচনা করবো।

reSmush.it

reSmush হল সম্পূর্ণ ফ্রি একটা ইমেজ অপ্টিমাইজ প্লাগইনস। এটা দিয়ে খুব সহজেই আপনি আপনার ওয়েবসাইট থাকা ইমেজ গুলো অপ্টিমাইজ করতে পারবেন। আমি নিজেও এটা ব্যবহার করি‌। কিন্তু কিছু কিছু theme এটার কিছু সমস্যা দেখা দেয়। Theme এর কারণে মাঝে মাঝে এই plugin ওয়েবসাইট slow করে দেয়। কিন্তু ইমেজ অপ্টিমাইজ করে plugin deactivate করে দিলেই সব ঠিক হয়ে যাবে।

বৈশিষ্ট্য সমূহ:

সম্পূর্ণ ফ্রি।
আনলিমিটেড ইমেজ অপ্টিমাইজ করতে পারবেন।
অগ্রিম ইমেজ অপ্টিমাইজেশান নির্ধারণ করতে পারবেন।
অপ্টিমাইজ এর আগে ইমেজ এর backup তৈরি করতে পারবেন। 

WP-Optimize

WP-Optimize শুধু একটা ইমেজ অপ্টিমাইজার না। এর কিছু অসাধারণ বৈশিষ্ট্য রয়েছে যেগুলো আপনার ওয়েবসাইট অপটিমাইজ করতে সহায়তা করবে। এটা আপনার ডাটাবেস থেকে অতিরিক্ত অপ্রয়োজনীয় ফাইল মুছে সক্ষম। এবং আপনার ক্যাশে সেটিংস সংশোধন করতে এবং স্ক্রিপ্টগুলি মাইনাইফ করতে সক্ষম করে।

বৈশিষ্ট্য সমূহ:

অটোমেটিক ইমেজ অপ্টিমাইজ করতে সক্ষম।
মিডিয়া ফাইলের ইমেজ কমপ্রেস করতে সক্ষম।
ডাটাবেস থেকে অতিরিক্ত অপ্রয়োজনীয় ফাইল মুছে সক্ষম।
ক্যাশে সেটিংস সংশোধন করতে সক্ষম।
স্ক্রিপ্টগুলি মাইনাইফ করতে সক্ষম।

এই সব সুবিধা গ্রহণ করতে হলে আপনাকে বাৎসরিক কিছু টাকা ফি প্রদান করতে হবে।

ShortPixel Image Optimizer

ShortPixel হলো আর একটা ফিচার ফুল Image Optimization plugin. ShortPixel ইমেজ দেঅপ্টিমাইজার আপনাকে স্বয়ংক্রিয়ভাবে ইমেজ এবং পিডিএফ ফাইলগুলি অপ্টিমাইজ করতে, পাশাপাশি ইমেজগুলিকে রিসাইজ করতে সক্ষম।

বৈশিষ্ট্য সমূহ:

আপনার ওয়েবসাইটে নতুন ইমেজ স্বয়ংক্রিয়ভাবে কম্প্রেস করুন (প্রতি মাসে 100 পর্যন্ত)।
ওয়েবসাইটে আগের ইমেজ গুলো কম্প্রেস করতে বাল্ক অপ্টিমাইজেশন ব্যবহার করুন।
কম্প্রেস করার আগে ইমেজ গুলো ব্যাকআপ রাখুন।
ইমেজ ফাইলগুলি থেকে মেটাডেটা সরান।
ইমেজ গুলো স্বয়ংক্রিয়ভাবে রিসাইজ করুন।
পিএনজি ফাইলগুলি জেপিগগুলিতে রূপান্তর করুন।

এটা একটা প্রাইম প্লাগইন তাই এটা ব্যবহার করার জন্য আপনাকে মাসিক কিছু ফি দিতে হবে।