ফেসবুক বর্তমানে সবচেয়ে জনপ্রিয় সোস্যাল মিডিয়ার মধ্যে অন্যতম একটি। এবং এখন হাজার হাজার ওয়েবসাইট এবং ব্যবসা প্রতিষ্ঠান ফেসবুক ব্যবহার করে প্রচার প্রচারণা চালাচ্ছে।
কিন্তু নতুন ওয়েবসাইট গুলো অনেক সময় নানা ভুলের কারনে ফেসবুকে তাদের URL শেয়ার বা পোস্ট করতে পারে না।
এছাড়া অনেক সময় ফেসবুক ভুল বসতো ওয়েবসাইটের URL block করে দেয়।
যা একটা ওয়েবসাইট বা ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বড় বাধা হয়ে দাঁড়ায়। এবং ব্যবসা প্রতিষ্ঠান বড় ক্ষতির সম্মুখীন হয়।
ফেসবুক কি কারনে ওয়েবসাইট URL block করে, কিভাবে এটা থেকে বাঁচবেন এবং কি করে block URL unblock করবেন।
ফেসবুকে ওয়েবসাইট URL block হওয়ার কারণ
ফেসবুকে ওয়েবসাইট URL block হওয়ার একাধিক কারণ থাকতে পারে। এদের মধ্যে ওয়েবসাইটের টেকনিক্যাল বিষয় এবং ফেসবুকে URL শেয়ার এর ধরন অনেক বেশি প্রভাব ফেলে।
ওয়েবসাইটের টেকনিক্যাল বিষয়ের মধ্যে এর ডিজাইন ও ads এবং ads নেটওয়ার্ক উল্লেখ যোগ্য।
আপনার ওয়েবসাইটে যদি এইসকল জিনিস থাকে তাহলে এখনি সেগুলো মুছে ফেলুন তারপর ফেসবুক শেয়ার করুন।
- ১৮+ কন্টেন্ট
- মিথ্যা খবর
- Pop ads
- Non brand’s ads
- অপরিচিত এড নেটওয়ার্কের এড ব্যবহার
- Broken URL
- মুভি ডাউনলোড সাইট বা এই জাতীয় সাইট
- ওয়েবসাইট https না হলে
উক্ত বিষয় গুলো যে কোনো একটা থাকলেই আপনার ওয়েবসাইট URL ফেসবুক এ block হতে পারে।
সাইট টেকনিক্যাল বিষয় ছাড়াও ফেসবুক কিছু কর্মকাণ্ড আপনার ওয়েবসাইটের URL block এর কারণ হতে পারে। তাই এই সকল বিষয় এড়িয়ে চলার চেষ্টা করুন।
- একই ব্যক্তি ওয়েবসাইটের একাধিক লিংক বিভিন্ন জায়গায় শেয়ার করলে বা spam করলে।
- রেন্ডম পোস্টের কমেন্টে বক্সে ওয়েবসাইটে লিংক শেয়ার করলে।
- একই লিংক বারে বারে শেয়ার করলে।
উক্ত বিষয় গুলো ছাড়া ও আরো কিছু বিষয় যা ফেসবুক কমিউনিটি গাইডলাইন থেকে দেখে নিতে পারেন। এইসকল নিয়ম ভঙ্গ করলেও ওয়েবসাইটে URL block হতে পারে।
কিভাবে বাঁচবেন?
ওয়েবসাইটে URL ব্লোকের হাত থেকে বাঁচার প্রথম ধাপ ও অতি গুরুত্বপূর্ণ ধাপ হল Facebook business manager এ ওয়েবসাইট ভেরিফাই করা।
Business manager এ URL ভেরিফাইড থাকলে URL block এর আশংকা অনেক অংশে কমে যায়।
এছাড়াও উপরে দেওয়া বিষয় গুলো এড়িয়ে চললে URL block এর হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব।
কিভাবে unblock করবেন?
যদি আপনার ওয়েবসাইটি আগে থেকেই block হয়ে যায় তাহলে আগে খুঁজে বের করুন ওয়েবসাইটে সমস্যা কোথায় আছে।
উপরে দেওয়া বিষয় গুলোর মধ্যে যদি কোন একটাও আপনার ওয়েবসাইটে থেকে থাকে তাহলে সেটা মুছে ফেলুন।
এরপর Facebook Developer Support এ গিয়ে আপনার ওয়েবসাইটি রিভিউ করতে বলুন। আশা করি তারা যদি কোন সমস্যা খুঁজে না পায় তাহলে ওয়েবসাইট URL unblock করে দিবে।
এছাড়াও অনেক সময় business manager এ ভেরিফাইড ওয়েবসাইটে ও ফেসবুক block করে দেয়।
অনেক সময় এটা ভুল করেও হয় আবার ওয়েবসাইটের টেকনিক্যাল সমস্যা দেখা দিলেও block করে দেয়।
সেক্ষেত্রে যদি ওয়েবসাইটে কোন সমস্যা না থাকে তাহলে Facebook Developer Support যোগাযোগ করলে তা unblock করে দেয়।
আর যদি টেকনিক্যাল সাপোর্ট থাকে তাহলে সেটা ঠিক করে যোগাযোগ করুন অথবা কিছু দিন অপেক্ষা করুন অটোমেটিক ওয়েবসাইটে URL unblock হয়ে যাবে।
আশা করি এটা আপনার সমস্যা সমাধানে সহায়তা করবে। এছাড়াও এই বিষয়ে কোনো কিছু জানাতে বা জানানোর থাকলে কমেন্ট এ মাধ্যমে তা করতে পারেন।
নিয়মিত অনলাইন বিষয়ক নানা পোস্ট পেতে আমাদের ওয়েবসাইটে(enews24.pw) ভিজিট করুন।