ব্যাটারি হচ্ছে মোবাইল ফোনের একটি গুরুত্বপূর্ণ হার্ডওয়ার। বর্তমানে আমাদের মধ্যে ৮০% লোক স্মাটফোন (smartphone) ব্যবহারকারী। এদের বেশিরভাগই ফোন কেনার বেশকিছু দিন মধ্যে ফোনের ব্যাটারির নানা সমস্যার সম্মুখীন হয়।
তাই ফোনের ব্যাটারি ভালো রাখার জন্য প্রথমে আপনাকে সঠিকভাবে ফোন চার্জ দেওয়ার নিয়ম গুলি জানতে হবে।
কারন, স্মাটফোনের ব্যাটারি ভালো রাখার জন্য ফোন চার্জ দেওয়ার ধরন বিশেষ ভূমিকা পালন করে।
ভুল ভাবে চার্জ দেওয়ার ফলে ফোনের ব্যাটারি লাইফ কমে যায় এবং ব্যাটারি আগে মতো চার্জ ধরে রাখতে পারে না। এছাড়াও ব্যাটারি ফুলে যাওয়া, এমনি এমনি চার্জ শেষ হয়ে যাওয়ার সমস্যা ও দেখা দেয়।
তাই ফোনের ব্যাটারি দীর্ঘ সময় ভালো রাখার জন্য, সঠিকভাবে মোবাইল চার্জ দেওয়ার নিয়ম আপনার জেনে রাখা উচিত।
এছাড়াও মোবাইল চার্জ এর বিষয় অনেক ভুল ধারনা ও ভুল কাজ করে থাকি যে থেকে আমাদের বিরর্ত থাকতে হবে।
সঠিক ভাবে মোবাইল চার্জ দেওয়ার নিয়ম
একটা স্মাটফোন নতুন থাকা অবস্থায় ব্যাটারি হেলথ ১০০% থাকে। এবং ব্যবহার ও প্রতি বার চার্জ দেওয়ার সময় এটা কিছুটা করে হেলথ হারায়।
কিন্তু আপনি চাইলে কিছু নিয়ম মেনে চললে এই হেলথ হারানোর মাত্রাটা কমিয়ে নিয়ে আসতে পারবেন। যার ফলে আপনার ফোনের ব্যাটারি দীর্ঘ দিন নতুনের মতো সার্ভিস দিতে পারবে।
তাই আপনি যদি চান আপনার ফোনের ব্যাটারি দীর্ঘদিন ভালো থাকুক এবং আপনি চাননা মে ব্যাটারি জনিত কোন সমস্যা যাতে দেখা না দেয়, তাহলে কিভাবে সঠিক ভাবে মোবাইল চার্জ করতে হয় সেটা ভালো ভাবে জেনে নিন।
ফোন সঠিক পদ্ধতিতে চার্জ দেওয়াটাই মোবাইল ফোনের ব্যাটারি ভালো রাখার একমাত্র উপায়।
নিচে স্মাটফোন চার্জ দেয়ার কিছু নিয়ম দেওয়া হলো এছাড়াও ফোন চার্জ দেওয়ার সময় কোন কাজ গুলো এড়িয়ে চলা উচিত সে বিষয়ে বলা হয়েছে।
১. কখন চার্জে দিবেন?
ফোন চার্জ দেওয়ার সঠিক সময় হচ্ছে তখন, যখন ফোনের চার্জ ৫০% এর কম পরিমাণে চলে আসবে তখন।
ফোনের চার্জ সর্বদা ৫০% থেকে ৯০% এর মধ্যে রাখা উচিত। তাই চার্জের পরিমাণ ৫০% এর নিচে নেমে আসলে চার্জে লাগান।
এছাড়াও খেয়াল রাখবেন চার্জ যাতে ৮০%- ৯০% এর বেশি না হয়। চেষ্টা করুন ৮০% – ৯০% এর মধ্যে থাকা অবস্থায় ফোন চার্জ থেকে খুলে ফেলতে।
২. চার্জের পরিমাণ ২০% এর নিচে নামতে না দেওয়া
ফোন ব্যবহার করতে করতে অনেক সময় চার্জের দিকে খেয়াল থাকে না। বিশেষ করে ভিডিও, গেমিং এবং চেটিং এর সময় এটা বেশি হয়ে থাকে।
এছাড়াও আমরা অনেক সময় 20% চার্জ হওয়া সত্ত্বেও ফোন হেভি ইউজ যেমন গেমিং ইত্যাদি করে থাকি, যা ফোনের ব্যাটারির আয়ু কমিয়ে দেয়।
তাই ফোন ২০% হলে ব্যবহার না করে দ্রুত চার্জ দিন।
৩. ১০০% চার্জ দেওয়া উচিত কিনা?
ফোনে ১০০% চার্জ হলে আমাদের সবাই ভালো লাগে। এছাড়াও অনেকে ফোন চার্জে লাগিয়ে ১০০% না হওয়া পর্যন্ত চার্জে লাগিয়ে রাখে।
টেক বিশেষজ্ঞদের মতে লিথিয়াম আয়ন ব্যাটারি সম্পূর্ণ চার্জ করা পছন্দ করে না। তারা আরো বলেন লিথিয়াম আয়ন ব্যাটারি অতিরিক্ত গরম ও পছন্দ করে না।
এ থেকে বোঝা যায় স্মাটফোনের ব্যাটারি ১০০% চার্জ করার ফলে দ্রুত হেলথ হারায়। তাই ১০০% চার্জ না দেওয়া চেষ্টা করুন।
৪. ফোন সারারাত চার্জ দেওয়া উচিত কিনা?
সারারাত ফোন চার্জে দেওয়া নিয়ে আমাদের মধ্যে অনেক রকম ধারণা রয়েছে। এগুলোর মধ্যে কিছু ভুল এবং কিছু সঠিক।
অনেকে মনে করেন সারারাত ফোন চার্জে দিলে ফোন ওভার চার্জ হয়ে দূর্ঘটনা হতে পারে। এই ধারণাটা সম্পূর্ণ ভুল, কারন বর্তমানের স্মাটফোন গুলো ব্যাটারি ১০০% চার্জ হয়ে গেলে চার্জিং সিষ্টেম বন্ধ করে দেয় ফলে ওভার চার্জ বা কোন দূর্ঘটনার সম্ভাবনা থাকে না
কিন্তু ফোন সারারাত চার্জ দেওয়া উচিত নয়। এর কারণ আগেই বলেছি লিথিয়াম আয়ন ব্যাটারি ১০০% চার্জ হওয়া পছন্দ করে না এতে এর হেলথ দ্রুত কমে যায়।
৫. Battery optimization app ব্যবহার করা
আমাদের স্মাটফোনে প্রায় সব সময় কোন না কোন app কাজ করতে থাকে। তাছাড়া ফোনের background functions এ অনেক অপ্রয়োজনীয় app চালু থাকে, যা আমাদের ফোনের চার্জ দ্রুত শেষ করে ফেলে।
এজন্য battery optimization app ব্যবহার বিশেষ জরুরী। বর্তমানে প্রত্যেক স্মাটফোনে battery optimization app থাকে।
এই app ব্যাটারির চার্জ ব্যবহার নিয়ন্ত্রণ করে এবং ব্যাটারির তাপমাত্রা নিয়ন্ত্রণে বিশেষ ভূমিকা পালন করে।
যদি আপনার ফোনে battery optimization app না থাকে তাহলে play store থেকে ডাউনলোড করে নিতে পারেন।
নিচে কয়েকটা battery optimization app এর নাম বলা হলো:
- Battery Doctor
- Kaspersky Battery Life
- Battery Pi & Optimization
৬. সঠিক চার্জার ব্যবহার করুন
ব্যাটারির আয়ুকাল অনেকটা নির্ভর করে সেটা চার্জ দেওয়া হচ্ছে কোন ধরণের চার্জার দিয়ে সেটার উপর।
এক্ষেত্রে ফোনের বাক্সের সাথে দেওয়া চার্জার ব্যবহার করা উচিত। যদি সেটা হারিয়ে যায় বা কোথায় ভ্রমনে গেছেন এবং চার্জার নিতে ভুলে গেছেন সেক্ষেত্রে অন্য চার্জার ব্যবহার করতে পারেন।
তবে অবশ্যই চার্জারটি ভালো কোন কম্পানির হতে হবে। এবং পাওয়ার input output সঠিক আছে কিনা সেটা দেখে নেওয়া ভালো।
আর যদি চার্জার নষ্ট হয়ে যায় তাহলে যথাসম্ভব কাষ্টমার কেয়ারে গিয়ে একটা অরিজিনাল চার্জার কেনার পরামর্শ দেওয়া হলো।
আমাদের মধ্যে অনেকের ধারণা ফাষ্ট চার্জিং ফোনের ব্যাটারি দ্রুত নষ্ট করে দেয়, এটা সম্পূর্ণ ভুল একটা ধারণা।
৭. চার্জে লাগিয়ে ব্যবহার থেকে বিরত থাকুন
চার্জে লাগিয়ে ফোন ব্যবহারের অভ্যাস আমাদের অনেকেরই আছে। কিন্তু আমরা অনেকেই জানি না এটা আমাদের ব্যাটারির জন্য মোটেও ভালো নয়।
ব্যাটারি চার্জ না হওয়া, ব্যাটারি খারাপ হয়ে যাওয়া, আস্তে আস্তে চার্জ হওয়া, এই সকল ব্যাটারির সমস্যা battery overheating এর কারনে হয়ে থাকে।
আগেই বলেছি লিথিয়াম আয়ন ব্যাটারি অতিরিক্ত গরম হওয়া পছন্দ করে না। আর চার্জে লাগিয়ে হেভি ইউজ যেমন গেমিং, মাল্টিটাস্কিং ইত্যাদি ফোনের ব্যাটারি দ্রুত গরম করিয়ে দেয়। তার ফলে ব্যাটারির আয়ু কমে যায়।
চার্জে লাগিয়ে যদি একান্তই ব্যবহার করতে হয় তাহলে হেভি ইউজ এড়িয়ে চলুন।
৮. দিনে একাধিক বার চার্জ দেওয়া উচিত কিনা
দিনে একাধিক বার চার্জ দেওয়া খারাপ নয়।
কিন্তু আপনি যদি ফোনের চার্জ ০% করে চার্জ দিয়ে ১০০% করেন এবং চার্জ শেষ করে পুনরায় আবার ০% থেকে চার্জ দেওয়া শুরু করেন এটা খারাপ।
এতে ব্যাটারি হেলথ হারানোর মাত্রাটা বেশি।
তাই ফোনের চার্জ একেবারে না ফুরিয়ে একাধিক বার চার্জ দেওয়া যাবে।
সর্বশেষ কথা,
আপনার অনেকের ব্যাটারি নানা সমস্যার রয়েছে বা পূর্ব অভিজ্ঞতা রয়েছে। আশা করি উপরে দেওয়া নিয়ম গুলো অনুসরণ করে মোবাইল চার্জে দিলে আমি আপনার ব্যাটারিটিকে দীর্ঘদিন নতুনের মতো রাখতে পারবেন।
এছাড়াও ফোন চার্জ জনিত কোন সমস্যা আপনার থাকবে না।
এবং আপনার স্মার্টফোনের ব্যাটারিটি দীর্ঘ সময় নতুনের মতো সার্ভিস দিতে পারবে।